পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৯১
![]() | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ টি সকল আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৪৮টি আসন | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ভোটের হার | ৭৬.৮০% | ||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
১৯৯১ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি ১৯৯১ সালের ভারতীয় সাধারণ নির্বাচনের সাথে একযোগে অনুষ্ঠিত হয়েছিল।[১][২] ১৯৮৭ সালে নির্বাচিত বিধানসভার মেয়াদ ১৯৯২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ভারতের নির্বাচন কমিশনকে আগের তারিখে নির্বাচনের ব্যবস্থা করতে বলেছিল।[৩]
ফলাফল[সম্পাদনা]
নির্বাচনে বামফ্রন্ট সর্বাধিক আসনে জয়লাভ করে, যার ফলে তার টানা চতুর্থ বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়।[৪] বামফ্রন্ট এবং মিত্ররা ২৯৪টি আসনের মধ্যে ২৪৫টি আসনে জয়ী হয়।[৫][৪]
দল | প্রার্থী | আসন | ভোট | % | |
---|---|---|---|---|---|
বামফ্রন্ট এবং মিত্র | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) | ২০৪ | ১৮২ | ১,০৯,৫৪,৩৭৯ | ৩৫.৩৭ |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ৩৪ | ২৯ | ১৭,০৭,৬৭৬ | ৫.৫১ | |
বিপ্লবী সমাজতান্ত্রিক দল | ২৩ | ১৮ | ১০,৭৩,৪৪৫ | ৩.৪৭ | |
ভারতের কমিউনিস্ট পার্টি | ১২ | ৬ | ৫,৪২,৯৬৪ | ১.৭৫ | |
পশ্চিমবঙ্গ সমাজতন্ত্রী দল | ৪ | ৪ | ২,০৮,১৪৭ | ০.৬৭ | |
মার্কসবাদী ফরোয়ার্ড ব্লক | ২ | ২ | ১,৩০,৪৫৪ | ০.৪২ | |
গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দল (প্রবোধ চন্দ্র) | ২ | ২ | ৯৮,৯০৫ | ০.৩৯ | |
ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি | ২ | ১ | ৯২,৫৪৪ | ০.৩০ | |
বিপ্লবী বাংলা কংগ্রেস | ১ | ০ | ৫০,৪১৪ | ০.১৬ | |
জনতা দল | ৮ | ১ | ২,০৮,৯৫১ | ০.৬৭ | |
অখিল ভারতীয় গোর্খা লীগ | ১ | ০ | ৩৫,৪৮৯ | ০.১১ | |
ভারতের কমিউনিস্ট বিপ্লবী লীগ | ১ | ০ | ২২,৭১৬ | ০.০৭ | |
কংগ্রেস এবং মিত্র | ভারতীয় জাতীয় কংগ্রেস | ২৮৪ | ৪৩ | ১,০৮,৭৫,৮৩৪ | ৩৫.১২ |
গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট | ৩ | ৩ | ১,৪৬,৫৪১ | ০.৪৭ | |
ঝাড়খণ্ড পার্টি | ৬ | ১ | ১,৪০,৩৯১ | ০.৪৫ | |
ভারতের সংযুক্ত কমিউনিস্ট পার্টি | ১ | ০ | ৪০,৮০৬ | ০.১৩ | |
কংগ্রেস-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী | ১ | ০ | ৪০,৪২৬ | ০.১৩ | |
ভারতীয় জনতা পার্টি | ২৯১ | ০ | ৩৫,১৩,১২১ | ১১.৩৪ | |
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা | ২৩ | ০ | ৯৫,০৩৮ | ০.৩১ | |
বহুজন সমাজ পার্টি | ৯৭ | ০ | ৮৮,৮৩৬ | ০.২৯ | |
জনতা পার্টি | ৭৮ | ০ | ৫০,০৩৭ | ০.১৬ | |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) | ১৮ | ০ | ৪১,৮২৮ | ০.১৪ | |
ইন্ডিয়ান পিপলস ফ্রন্ট | ২৩ | ০ | ৩৯,০০৪ | ০.১৩ | |
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ | ২৮ | ০ | ২৮,১৫৬ | ০.০৯ | |
আমরা বাঙালী | ৬০ | ০ | ২২,২৯৫ | ০.০৭ | |
ভারতের ওয়ার্কার্স পার্টি | ৬ | ০ | ১০,৬৭০ | ০.০৩ | |
হুল ঝাড়খণ্ড পার্টি | ৩ | ০ | ৯,২৩৯ | ০.০৩ | |
দূরদর্শী পার্টি | ২৬ | ০ | ৪,৯৮০ | ০.০২ | |
ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি | ৫ | ০ | ৩,৮০৪ | ০.০১ | |
অখিল ভারতীয় হিন্দু মহাসভা | ৫ | ০ | ১,৫৫৩ | ০.০১ | |
অখিল ভারতীয় জন সংঘ | ৬ | ০ | ১,৪৮৫ | ০.০০ | |
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (ও) অ্যান্টি মার্জার গ্রুপ | ৫ | ০ | ১,৩০৯ | ০.০০ | |
সর্বভারতীয় দলিত মুসলিম সংখ্যালঘু সুরক্ষা মহাসঙ্ঘ | ২ | ০ | ৯৮৮ | ০.০০ | |
ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (গৌরাঙ্গ আসন) | ১ | ০ | ৯৮৩ | ০.০০ | |
শিবসেনা | ১ | ০ | ৮৮০ | ০.০০ | |
ভারতীয় কংগ্রেস (সমাজবাদী-শরৎ চন্দ্র সিনহা) | ১ | ০ | ৮৭৬ | ০.০০ | |
ভারতের বলশেভিক পার্টি | ১ | ০ | ৩৩৫ | ০.০০ | |
ভারত দল | ১ | ০ | ২০৩ | ০.০০ | |
লোকদল | ১ | ০ | ১২১ | ০.০০ | |
বিধান দল | ১ | ০ | ৯২ | ০.০০ | |
স্বতন্ত্র ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্র প্রার্থীসহ স্বতন্ত্রগণ |
৬৩১ | ২ | ৬,৮৪,১৩০ | ২.২১% | |
মোট | ১,৯০৩ | ২৯৪ | ৩,০৯,৭০,০৪৫ | ১০০ | |
সূত্র: ভারতের নির্বাচন কমিশন[৬] |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ M. L. Ahuja (২০০০)। Handbook of General Elections and Electoral Reforms in India, 1952–1999। Mittal Publications। পৃষ্ঠা 49। আইএসবিএন 978-81-7099-766-5।
- ↑ The Hindu. The case against simultaneous polls
- ↑ Ananth V. Krishna (১ সেপ্টেম্বর ২০১১)। India Since Independence: Making Sense of Indian Politics। Pearson Education India। পৃষ্ঠা 385। আইএসবিএন 978-81-317-3465-0।
- ↑ ক খ Sumantra Bose (১৬ সেপ্টেম্বর ২০১৩)। Transforming India। Harvard University Press। পৃষ্ঠা 138। আইএসবিএন 978-0-674-72819-6।
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1991 TO THE LEGISLATIVE ASSEMBLY OF WEST BENGAL
- ↑ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। Election results of West Bengal: statistics & analysis, 1952–1991। কমিটি। পৃষ্ঠা ৪, ৬৯।