বিষয়বস্তুতে চলুন

জাল তেক্কে

স্থানাঙ্ক: ৪০°০৪′০২″ উত্তর ২০°০৮′৫৭″ পূর্ব / ৪০.০৬৭১° উত্তর ২০.১৪৯২° পূর্ব / 40.0671; 20.1492
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(যাল তেকে থেকে পুনর্নির্দেশিত)
জাল তেক্কে
স্থানীয় নাম
আলবেনীয়: Teqeja e Zallit
সবুজ গম্বুজবিশিষ্ট জাল তেক্কের পশ্চাৎদৃশ্য
অবস্থানগিরোকাস্ত্র
স্থানাঙ্ক
নির্মিত১৭৮০
অবৈধ উপাধি

জাল তেক্কে (আলবেনীয়: Teqeja e Zallit) অথবা আসিম বাবা তেক্কে (তুর্কি: Âsım Baba Tekkesi) আলবেনিয়ার গিরোকাস্ত্র শহরে অবস্থিত একটি বেকতাশি তেক্কে। এটি একটি স্বীকৃত আলবেনিয়ার সাংস্কৃতিক নিদর্শন[]

ইতিহাস

[সম্পাদনা]

এই তেক্কে ১৭৮০ সালে ইস্তানবুলের উস্কুদার এলাকা থেকে আগত সাইয়্যিদ মুহাম্মদ আসিম বাবা প্রতিষ্ঠা করেন। এটি “জাল তেক্কে” বা “পাথরের তেক্কে” নামেও পরিচিত, কারণ এটি একটি সাধারণত শুষ্ক নদীখাতের পাশে অবস্থিত।[]

তেক্কেটি দীর্ঘ সময় ধরে নিম্নোক্ত বাবাদের দ্বারা পরিচালিত হয়েছিল:[]

  • আসিম বাবা (১৭৮০–১৭৯৬)
  • হাসান বাবা তুরকু (১৭৯৬–১৭৯৮)
  • গিরোকাস্ত্রের সুলেইমান বাবা (১৭৯৮–১৮০৬)
  • আলি বাবা গেগা (১৮০৬–১৮৩০)
  • ক্রুয়ার হাজি ইয়াহিয়া বাবা (১৮৩০–১৮৩৬)
  • ইব্রাহিম বাবা তুরকু (১৮৩৬–১৮৪৬)
  • এলবাসানের হুসেইন বাবা (১৮৪৫–১৮৬১)
  • এলবাসানের আলি হাকি বাবা (১৮৬১–১৯০৭)
  • এলবাসানের সেলিম রুহি বাবা (১৯০৭–১৯৪৪)

তেক্কেটিতে একসময় একটি সমৃদ্ধ গ্রন্থাগার ছিল, যেখানে আরবি, ফারসি, তুর্কি এবং পরবর্তীতে আলবেনীয় ভাষার পাণ্ডুলিপি ও বই সংরক্ষিত ছিল।

বাল্কান যুদ্ধের সময় এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় ৩ বছরের জন্য তেক্কেতে গ্রিক সেনারা অবস্থান করেছিল। সেই সময় তেক্কেতে কোনো বাবা বা দরবেশ ছিলেন না। যুদ্ধ পরবর্তী সময়ে বাবা ও দরবেশগণ ফিরে আসেন এবং ১৯১৬ সালে তেক্কেটির পুনর্নির্মাণ করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Religious buildings with the "Culture Monument" status"। Republic of Albania National Committee for Cult। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১০ 
  2. Elsie, Robert (২০১৯)। The Albanian Bektashi: history and culture of a Dervish order in the Balkans। I.B. Tauris। আইএসবিএন 978-1-78831-569-2