বিষয়বস্তুতে চলুন

গটেং ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গটেং ক্রিকেট দল (ইংরেজি: Gauteng cricket team) দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় গটেং প্রদেশের প্রথম-শ্রেণীর ক্রিকেট দল। পূর্বে দলটি ট্রান্সভাল নামে পরিচিত ছিল। এপ্রিল, ১৮৯০ থেকে এপ্রিল, ১৯৯৭ সাল পর্যন্ত প্রিটোরিয়াসহ জোহেন্সবার্গের উত্তরাঞ্চল, নর্দান ট্রান্সভাল নামে পরিচিত নর্দার্নস নিয়ে দলটি ট্রান্সভাল নামে খেলে।

ইতিহাস

[সম্পাদনা]

প্রধান প্রতিযোগিতা হিসেবে কারি কাপ, পরবর্তীতে ক্যাসল কাপ ও বর্তমানের সুপারস্পোর্ট সিরিজ প্রতিযোগিতায় ট্রান্সভাল/গটেং ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসরে সর্বাধিক সফলতম দলে মর্যাদায় আসীন। এ পর্যন্ত দলটি ২৫বার শিরোপা জয় করে। ১৯৮০-এর দশকে ক্লাবের স্বর্ণালী সময় অতিবাহিত করে। এ পর্যায়ে দলটি মিন মেশিন নামে পরিচিতি লাভ করে।

সুপারস্পোর্ট সিরিজ খেলার উদ্দেশ্যে গটেং দলকে সাবেক ওয়েস্টার্ন ট্রান্সভাল ও বর্তমানের নর্থ ওয়েস্টের সাথে একীভূত করে হাইভেল্ড লায়ন্স দল গঠন করা হয়। অক্টোবর, ২০০৪ সাল থেকে অদ্যাবধি হাইভেল্ড লায়ন্স কেবলমাত্র ‘দ্য লায়ন্স’ নামে পরিচিতি পাচ্ছে।

সম্মাননা

[সম্পাদনা]
  • কারি কাপ (২৫) - ১৮৮৯-৯০, ১৮৯৪-৯৫, ১৯০২-০৩, ১৯০৩-০৪, ১৯০৪-০৫, ১৯০৬-০৭, ১৯২৩-২৪, ১৯২৫-২৬, ১৯২৬-২৭, ১৯২৯-৩০, ১৯৩৪-৩৫, ১৯৫০-৫১, ১৯৫৮-৫৯, ১৯৬৮-৬৯, ১৯৭০-৭১, ১৯৭১-৭২, ১৯৭২-৭৩, ১৯৭৮-৭৯, ১৯৭৯-৮০, ১৯৮২-৮৩, ১৯৮৩-৮৪, ১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৭, ১৯৮৭-৮৮, ১৯৯৯-০০; যৌথভাবে (৪) - ১৯২১-২২, ১৯৩৭-৩৮, ১৯৬৫-৬৬, ১৯৬৯-৭০
  • স্ট্যান্ডার্ড ব্যাক কাপ (৬) - ১৯৮১-৮২, ১৯৮২-৮৩, ১৯৮৪-৮৫, ১৯৯২-৯৩, ১৯৯৭-৯৮, ২০০৩-০৪
  • সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল থ্রি-ডে চ্যালেঞ্জ (২) - ২০০৬-০৭, ২০১২-১৩; যৌথভাবে (১) – ২০১৪-১৫
  • সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল ওয়ান-ডে চ্যালেঞ্জ (১) - ২০০৭-০৮
  • জিলেট/নিশান কাপ (৯) - ১৯৭৩-৭৪, ১৯৭৮-৭৯, ১৯৭৯-৮০, ১৯৮০-৮১, ১৯৮২-৮৩, ১৯৮৩-৮৪, ১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৬, ১৯৯০-৯১

উল্লেখযোগ্য খেলোয়াড়

[সম্পাদনা]

ক্লাইভ রাইস, জিমি কুক, সিলভেস্টার ক্লার্ক, গ্রেইম পোলক, আলভিন কালীচরণ, রয় পাইনার, হিউ পেজ, রিচার্ড স্নেল, হেনরি ফদারিংহাম, রে জেনিংস, রোহন কানহাই ট্রান্সভাল দলের অন্যতম খেলোয়াড় ছিলেন।

  • ওল্ড ওয়ান্ডারার্স, জোহেন্সবার্গ (১৮৯১-১৯৪৬)
  • বেরিয়া পার্ক, প্রিটোরিয়া (মাঝেমধ্যে ডিসেম্বর, ১৯০৬ - জানুয়ারি, ১৯৩২; নর্দান্সের মাঠ ১৯৩৭ থেকে)
  • উইলোমুর পার্ক, বেনোনি (মাঝেমধ্যে ডিসেম্বর, ১৯২৩ - ডিসেম্বর, ১৯৩১; নর্দান্সের মাঠ ১৯৪৮ থেকে)
  • এলিস পার্ক, জোহেন্সবার্গ (১৯৪৬-১৯৫৬)
  • নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহেন্সবার্গ (১৯৫৬-বর্তমান)
  • ভেরিনিগিং ব্রিক এন্ড টাইল রিক্রিয়েশন গ্রাউন্ড (১৯৬৬, একটি খেলা)
  • নিউ ওয়ান্ডারার্স ১নং ওভাল, জোহেন্সবার্গ (মাঝেমধ্যে নভেম্বর, ১৯৬৮ - ডিসেম্বর, ১৯৯১)
  • স্ট্রাথভাল ক্রিকেট ক্লাব এ গ্রাউন্ড, স্টিলফন্তেইন (মাঝেমধ্যে ডিসেম্বর, ১৯৬৩ - মার্চ, ১৯৭৬)
  • সাউথ আফ্রিকান ডিফেন্স ফোর্স গ্রাউন্ড, পচেফস্ট্রুম (ডিসেম্বর, ১৯৭২, একটি খেলা)
  • লেনাসিয়া স্টেডিয়াম, জোহেন্সবার্গ (মাঝেমধ্যে জানুয়ারি, ১৯৭৭ - নভেম্বর, ২০০২)
  • জর্জ লি স্পোর্টস ক্লাব, জোহেন্সবার্গ (১৯৮৩, দুইটি খেলা)
  • ডিক ফোরি স্টেডিয়াম, ভেরিনিগিং (১৯৮৯ - ১৯৯১, দুইটি খেলা)
  • এনএফ অপেনহাইমার গ্রাউন্ড, র‍্যান্ডেসফন্তেইন (১৯৯৫ - ২০০৪, তিনটি খেলা)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  • South African Cricket Annual – various editions
  • Wisden Cricketers' Almanack – various editions
  • "Cricinfo"