গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স
![]() | |
ধরন | সরকারী |
---|---|
স্থাপিত | ১৯৬১ |
অবস্থান | , ২৩°৪৩′৫২″ উত্তর ৯০°২৩′১১″ পূর্ব / ২৩.৭৩০৯৯৭° উত্তর ৯০.৩৮৬৩৩৫° পূর্ব |
শিক্ষাঙ্গন | আজিমপুর, ঢাকা (১০.৩ একর) |
অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www |
![]() |
গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি পেশাভিত্তিক মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান।[১] এটি আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রের ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির সহায়তায় ঢাকায় স্থাপিত হয়। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অধীভুক্ত একটি কলেজ।[২][৩]
ইতিহাস[সম্পাদনা]
প্রথমে গার্হস্থ্য অর্থনীতি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উপাদানকল্প কলেজ হিসেবে কার্যক্রম শুরু করে। গ্রাজুয়েশন কোর্সের সিলেবাস ও নির্দেশিকা তৈরি করা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়, লাহোর হোম ইকনমিক্স কলেজ এবং করাচি হোম ইকনমিক্স কলেজের কোর্সসমূহের অনুসরণে। ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির হোম ইকোনমিক্স ডিপার্টমেন্টের ডীন ফোর্ড ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে কলেজটির একাডেমিক নির্দেশকের দায়িত্ব পালন করতেন।
১৯৬১ সাল থেকে কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক এবং ১৯৬৩ সাল থেকে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান শুরু হয়। ১৯৭৩ সালে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাশাপাশি স্নাতক সম্মান (গার্হস্থ্য অর্থনীতি) কোর্স চালু হয়। ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে সমন্বিত গার্হস্থ্য অর্থনীতি থেকে ৫টি বিভাগে ৫টি সম্মান কোর্স চালু করা হয়। বিভাগগুলি হলো খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, সম্পদ ব্যাবস্থাপনা ও এন্টারপ্রেনরশিপ, শিশুবিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা এবং বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প। ২০০২-২০০৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান কোর্সে অনুরূপ ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান কোর্স এবং ১ বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্স চালু করা হয়।[২]
ক্যাম্পাস[সম্পাদনা]
আজিমপুরে প্রায় ১০.৩ একরজুড়ে রয়েছে মনোরম ক্যাম্পাস।[৪]
- মোট ক্যাম্পাস এলাকা ১০.৩ একর
- শ্রেণীকক্ষ ২১
- সেমিনার রুম ০৫
- পরীক্ষাগার ০৪
- লাইব্রেরী ০১
- বাসস্থান ০১
- হোস্টেল ০৩
- ক্যাফেটেরিয়া ০১
- মাঠ ০২
- পুকুর ০১
- প্রার্থনা রুম ০২
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বদলে গেল গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম"। m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৫।
- ↑ ক খ বানু, লায়লা আরজুমান্দ। "গার্হস্থ্য অর্থনীতি কলেজ"। বাংলাপিডিয়া। এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫।
- ↑ "Status of The College"। ৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫।
- ↑ "At a glance"। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫।