ক খ গ ঘ ঙ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক খ গ ঘ ঙ
ক খ গ ঘ ঙ চলচ্চিত্রের পোস্টার
পরিচালকনারায়ণ ঘোষ মিতা
প্রযোজক
রচয়িতাসৈয়দ শামসুল হক (সংলাপ)
চিত্রনাট্যকারবেবী ইসলাম
কাহিনিকার
শ্রেষ্ঠাংশে
সুরকারআলতাফ মাহমুদ
চিত্রগ্রাহকবেবী ইসলাম
সম্পাদকআলম কোরেশী
মুক্তি১৩ ফেব্রুয়ারি ১৯৭০[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

ক খ গ ঘ ঙ নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ১৯৭০ সালের বাংলাদেশী পারিবারিক-নাট্যধর্মী চলচ্চিত্র। ছবিটির কাহিনী লিখেছেন কাজি আজিজ, এটিএম শামসুজ্জামান, বেবী ইসলামসৈয়দ শামসুল হক, চিত্রনাট্য লিখেছেন বেবী ইসলাম এবং সংলাপ লিখেছেন সৈয়দ শামসুল হক। ছবিটি প্রযোজনা করেন রাজ্জাক, কবরী, বেবী ইসলাম এবং নারায়ণ ঘোষ মিতা।[২] এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন রাজ্জাক এবং কবরী।[৩] এছাড়া অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন, রাজু আহমেদ, হাসমত, তন্দ্রা ইসলাম, নাজনীন এবং আব্দুল আলী লালু।[৪][৫]

কুশীলব[সম্পাদনা]

নির্মাণ[সম্পাদনা]

ছবির শুটিং হয় চিত্রগ্রাহক বেবী বেবী ইসলামের নিজ এলাকা চুয়াডাঙ্গায়। ১৯৬৯ সালে চুয়াডাঙ্গার 'সেতাব মঞ্জিল’ নামের বাড়িতে টানা ২০ দিন শুটিং হয়েছিল। 'সেতাব মঞ্জিল' নামের ওই বাড়িটি বেবী ইসলামের নানাবাড়ি। বেবী ইসলামের মামা মোরশেদ আহমেদ ওরফে তোফা মিয়া ছিলেন এই সিনেমার সহকারী চিত্রগ্রাহক।[৬][৭] শুটিংয়ের জন্য ওই বাড়িতেই উঠেছিলেন নায়িকা কবরী। অবস্থান করেছিলেন প্রায় এক মাস।

চুয়াডাঙ্গার জয়রামপুর রেলওয়ে স্টেশন, সাতগাড়ি গ্রামের তালপুকুরসহ বিভিন্ন স্থানে শুটিং হয়। অধিকাংশ দৃশ্যই ধারণ করা হয় সেতাব মঞ্জিলে। এই বাড়ির সামনে ৪০০ ফুট দীর্ঘ রাস্তাটিই 'কবরী রোড' নাম পেয়ে যায় মানুষের মুখে মুখে।[৮] ৪৭ বছর পর মানুষের মুখে মুখে আসা কবরী রোডকে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রশাসনিক স্বীকৃতি দেয় চুয়াডাঙ্গা পৌরসভা। সেতাব মঞ্জিল নামের ওই বাড়িটিও 'কবরী মেস' নামে পরিচিত।[৯]

৪৭ বছর পর মানুষের মুখে মুখে আসা কবরী রোডকে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রশাসনিক স্বীকৃতি দেয় চুয়াডাঙ্গা পৌরসভা। সেতাব মঞ্জিল নামের ওই বাড়িটিও 'কবরী মেস' নামে পরিচিত।

[১০]

সঙ্গীত[সম্পাদনা]

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলতাফ মাহমুদ। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, আব্দুল জব্বার, মোহাম্মদ আলী সিদ্দিকী এবং আলতাফ মাহমুদ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Movie List 1970"বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  2. "নায়িকাদের চোখে নায়করাজ"দৈনিক কালের কণ্ঠ। ২৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  3. "Bangladeshis remember Dhallywood screen icon Razzak"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ২১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  4. "আমার প্রায় সব ছবির নায়ক, বন্ধু রাজ্জাক: কবরী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ আগস্ট ২০১৭। ২৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  5. Islam, Aminul (২০০৮)। "Lalu bhai undergoing treatment"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  6. "চুয়াডাঙ্গায় ক খ গ ঘ ঙ সিনেমা করতে এসে কবরী যে বাড়িতে একমাস ছিলেন | দৈনিক মাথাভাঙ্গা" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  7. "ক খ গ ঘ ঙ (Ka Kha Ga Gha Umo) - বাংলা মুভি ডেটাবেজ | BMDb"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  8. April 17, প্রতিনিধি; PM, 2021 at 8:47। "মানুষের মুখ থেকে সরকারি নথিতে 'কবরী রোড'"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  9. "চুয়াডাঙ্গায় আজও আছে সেই 'সেতাব মঞ্জিল'"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  10. jagonews24.com। "'কবরী রোড' ও 'কখগঘঙ' চুয়াডাঙ্গার অবিচ্ছেদ্য ইতিহাস"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]