কাঁকরভিটা
অবয়ব
কাঁকরভিটা काँकडभिट्टा | |
---|---|
সীমান্ত চেকপোস্ট | |
কাকরভিটা ভারত নেপাল দরজা | |
নেপালে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°৩৮′৪৮″ উত্তর ৮৮°০৯′১৭″ পূর্ব / ২৬.৬৪৬৬৭° উত্তর ৮৮.১৫৪৭২° পূর্ব | |
দেশ | নেপাল |
প্রদেশ | প্রদেশ নং ১ |
জেলা | ঝাপা জেলা |
উচ্চতা | ১৪২ মিটার (৪৬৬ ফুট) |
জনসংখ্যা (১৯৯১) | |
• মোট | ২১,৩৬৬ |
সময় অঞ্চল | নেপাল সময় (ইউটিসি+5:45) |
কাকরভিটা নেপালের ১ নং প্রদেশের ঝাপা জেলার মেচীনগর পৌরসভার একটি এলাকা বা পাড়া। এটি একটি সীমান্ত চেকপোস্ট। এর উপারে ভারতের দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি চেকপোস্ট।
১৯৯১ সালের নেপালি আদমশুমারি অনুযায়ী কাকরভিটার জনসংখ্যা ছিল ২১৩৬৬ জন, যারা ১৪৭টি পরিবারে বসবাস করে।[১]
কাকরভিটা নেপালের পূর্ব পশ্চিম মাহেন্দ্র মহাসড়কের পূর্ব মাথা, এখানকার সীমান্ত চৌকি থেকে সড়কটি শুরু হয়েছে। এখানে তৃতীয় দেশের নাগরিকদের জন্য একটি কাস্টম ও সীমান্ত চৌকি রয়েছে। ভারতীয় এবং নেপালি নাগরিকরা কোনও বাধা ছাড়াই অতিক্রম করে। নেপাল, ভারত ও বাংলাদেশের পারশপারিক বাণিজ্য এই কাকরভিটা দিয়ে চলে।[২] কাকরভিটা ভাদ্রপুর বিমানবন্দর থেকে ২১ কিলোমিটার, বিরাটনগর বিমানবন্দর থেকে ১০৫ কিলোমিটার ও ভারতের বাগডোগরা বিমানবন্দর থেকে ২১.৫ কিলোমিটার দূরে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Nepal Census 2001"। Nepal's Village Development Committees। Digital Himalaya। ১২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০০৮।
- ↑ "Nepal to Seek 10,000 Cows from India"। Kathmandu: The New Indian Express। IANS। ১৭ ডিসেম্বর ২০১৪। ১৪ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৮, ২০১৪।
উইকিভ্রমণে কাঁকরভিটা সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে।