দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লক
দিনহাটা ১ দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লক | |
---|---|
সমষ্টি উন্নয়ন ব্লক | |
পশ্চিমবঙ্গ তথা ভারতে ব্লকটির অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°০৮′৩০″ উত্তর ৮৯°২৬′০৩″ পূর্ব / ২৬.১৪১৭২৩৭° উত্তর ৮৯.৪৩৪০৩২৪° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | কোচবিহার |
আয়তন | |
• মোট | ২৭০.৭৮ বর্গকিমি (১০৪.৫৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৮৬,২৬৯ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরাজী |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
লোকসভা নির্বাচন কেন্দ্র | কোচবিহার |
বিধানসভা নির্বাচন কেন্দ্র | দিনহাটা, সিতাই |
ওয়েবসাইট | coochbehar |
পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগে অবস্থিত কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অবস্থিত একটি ব্লক হলো দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লক। ব্লকটির ব্লকসদর দিনহাটা-তে অবস্থিত৷[১][২]
ভূগোল
[সম্পাদনা]কোচবিহার জেলা মূলত নিম্ন ডুয়ার্স অঞ্চলে অবস্থিত। এবং জলঢাকা নদীকে প্রমাণ ধরে কোচবিহার সমতলভূমি কে পূর্ব এবং পশ্চিম দুটি ভাগে বিভক্ত করা হয়। পশ্চিমবঙ্গে অবস্থিত সমতলভূমি অর্থাৎ দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লকটি তুলনামূলকভাবে কম উচ্চতা বিশিষ্ট এবং জমি পূর্ব থেকে পশ্চিমে সামান্য ঢালু। এই ব্লকের নদ-নদীগুলি উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত। নদী গুলি হল যথাক্রমে, জলঢাকা, বানিয়াদহ, সিংগীমারী, বুড়া ধরলা এবং ধরলা নদী।[৩]
দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লক এর উত্তর দিকে রয়েছে কোচবিহার ১ সমষ্টি উন্নয়ন ব্লক, পশ্চিম দিকে রয়েছে সিতাই সমষ্টি উন্নয়ন ব্লক ও পূর্ব দিকে রয়েছে দিনহাটা ২ সমষ্টি উন্নয়ন ব্লক। এছাড়া আন্তর্জাতিকভাবে ব্লকটির দক্ষিণদিকে রয়েছে বাংলাদেশের লালমনিরহাট জেলার আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলা এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা।[৪][৫]
দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লকটির সর্বমোট গ্রামীণ ক্ষেত্রফল ২৭০. ৭৮ বর্গকিলোমিটার৷ [২] এখানে একটি পঞ্চায়েত সমিতি ষোলটি গ্রাম পঞ্চায়েত, ২০৪ টি গ্রাম সংসদ, ১৩০ টি মৌজা এবং ১২৮ টি জনাধিষ্ঠিত গ্রাম রয়েছে। [৬] দিনহাটা ও দিনহাটা মহিলা পুলিশ থানাদুটি এই ব্লকে পরিষেবা দান করে। [৭]
দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলি হলো; বড় আটিয়াবাড়ী ১ ও ২, বড় শৌলমারী, ভেটাগুড়ি ১ ও ২, দিনহাটাগ্রাম ১ ও ২, গীতলদহ ১ ও ২ , গোসানিমারি ১ ও ২, মাতালহাট, ওকরাবাড়ী, পেটলা এবং পুঁটিমারি ১ ও ২।[৮]
জনতত্ত্ব
[সম্পাদনা]জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ খ্রিস্টাব্দের ভারতের জনগণনা অনুসারে দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লকের মোট জনসংখ্যা ২,৮৬,২৬৯ জন, যার মধ্যে ৪,৩৭৯ জন শহরবাসী এবং ২,৮১,৮৯০ জন গ্রামীণ৷ ব্লকটিতে ১,৪৭,৬০২ জন পুরুষ এবং ১,৩৮,৬৬৭ জন মহিলা অর্থাৎ প্রতি হাজার পুরুষে ৯৪০ জন মহিলা থাকেন। ছয় বৎসর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৩৫,৩৭৬। ব্লকের ৪৩.৯৭ শতাংশ অর্থাৎ ১,২৫,৮৭৩ জন তপশিলি জাতি এবং ০.৪১ শতাংশ অর্থাৎ ১,১৭১ জন তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। [৯][১০]
২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী দিনহাটা ১ ব্লকে একটি জনগণনা শহর রয়েছে, সেটি হলো:
এছাড়াও এই ব্লকে অবস্থিত চার হাজারেরও অধিক জনসংখ্যা বিশিষ্ট গ্রাম গুলি হল: খলিসা গোসানিমারি (৬৪১০), ভিতর কামতা (৫৫৫৯), আলোকঝাড়ী (৪১৩৮), পেটলা (৫৭৮০), বড় নাচিনা (১৪৭৫৯), ভুটকুড়া (৬৪৫৭), সিংগীমারী ভেটাগুড়ি (৫৯৫০), খরিজা বলাডাঙ্গা (৫৭৬৬), রুইয়ের কুঠি (৬৭১০), কোয়ালিদহ (৫৬১৬), দিনহাটাগ্রাম আংশিক (৭২১৫), ভাঙরি দ্বিতীয়খণ্ড (৯৫৬৫), ঝুড়িপাড়া (৪২৭৩), বড় শৌলমারি (৪৬০৪), বড় আটিয়াবাড়ী প্রথমখণ্ড (১৪৯৬২) এবং ভোরাম (৪১২৯)।[৯]
২০০১ খ্রিস্টাব্দে ব্লকটির জনসংখ্যা ছিল ২,৫৪,৪৪৯ জন। ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লকে জনসংখ্যা বৃদ্ধির হার ১২.৫১ শতাংশ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Contact details of Block Development Officers"। Cooch Behar district। West Bengal Government। ২০১১-০৯-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২০।
- ↑ ক খ "Census of India 2001, Provisional Population Totals, West Bengal, Table - 4"। Cooch Behar District (03)। Government of West Bengal। সেপ্টেম্বর ২৭, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৪-১২।
- ↑ http://archives.anandabazar.com/archive/1120707/7uttar2.html
- ↑ https://m.mapsofindia.com/maps/west-bengal/tehsil/koch-bihar-amppage.html
- ↑ Google maps
- ↑ http://coochbehar.nic.in/Htmfiles/District_Administration.html
- ↑ http://coochbehar.nic.in/Htmfiles/CoB_Police.html
- ↑ "Relation between Blocks & Gram Panchayats (GPs)"। Cooch Behar District Administration। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২০।
- ↑ ক খ "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"। West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৮।
- ↑ http://coochbehar.nic.in/HTMfiles/Population_total.html