এম. গোলাম শাহি আলম
এম. গোলাম শাহি আলম | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশ |
শিক্ষা | পিএইচডি, ভেটেরিনারি ক্লিনিক্যাল সায়েন্স (থিসিস: স্ট্রেস এন্ড ফার্টিলিটি ইন কাউস)
এম.এসসি (ভেটঃ সায়েন্স)-ইন-মেডিসিন ডক্টর অফ ভেটারেনারি মেডিসিনে (ডিভিএম) |
মাতৃশিক্ষায়তন | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ
সুইডিশ ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সাইন্সেস, উপসালা ইউনিভার্সিটি অব লিভারপুল, ইংল্যান্ড রয়্যাল ভেটেরিনারি কলেজ, ইউনিভার্সিটি অফ লন্ডন |
এম. গোলাম শাহি আলম (জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৫২) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি বর্তমানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের একজন সদস্য হিসেবে কর্মরত আছেন।[১] তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[২] এর পূর্বে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটারেনারি অনুষদের অধীনে সার্জারি এবং অবস্টেরিক্স বিভাগের অধ্যাপক ছিলেন।[৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]শাহি আলম ২ ফেব্রুয়ারি ১৯৫২ সালে বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সন্দা গ্রামে জন্মগ্রহণ করেন।[৪] তাঁর বাবা মোঃ গোলাম কিবরিয়া, পুলিশের একজন ডেপুটি সুপারিন্টেনডেন্ট ছিলেন, এবং মা আনয়ারা বেগম।[৫] তাঁর দাদা মোঃ গোলাম রহমান, ঢাকার সিভিল ভেটারেনারি বিভাগের ডেপুটি পরিচালক ছিলেন।
শিক্ষা
[সম্পাদনা]বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৭৪ সালে শাহি আলম ডক্টর অফ ভেটারেনারি মেডিসিন (DVM) বিভাগে প্রথম শ্রেণী পেয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৭৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি অধ্যাপক আব্দুর রহমানের তত্ত্বাবধানে ভেটারেনারি মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।[৬] ১৯৮১ সালে তিনি সুইডেনে অবস্থিত সুইডিশ ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সাইন্স, আপসালায় ১৪তম এফএও/সিডা আন্তর্জাতিক স্নাতকোত্তর কোর্সের সাথে যুক্ত হন। তাঁর অসামান্য অবদানের জন্য, সেখান থেকেই তিনি রয়্যাল ভেটারেনারি কলেজ, সুইডেনের ফেলোশিপ (FRVCS) পান।[৫] এমেরিটাস অধ্যাপক হিলারি ডোবসোনের তত্ত্বাবধানে, স্ট্রেস এন্ড ফার্টিলিটি ইন কাউ শিরোনামে সাফল্যের সাথে তাঁর গবেষণা সম্পন্ন করার জন্য তিনি ১৯৮৫ তাঁরাসালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিভারপুল, ইংল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। রয়্যাল ভেটারেনারি কলেজ, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তিনি লার্জ এনিমেল মেডিসিন এন্ড সার্জারি বিভাগে পোস্ট-ডক্টরাল ডিগ্রীও সম্পন্ন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]শাহি আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহে ১৯৭৭ সালে থেকে ভেটারেনারি অনুষদের অধীনে সার্জারি এবং অবস্টেরিক্স বিভাগের একজন শিক্ষক ছিলেন। অতঃপর তাকে এই বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া দেয়া হয়।[৩] তিনি ৪ বছরের জন্য এই বিভাগের প্রধান এবং ২ বছরের জন্য ডীনের দায়িত্ব পালন করেন। তিনি বাকৃবি এবং ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন সিণ্ডিকেট সদস্য।[৫] ২০১৩ সাল থেকে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন পরিচালনা সদস্য হিসেবে কাজ করছেন।[৭] ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে শাহি আলম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে নিযুক্ত হন।[৫] তিনি ১৯৯৮, ২০০২ এবং ২০১১ সালে যথাক্রমে নাশন্যাল ইনস্টিটিউট অফ এনিম্যাল ইন্ডাস্ট্রি, ৎ্সুকুবা, এবং জাপানের নাগোয়া এবং ইওয়াটা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক গবেষক ফেলো হিসেবে কাজ করেছেন।[৫]
পুরস্কার এবং সম্মাননা
[সম্পাদনা]- বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে এনএসটি ফেলোশিপ,
- এফএও/সিডা ফেলোশিপ,
- এফএও রোম, ইতালি,
- যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ স্টুডেন্টশিপ,
- যুক্তরাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যক্ষ কমিটির থেকে ওভারসিস রিসার্চ স্টুডেন্টস (ORS),
- ব্রাসেলস, বেলজিয়াম থেকে ইউরোপিয়ান কমিশন (EC) পোস্টডক্টরাল ফেলোশিপ,
- জাপান থেকে সাইন্স এন্ড টেকনোলোজি এজেন্সি (STA) ফেলোশিপ,
- জাপান সোসাইটি ফর প্রমোশন অফ সাইন্স (JSPS) ফেলোশিপ।[৬]
শাহি আলম যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, জাপান, মিশর এবং লাইবেরিয়া সহ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের অনেক দেশ ভ্রমণ করেছেন।[৫]
প্রকাশনা
[সম্পাদনা]দুগ্ধজাত গবাদিপশু প্রজনন এবং স্বাস্থ্য বিষয়ে শাহি আলমের ৩২ বছরের গবেষণার অভিজ্ঞতা রয়েছে।[৬] দীর্ঘ কর্মজীবনে তিনি ৭০টিরও বেশি বৈজ্ঞানিক পেপারের সহ-সম্পাদনা করেছেন। তার প্রায় একশোটি বৈজ্ঞানিক পেপার বিভিন্ন পীয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছে।[৫] তিনি দুটি বইও সম্পাদনা করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Council"। BAC::Bangladesh Accreditation Council। ২৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯।
- ↑ "Academic Council"। SAU::Sylhet Agricultural University। ৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৭।
- ↑ ক খ "Dr. Md. Golam Shahi Alam"। Bangladesh Agricultural University (BAU)। ৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৭।
- ↑ "Md. Golam Shahi Alam"। bvc। ৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৭।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "SAU:: Biography of Md. Golam Shahi Alam"। Sylhet Agricultural University। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৭।
- ↑ ক খ গ "Reproductive Performances and Management Effects on Productions of Indigenous Dairy Cows Raised at Char Areas in Northern Bangladesh"। Global Science Journals। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "JUST Authority"। JUST। ১০ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৭।
- জীবিত ব্যক্তি
- ১৯৫২-এ জন্ম
- ঝিনাইদহ জেলার ব্যক্তি
- বাংলাদেশী শিক্ষায়তনিক
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সুইডিশ ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সাইন্সের প্রাক্তন শিক্ষার্থী
- ইউনিভার্সিটি অফ লিভারপুলের প্রাক্তন শিক্ষার্থী
- রয়্যাল ভেটারেনারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- বাংলাদেশী কৃষিবিদ
- লিভারপুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী