প্রতিভা দেবীসিংহ পাটিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(প্রতিভা পাটিল থেকে পুনর্নির্দেশিত)
প্রতিভা দেবীসিংহ পাটিল
১২তম ভারতের রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
২৫ জুলাই ২০০৭ – ২৫ জুলাই ২০১২
প্রধানমন্ত্রীমনমোহন সিংহ
উপরাষ্ট্রপতিমহম্মদ হামিদ আনসারি
পূর্বসূরীএ. পি. জে. আবদুল কালাম
উত্তরসূরীপ্রণব মুখোপাধ্যায়
রাজস্থানের রাজ্যপাল
কাজের মেয়াদ
৮ নভেম্বর ২০০৪ – ২৩ জুন ২০০৭
মুখ্যমন্ত্রীবসুন্ধরা রাজে
পূর্বসূরীমদন লাল খুরানা
উত্তরসূরীআখ়লাক়ুর রহমান কিদওয়াই
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1934-12-19) ১৯ ডিসেম্বর ১৯৩৪ (বয়স ৮৯)
নদগাঁও, বম্বে প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(এখন মহারাষ্ট্রে অবস্থিত)
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
অন্যান্য
রাজনৈতিক দল
ইউনাইটেড ফ্রন্ট (১৯৯৬-২০০৪)
সংযুক্ত প্রগতিশীল জোট (২০০৪ –বর্তমান)
দাম্পত্য সঙ্গীদেবীসিংহ রণসিংহ শেখাওয়াৎ
প্রাক্তন শিক্ষার্থীমুলজী জেঠা কলেজ, জালগাঁও
সরকারী আইন কলেজ, মুম্বাই

প্রতিভা দেবীসিংহ পাটিল (উচ্চারণ) (মারাঠি: प्रतिभा देवीसिंह पाटील) (জন্ম: ১৯৩৪, ১৯ ডিসেম্বর) ভারতের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি। তিনি স্বাধীনতার পর ভারতের ১২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার বয়স ৭২ বছর। তিনি ভারতের রাজস্থান প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯শে জুলাই, ২০০৭ তারিখে ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন, ২০০৭ এ নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ভৈরোঁ সিং শেখাওয়াত চেয়ে তিন লক্ষেরও বেশি ভোট পেয়ে জয় লাভ করেন।[১][২][৩][৪] ২০০৭ সালের ২৫ জুলাই তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ভারতের সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে থাকে নির্বাহী ক্ষমতা কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার গঠনে রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা আছে। ফলে এটি শুধুমাত্র আনুষ্ঠানিক পদ নয়। এছাড়া আরো বেশ কিছু ক্ষমতা হাতে থাকার কারণে দেশীয় উন্নয়নে ভূমিকা রাখার যথেষ্ট সুযোগও তার আছে। নির্বাচনে জিতে প্রতিভা তার প্রতিক্রিয়ায় বলেছিলেন, কাগুজে প্রেসিডেন্ট’ না হয়ে এই পদের সাংবিধানিক সমস্ত দায়িত্ব তিনি যোগ্যতাবলে পালন করবেন[৫]

জন্ম[সম্পাদনা]

প্রতিভা পাটিল ১৯৩৪ সালের ১৯ ডিসেম্বর ভারতের মহারাষ্ট্রের ছোট শহর জালগাঁওয়ে জন্ম গ্রহণ করেন। [৬]

শিক্ষা ও পারিবারিক জীবন[সম্পাদনা]

তিনি জলগাঁও ও মুম্বাইয়ে লেখাপড়া করেন। কলা ও আইন শাস্ত্রের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি জলগাঁওয়ে একজন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৫ সালে তিনি রাজস্থানি বংশভূত তরুণ দেবীসিংহ রনসিংহ শেখাওয়াতকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও মেয়ে রয়েছে। [৬]

রাজনীতি[সম্পাদনা]

প্রতিভা পাটিলের পরিবারে শুধুমাত্র তিনিই রাজনীতির সাথে জড়িত। সামাজিক কাজ করতে গিয়ে তিনি কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন। ১৯৬২ সালে তিনি প্রথম মহারাষ্ট্র বিধানসভার সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি রাজস্থান মন্ত্রীসভার সদস্য ছিলেন। ১৯৭৯ সালে কংগ্রেস বিধানসভার নির্বাচনে হেরে গেলে তিনি বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে আবার রাজ্য মন্ত্রীসভার সদস্য হন। ১৯৮৫ সালে উচ্চ রাজ্যসভার সদস্য ও ১৯৯১ সালে সাধারণ নির্বাচনে লোকসভার সদস্য নির্বাচিত হন। [৬]

সামাজিক কর্মকাণ্ড[সম্পাদনা]

নয়া দিল্লীমুম্বাইয়ে তিনি কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল তৈরি করেছেন। নিজ জন্মস্থান জলগাঁওয়ে তিনি একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। এছাড়া সেখানে একটি চিনিকল ও মহিলাদের জন্য একটি সমবায় ব্যাংকও স্থাপন করেছেন। [৬]

প্রতিভা দেবীসিংহ পাটিল

রাষ্ট্রপতি নির্বাচন[সম্পাদনা]

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস সমর্থিত সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী ছিলেন প্রতিভা পাটিল। [৫] ভারতীয় সংসদের দুই কক্ষের ৬৮২ এমপি এবং রাজ্য বিধানসভার ৩,৭৫৫ এমএলএ এর গোপন ব্যালটে এ নির্বাচনে ভোট দেন। ১৯ জুলাই, ২০০৭ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সংসদ এবং দেশব্যাপী রাজ্য বিধানসভায় ভোট গ্রহণ শুরু হয়। শনিবার সকাল ১১টায় ভোট গণনা শুরু হয়। পাটিল বিরোধী পক্ষ বিজেপি ও এজিপির ভিন্ন মতাবলম্বীদের অপ্রত্যাশিত সমর্থন লাভ করেন।

চূড়ান্ত ভোট গণনায় দেখা যায়, প্রতিভা পাটিল ৬৫.৮২ শতাংশ ভোট পেয়েছেন। পার্লামেন্টে তিনি পেয়েছেন ৪৪২ ভোট। প্রতিপক্ষ শেখওয়াত পেয়েছেন ২৩২ ভোট। রাজ্য বিধানসভা ও ইউনিয়ন এলাকাগুলো মিলে প্রতিভা পেয়েছেন ২,৪৮৯ ভোট। সব মিলিয়ে প্রতিভা পাটিল ১০.৯৮ লাখ নির্বাচকমন্ডলীর ৬ লাখ ৩৮ হাজার ১১৬ ভোট পেয়েছেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bibhudatta Pradhan (2007-07-19)। "Patil Poised to Become India's First Female President"Bloomberg.com। সংগ্রহের তারিখ 2007-07-20  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. Anita Joshua (2007-07-20)। "High turnout in Presidential poll"The Hindu। ২০১২-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2007-07-20  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "Voting for Presidential poll ends"NDTV2007-07-19। ২০০৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2007-07-20  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. "Pratibha Patil becomes next President of India" 
  5. "দৈনিক ইত্তেফাক, ২৬ জুলাই, ২০০৭"। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২১ 
  6. দৈনিক প্রথম আলো, ২২ জুলাই, ২০০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "দৈনিক যায়যায়দিন, ২২ জুলাই, ২০০৭"। ৯ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০০৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

বিধানসভার আসন
পূর্বসূরী
সুদাম দেশমুখ
সংসদ সদস্য
অমরাবতী এর জন্য

১৯৯১–১৯৯৬
উত্তরসূরী
অনন্ত গুদে
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
মদন লাল খুরানা
রাজস্থানের রাজ্যপাল
২০০৪–২০০৭
উত্তরসূরী
আখলাকুর রহমান কিদওয়াই
পূর্বসূরী
এ পি জে আবদুল কালাম
ভারতের রাষ্ট্রপতি
২০০৭–২০১২
উত্তরসূরী
প্রণব মুখার্জি