ফারুক শেখ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফারুক শেখ
জন্ম(১৯৪৮-০৩-২৫)২৫ মার্চ ১৯৪৮
মৃত্যু২৭ ডিসেম্বর ২০১৩(2013-12-27) (বয়স ৬৫)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা

ফারুক শেখ (গুজরাটি: ફારૂક શેખ; জন্ম: ২৫ মার্চ, ১৯৪৮ - মৃত্যু: ২৭ ডিসেম্বর, ২০১৩) ছিলেন ভারতের অন্যতম চলচ্চিত্র অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক। ১৯৭৭ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও, ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত টেলিভিশনে কাজ করেন। পরবর্তীতে ২০০৮ সালে তিনি পুনরায় চলচ্চিত্র জগতে ফিরে এসে মৃত্যু-পূর্ব পর্যন্ত জড়িত ছিলেন। সত্যজিৎ রায়, মুজাফফর আলী, ঋষিকেশ মুখার্জি, কেতন মেহতা’র ন্যায় চলচ্চিত্র পরিচালকদের সাথে কাজ করেছেন তিনি।[১]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৯২ সালে তুমহারি অমৃতা নামের মঞ্চ নাটকে জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি’র সাথে অভিনয় করেন, যার পরিচালক ছিলেন ফিরোজ আব্বাস খান। এছাড়াও ‘জিনা ইসি কা নাম হ্যায়’ নামের টিভি শো’র প্রথম মৌসুমে উপস্থাপনায় ছিলেন ফারুক শেখ।[২] ২০১০ সালে লাহোর নামীয় চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় পর্যায়ে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার লাভ করেন।[৩]

মৃত্যু[সম্পাদনা]

২৭ ডিসেম্বর, ২০১৩ তারিখে হৃদযন্ত্রজনিত কারণে দুবাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৪] তখন তিনি তার পরিবার নিয়ে দুবাইয়ে অবস্থান করছিলেন। ৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখে মুম্বইয়ের একটি গোরস্তানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয় ।[৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Getting nostalgic about Farooq Sheikh Rediff.com, 4 September 2008.
  2. Writing its own destiny আর্কাইভইজে আর্কাইভকৃত ১১ সেপ্টেম্বর ২০১২ তারিখে Screen, Namita Nivas, 28 November 2008.
  3. "And the National Award goes to..."The Times of India। ১৭ সেপ্টেম্বর ২০১০। ৩ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩ 
  4. "Veteran actor Farooq Sheikh dies in Dubai"ABP News। ২৮ ডিসেম্বর ২০১৩। 
  5. "Veteran Actor Farooq Sheikh dies of Heart Attack"। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]