লেঝে দুর্গ মসজিদ
অবয়ব
(দুর্গ মসজিদ, লেঝা থেকে পুনর্নির্দেশিত)
লেঝে দুর্গ মসজিদ | |
---|---|
স্থানীয় নাম আলবেনীয়: Xhamia e Kalasë | |
![]() | |
অবস্থান | লেঝে |
অবৈধ উপাধি |
লেঝে দুর্গ মসজিদ (আলবেনীয়: Xhamia e Kalasë) আলবেনিয়ার লেঝে শহরে অবস্থিত একটি ঐতিহাসিক ওসমানীয় মসজিদ। এটি দেশটির প্রাচীনতম মসজিদগুলোর একটি।
পরবর্তীতে খ্রিস্টান ও নাস্তিকদের হাতে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হয়। এটি ১৫২২ সালে প্রথম সুলায়মানের নির্দেশে নির্মিত হয়েছিল। এনভার হোজার কমিউনিস্ট ও নাস্তিক শাসনামলের পর, লেঝে দুর্গ মসজিদকে আলবেনিয়ার একটি জাতীয় সাংস্কৃতিক প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।[১]
বর্তমানে মসজিদটি ধ্বংসাবশেষ অবস্থায় রয়েছে এবং ইতিহাস অনুযায়ী পূনঃসংস্কার করা হয়নি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Komuniteti Shqiptar per Kultet"। kshk.gov.al। ২০১৩-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-০২।