বিষয়বস্তুতে চলুন

টেমপ্লেট আলোচনা:তথ্যছক বিশ্ববিদ্যালয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: অর্ঘ্য বড়ুয়া কর্তৃক ২ মাস আগে "অনুরোধ" অনুচ্ছেদে

OSM মানচিত্র

[সম্পাদনা]

@Yahia.barie: ভাই হালনাগাদের সময় আপনি OSM মানচিত্র সরিয়ে ফেলেছেন। আমি লিখেও রেখেছিলাম না সরানোর জন্য। অনুগ্রহ করে এই টেমপ্লেট হোক আর অন্য যে কোন টেমপ্লেট হোক, হালনাগাদের সময় এগুলি যেন মুছে না যায় সেদিকে খেয়াল রাখবেন। কিছু জিনিস বাংলা উইকিতে অতিরিক্ত যোগ করা হয় বা অন্যভাবে দেয়া হয়। হালনাগাদের সময় সেসব জিনিস বজায় রাখার চেষ্টা করবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৬, ৯ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত ভাই, আসলে বিষয়টি আমার মনে ছিল না। ইনশাল্লাহ পরবর্তী সময় মনে থাকবে। ---- ইয়াহিয়া (আলাপ) ১৮:৫৫, ৯ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান, দয়া করে OSM মানচিত্রের সঙ্গে অবস্থান মানচিত্র যোগ করে দিন। তাহলে তথ্যছকে অবস্থান মানচিত্র ও OSM মানচিত্র একইসঙ্গে ব্যবহার করা যাবে এবং OSM মানচিত্রের মডিউলে কোনো ত্রুটি থাকলে তার সংশোধনের সময় পাঠকদের কোনো অসুবিধা হবে না (যে অসুবিধা ইংরেজি উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধের OSM মানচিত্রে লক্ষ্য করা যায়)। আমি এরকম জিনিস বিভিন্ন তথ্যছকে প্রয়োগ করেছি, যেমন: ইকো পার্ক, নিউ টাউন, নজরুলতীর্থ, বাগডোগরা বিমানবন্দর ইত্যাদি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৯:৫১, ১৯ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ১৮ জুলাই ২০২৪

[সম্পাদনা]

এখানে label21 এ ইংরেজী Chair (official) নিবন্ধের নাম সরিয়ে দিন, কারণ (চেয়ারম্যান) এ নামে নিবন্ধ আছে। ইউনুছ মিঞা (আলাপ) ০৭:০২, ১৮ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@ইউনুছ মিঞা  করা হয়েছেAishik Rehman (আলাপ) ১৩:৩৮, ২৭ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ

[সম্পাদনা]

@আফতাবুজ্জামান টেমপ্লেটটিতে অনুগ্রহপূর্বক ইআইআইএন প্যারামিটারটি যোগ করুন। যেমনটা টেমপ্লেট:তথ্যছক বিদ্যালয়-এ রয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে এই টেমপ্লেটটি ব্যবহার করা হচ্ছে, তাই ইআইআইএন এর প্যারামিটারটি থাকা উচিত। তাছাড়া, সকল বিশ্ববিদ্যালয়েরই ইআইআইএন থাকে। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৫:৪৫, ১৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@অর্ঘ্য বড়ুয়া আপনি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের তথ্যছকে ইআইআইএন যুক্ত করতে ইচ্ছুক? আপনি সবগুলোর ইআইআইএন নাম্বার জানেন? ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:১০, ১৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram এটা জানা কঠিন কিছু নয়। এখানে পাবেন সবই। তবে আমি এটি চাইছি মূলত ডিগ্রি কলেজের নিবন্ধগুলোর জন্য জন্য। বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগুলোর ইআইআইএন উল্লেখ বেশি দরকার। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ১৪:৪৩, ১৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@অর্ঘ্য বড়ুয়া এটা প্রশাসকদের জন্য সুরক্ষিত করা আছে, @আফতাবুজ্জামান ভাই করতে পারবেন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৬:২৩, ১৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@অর্ঘ্য বড়ুয়া, করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪০, ১৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ১৯:১০, ১৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন