কোনাক মসজিদ
ইয়ালি মসজিদ কোনাক মসজিদ | |
---|---|
Yalı Camii Konak Camii | |
![]() ইয়ালি মসজিদ; পিছনে আজমির ক্লক টাওয়ার দেখা যাচ্ছে | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
জেলা | ইজমির |
প্রদেশ | ইজমির প্রদেশ |
অবস্থান | |
দেশ | ![]() |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইসলামি, উসমানী স্থাপত্য |
বিনির্দেশ | |
গম্বুজসমূহ | ১টি |
মিনার | ১টি |
ইয়ালি মসজিদ (তুর্কি: Yalı Camii) হচ্ছে তুরস্কের ইজমির শহরের একটি মসজিদ। একে কোনাক মসজিদও বলা হয়। এটি গভর্নরের ম্যানশন এবং জাজির ক্লক টাওয়ারের পাশের শহরের কেন্দ্রস্থল কোনাক স্কয়ারে অবস্থিত। মসজিদটি অপেক্ষাকৃত ছোট আকারের হওয়া সত্ত্বেও, এর স্বতন্ত্র অষ্টভুজাকার আকৃতি এবং বিস্তৃত টাইলকর্মের জন্য এটি এই শহরের অন্যতম প্রধান প্রতীক-চিহ্ন হিসাবে বিবেচিত হয়। [১][২]
১৭৭৫ সালে ইজমিরের তৎকালীন শাসক কাতিপজাদে মেহমেত পাশার স্ত্রী আয়শে হানামের পৃষ্ঠপোষকতায় এই মসজিদটি নির্মিত হয়েছিল। এর বাইরের টাইলগুলি কুটাহিয়া থেকে আনা হয়েছিল। মসজিদটির একটি গম্বুজ এবং মিনার রয়েছে। তবে মসজিদটির মাত্র একটি প্রবেশ পথ রয়েছে। [৩] মসজিদের অভ্যন্তরভাগটি ইমরান বারাদান প্রদত্ত একটি ঝাড়বাতি দ্বারা প্রজ্জ্বলিত করা হয়।[৪]
চিত্রশালা[সম্পাদনা]
-
মসজিদের অভ্যন্তরভাগের ঝাড়বাতি
-
পশ্চিম দিক থেকে মসজিদটি
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ইজমির ডেইলি এক্সকারশন (ইজমিরে দৈনিক ভ্রমণ)"। ২৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০।
- ↑ ইজমির টারাহি ইয়ারলার, জামিলার (ইজমিরের ঐতিহাসিক স্থান, মসজিদ)
- ↑ "ইজমির জামিলেরি (ইজমিরের মসজিদসমূহ)"। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০।
- ↑ "টাইল্ড প্যাভিলিয়নের ঝাড়বাতি এখন ইয়ালি মসজিদ আলোকিত করবে, মিল্লি গেজেট, ১৬ নভেম্বর ২০১০"। ২৪ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০।