গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ
কলেজের লোগো
নীতিবাক্য
রাজনীতি ও ধূমপানমুক্ত পরিবেশ
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৯৫ (1995)
প্রতিষ্ঠাতাড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া
অধ্যক্ষগৌরী রানী সাহা (ভারপ্রাপ্ত)
ঠিকানা
চাঁদপুর-লক্ষীপুর মহাসড়কের পাশে,ফরিদগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ
ভাষাবাংলা ও ইংরেজি মাধ্যম
পোশাকের রঙ            হালকা আকাশি, নেভি ব্লু ও সাদা
সংক্ষিপ্ত নামজিকে কলেজ
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটhttp://www.hazerahasmate.edu.bd

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ বাংলাদেশের চাঁদপুর জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া অবস্থিত।

প্রতিষ্ঠার পটভূমি[সম্পাদনা]

১৯৯৫ সালে ড. শামছুল হক ভূঁইয়া এলাকার বিশিষ্টজনদের অনুরোধে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন রূপসা ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। শুরুতে কলেজটি গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৯৭ সাল থেকে তার মৃত বাবা হাসমত উল্লাহ ও মা হাজেরা বেগমের নামে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ নামকরণ করা হয় এবং বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে প্রতিষ্ঠিত।

অনুষদ ও বিভাগসমুহ[সম্পাদনা]

এই শিক্ষাপ্রতিষ্ঠানে ২ বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক শ্রেণী ও ৩ বছর মেয়াদী স্নাতক (পাস) শ্রেণীতে শিক্ষা দান করা হয়। এছাড়াও এখানে বেশ কয়েকটি বিষয়ে স্নাতক (সম্মান) প্রদান করা হয়।

উচ্চমাধ্যমিক শ্রেণি[সম্পাদনা]

স্নাতক (পাস) শ্রেণি[সম্পাদনা]

স্নাতক (সম্মান) শ্রেণি[সম্পাদনা]

কলেজটিতে মোট ৭টি বিষয়ে অনার্স চালু আছে। সেগুলো হলো:

একাডেমিক সুযোগ সুবিধা[সম্পাদনা]

কলেজটিতে বিভিন্ন ধরনের একাডেমিক সুযোগ সুবিধা রয়েছে। যেমন অতিরিক্ত ক্লাস একাডেমিক ভবন, গ্রন্থাগার ইত্যাদি। এছাড়া এখানে পড়াশুনার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা।

একাডেমিক ভবন[সম্পাদনা]

কলেজটিতে মোট চারটি ভবন রয়েছে।

  • মূল ভবন
  • একাডেমিক ভবন-১
  • একাডেমিক ভবন-২
  • আই.সি.টি ভবন

গ্রন্থাগার[সম্পাদনা]

মূল ভবনে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার অবস্থিত। ১০০ (প্রায়) শিক্ষার্থী একসাথে পড়তে ও বই সংগ্রহ করতে পারে। গ্রন্থাগারে ৫০০০ বই সংগৃহীত আছে। নিয়মিত জাতীয় ও স্থানীয় দৈনিক সমূহ সংগ্রহ করা হয়।

কলেজের সুযোগ সুবিধা[সম্পাদনা]

কলেজটিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ছাত্রছাত্রীদের থাকার জন্য রয়েছে হোস্টেল, ছাত্রছাত্রীদের খেলার জন্য রয়েছে এক বিশাল খেলার মাঠ এবং মসজিদ।

আবাসিক হলসমূহ[সম্পাদনা]

ছাত্রদের জন্য রয়েছে-

  • শেখ রাসেল ছাত্রাবাস।

ছাত্রীদের জন্য রয়েছে-

  • শেখ হাসিনা ছাত্রীনিবাস।

খেলার মাঠ[সম্পাদনা]

কলেজের নিজস্ব এক বিশাল মাঠ রয়েছে যেখানে ক্রিকেট, ফুটবলভলিবল খেলার ব্যবস্থা রয়েছে।

মসজিদ[সম্পাদনা]

কলেজের ক্যাম্পাসের ভেতরে নিজস্ব একটি মসজিদ রয়েছে।

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজে বর্তমানে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. চাঁদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা
  2. https://bd.top10place.com/------404855858.html