বিষয়বস্তুতে চলুন

লেঝে দুর্গ মসজিদ

স্থানাঙ্ক: ৪১°৪৭′০২″ উত্তর ১৯°৩৯′০০″ পূর্ব / ৪১.৭৮৩৮৯° উত্তর ১৯.৬৫০০০° পূর্ব / 41.78389; 19.65000
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দুর্গ মসজিদ, লেঝা থেকে পুনর্নির্দেশিত)
লেঝে দুর্গ মসজিদ
স্থানীয় নাম
আলবেনীয়: Xhamia e Kalasë
অবস্থানলেঝে
অবৈধ উপাধি

লেঝে দুর্গ মসজিদ (আলবেনীয়: Xhamia e Kalasë) আলবেনিয়ার লেঝে শহরে অবস্থিত একটি ঐতিহাসিক ওসমানীয় মসজিদ। এটি দেশটির প্রাচীনতম মসজিদগুলোর একটি।

পরবর্তীতে খ্রিস্টাননাস্তিকদের হাতে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হয়। এটি ১৫২২ সালে প্রথম সুলায়মানের নির্দেশে নির্মিত হয়েছিল। এনভার হোজার কমিউনিস্টনাস্তিক শাসনামলের পর, লেঝে দুর্গ মসজিদকে আলবেনিয়ার একটি জাতীয় সাংস্কৃতিক প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।[]

বর্তমানে মসজিদটি ধ্বংসাবশেষ অবস্থায় রয়েছে এবং ইতিহাস অনুযায়ী পূনঃসংস্কার করা হয়নি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Komuniteti Shqiptar per Kultet"kshk.gov.al। ২০১৩-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-০২