থিম্ফু জেলা
থিম্ফু জেলা ভুটানের একটি জেলা। এটি ভুটানের ২০টি জেলার অন্যতম জনবহুল জেলা। জেলার প্রধান শহর ও সদরদপ্তর থিম্ফু। থিম্ফু ভুটানের জাতীয় রাজধানী।
ভূগোল
[সম্পাদনা]থিম্ফু জেলার আয়তন ২০৬৭ বর্গকিলোমিটার। এর উত্তরে চীনের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, পূর্বে গাসা, পুনাখা ও ওয়াংদুয়ে ফ্রোদাং জেলা, দক্ষিণে দাগানা ও চুখা জেলা, পশ্চিমে চুখা ও পারো জেলা অবস্থিত।
প্রশাসনিক বিন্যাস
[সম্পাদনা]থিম্ফু জেলা ৮টি গিয়োগ এবং একটি শহর (থিম্ফু) নিয়ে গঠিত।
- চান গিয়োগ
- দাগালা গিয়োগ
- জ্ঞানিয়েখা গিয়োগ
- লিংঝি গিয়োগ
- মেওয়াং গিয়োগ
- নারো গিয়োগ
- সোই গিয়োগ
এছাড়া লিংঝি, সোই ও নারো গিয়োগ নিয়ে লিংঝি ডংখাগ (উপজেলা) গঠিত। এটি জেলার একমাত্র উপজেলা। বাকি গিয়োগগুলো সরাসরি জেলার অধীন।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০০৫ সালে থিম্ফু জেলার জনসংখ্যা ছিল ৯৮,৬৭৬ জন। ২০১৭ সালে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয় ১৩৮,৭৩৬ জন।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৬৭.১ জন।
ভাষা
[সম্পাদনা]জেলার প্রধান ভাষা হচ্ছেন জংখা; তবে, রাজধানীতে ভুটানের প্রায় প্রতিটি ভাষা মুখোমুখি হতে পারে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Thimphu Government online ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৯-০৯-০৬ তারিখে
- ↑ "Population and Housing Census of 2017 (National Report)" (পিডিএফ)। National Statistics Bureau। ২০১৮-০৬-২৬। পৃষ্ঠা 102। ২০১৯-০২-২৮ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩১।
- ↑ van Driem, George L. (১৯৯৩)। "Language Policy in Bhutan"। London: SOAS। ২০১০-১১-০১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-১৮।