টাপোরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টাপোরি (হিন্দি: टपोरी, প্রতিবর্ণীকৃত: ট্যপোরী, উচ্চারিত [ʈəpoɾiː]) একটি হিন্দি শব্দ, যার আক্ষরিক অর্থ "যাযাবর"। মুম্বইয়ের রাস্তার ঠগেরা সম্ভবত টাপোরিদের সবচেয়ে পরিচিত উদাহরণ। তাদের হিন্দি উপভাষা টাপোরি ভাষা নামে পরিচিত। তাদের পোশাক-পরিচ্ছদ টাপোরি স্টাইল নামে পরিচিত। অবশ্য রঙ্গতামাশার জন্য অনেকে টাপোরি সংস্কৃতিকে অনুসরণ করে। এটি বিভিন্ন বলিউড চলচ্চিত্রে পাওয়া যায়, যেমন: রঙ্গলীলা, গোলমাল এবং চশমে বুদ্দুর[১]

ভারতে পরিবর্তিত সামাজিক অবস্থার দরুন শিক্ষিত নিম্ন-মধ্যবিত্ত যুবকদের জন্য কাজের অভাব দেখা দিয়েছিল।[২] ১৯৯০ ও ২০০০-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে এই ছাঁচের ব্যবহার প্রকৃত সামাজিক ঘটনার সঙ্গে জড়িত।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mazumdar, R. 2007. Bombay Cinema: An Archive of the City. Minneapolis: University of Minnesota Press
  2. Jeffrey, Craig (১৪ জুলাই ২০১০)। "Timepass: Youth, class, and time among unemployed young men in India"। American Ethnologist37 (3): 466। ডিওআই:10.1111/j.1548-1425.2010.01266.x 

বহিঃসংযোগ[সম্পাদনা]