নুরুল ইসলাম খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাডভোকেট
নুরুল ইসলাম খান
সিলেট-৭ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬
উত্তরসূরীদেওয়ান তৈমুর রাজা চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্মমোহাম্মদ নুরুল ইসলাম খান
(১৯৪৬-০১-১৬)১৬ জানুয়ারি ১৯৪৬
শ্রীধরপুর, বিশ্বনাথ, সিলেট
মৃত্যু২১ ফেব্রুয়ারি ২০২৩(2023-02-21) (বয়স ৭৭)
সিলেট
রাজনৈতিক দলজাতীয় জনতা পার্টি
বাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীরোকসানা চৌধুরী
সন্তান২ পূত্র ও ২ কন্যা
পিতামাতামোহাম্মদ ফিরুজ খান (পিতা)

নুরুল ইসলাম খান (১৬ জানুয়ারি ১৯৪৬ – ২১ ফেব্রুয়ারি ২০২৩) বাংলাদেশের সিলেট জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন সিলেট-৭ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

নুরুল ইসলাম খান ১৬ জানুয়ারি ১৯৪৬ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের সিলেট জেলার বিশ্বনাথে শ্রীধরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট শহরের আম্বরখানা হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন। তার পিতার নাম মোহাম্মদ ফিরুজ খান।

তার স্ত্রীর নাম রোকসানা চৌধুরী। এই দম্পতীর ২ পূত্র ও ২ কন্যা।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

নুরুল ইসলাম খান আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান।[২] ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। তিনি বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]

১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে পরাজিত হয়ে ছিলেন।[৩]

বঙ্গরীর এমএজি ওসমানীর মৃত্যুর পর থেকে তার প্রতিষ্টিত জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান হিসেবে আমৃত্যু নুরুল ইসলাম দায়িত্ব পালন করেন।

মৃত্যু[সম্পাদনা]

নুরুল ইসলাম খান ২১ ফেব্রুয়ারি ২০২৩ সালে মৃত্যুবরণ করেন।[৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. সিলেট ব্যুরো (৮ মে ২০১৭)। "জাতীয় জনতা পার্টি কোন জোটের অন্তর্ভুক্ত নয়"দৈনিক সমকাল। ২৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০ 
  3. "পঞ্চম থেকে দশম: আসনভিত্তিক ভোটের ফল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ ডিসেম্বর ২০১৮। ৩১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০ 
  4. "নুরুল ইসলাম খান"দৈনিক যুগান্তর। ২২ ফেব্রুয়ারি ২০২৩। ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩ 
  5. "সাবেক এমপি নুরুল ইসলাম খানের দাফন সম্পন্ন"সিলেট সংবাদ। ২১ ফেব্রুয়ারি ২০২৩। ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩