ক খ গ ঘ ঙ
ক খ গ ঘ ঙ | |
---|---|
![]() ক খ গ ঘ ঙ চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | নারায়ণ ঘোষ মিতা |
প্রযোজক | |
রচয়িতা | সৈয়দ শামসুল হক (সংলাপ) |
চিত্রনাট্যকার | বেবী ইসলাম |
কাহিনিকার | |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আলতাফ মাহমুদ |
চিত্রগ্রাহক | বেবী ইসলাম |
সম্পাদক | আলম কোরেশী |
মুক্তি | ১৩ ফেব্রুয়ারি ১৯৭০[১] |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ক খ গ ঘ ঙ নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ১৯৭০ সালের বাংলাদেশী পারিবারিক-নাট্যধর্মী চলচ্চিত্র। ছবিটির কাহিনী লিখেছেন কাজি আজিজ, এটিএম শামসুজ্জামান, বেবী ইসলাম ও সৈয়দ শামসুল হক, চিত্রনাট্য লিখেছেন বেবী ইসলাম এবং সংলাপ লিখেছেন সৈয়দ শামসুল হক। ছবিটি প্রযোজনা করেন রাজ্জাক, কবরী, বেবী ইসলাম এবং নারায়ণ ঘোষ মিতা।[২] এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন রাজ্জাক এবং কবরী।[৩] এছাড়া অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন, রাজু আহমেদ, হাসমত, তন্দ্রা ইসলাম, নাজনীন এবং আব্দুল আলী লালু।[৪][৫]
কুশীলব[সম্পাদনা]
- রাজ্জাক - মন্টু
- কবরী - সালেহা
- আনোয়ার হোসেন - বড় দুলাভাই, ডাক্তার
- রাজু আহমেদ - ছোট দুলাভাই, অ্যাডভোকেট।
- হাসমত - কেবলা
- তন্দ্রা ইসলাম - বড় বউ
- নাজনীন - ছোট বউ
- রহিমা - সালেহার মা
- আলতাফ মাহমুদ - গায়ক
- নারায়ণ ঘোষ মিতা - রোগী, যার কাছে টাকা নেই।
- আব্দুল আলী লালু
নির্মাণ[সম্পাদনা]
ছবির শুটিং হয় বেবী ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। সেখানে শুটিং হয় টানা ২০ দিন।[৬] চুয়াডাঙ্গার 'সেতাব মঞ্জিল’ নামের বাড়িতে ১৯৬৯ সালে শুটিং হয়েছিল। শুটিংয়ের সময় প্রায় এক মাস এ বাড়িতেই অবস্থান করতেন নায়িকা কবরী। কবরীর জনপ্রিয়তার কারনে এই বাড়ি সংলগ্ন সড়কটির নাম হয়ে যায় 'কবরী রোড'। [৭]
সঙ্গীত[সম্পাদনা]
চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলতাফ মাহমুদ। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, আব্দুল জব্বার, মোহাম্মদ আলী সিদ্দিকী এবং আলতাফ মাহমুদ।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Movie List 1970"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "নায়িকাদের চোখে নায়করাজ"। দৈনিক কালের কণ্ঠ। ২৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "Bangladeshis remember Dhallywood screen icon Razzak"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ২১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "আমার প্রায় সব ছবির নায়ক, বন্ধু রাজ্জাক: কবরী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ Islam, Aminul (২০০৮)। "Lalu bhai undergoing treatment"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ রাজ্জাক (২৬ মে ২০১০)। "নীল আকাশে চলে গেলেন বেবী"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ কবরী রোড’ ও ‘কখগঘঙ’ চুয়াডাঙ্গার অবিচ্ছেদ্য ইতিহাস, জাগো নিউজ টুয়েন্টি ফোর ডটকম, ২ এপ্রিল ২০২১
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক খ গ ঘ ঙ (ইংরেজি)