বিষয়বস্তুতে চলুন

উত্তরের খেপ (উপন্যাস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উত্তরের খেপ
উত্তরের খেপ উপন্যাসের প্রচ্ছদ
লেখকশওকত আলী
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
ধরনউপন্যাস
প্রকাশিত১৯৯২
(বিদ্যাপ্রকাশ)
মিডিয়া ধরনপ্রিন্ট (হার্ডকভার)
আইএসবিএন ৯৮৪৪২২০৩২০ {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: চেকসাম
পূর্ববর্তী বইবাসর মধুচন্দ্রিমা (১৯৯০) 
পরবর্তী বইহিসাবণিকাশ (১৯৯৮) 

উত্তরের খেপ বাংলাদেশের খ্যাতনামা ঔপন্যাসিক শওকত আলী রচিত একটি বাংলা ভাষার উপন্যাস। উপন্যাসটি ১৯৯২ সালে প্রকাশিত হয়। ১৯০ পৃষ্ঠায় রচিত উপন্যাসটিতে ঔপন্যাসিক গ্রামীণ বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। এ উপন্যাসের জন্য শওকত আলী দ্বিতীয় বারের মত ফিলিপস সাহিত্য পুরস্কার পান।[]

গল্প সংক্ষেপ

[সম্পাদনা]

হায়দারের বাবা একজন ট্রাক ড্রাইভার ও মা জাতিতে বিহারি। তার সাথে বিয়ে হয় এক ধনীর নাতনী মরিয়মের। কিন্তু কিছু দিন আবার মরিয়মের বিয়ে হয় এক লম্পটের সাথে। এক সময় মিঠু নামের আরেক চরিত্রের উপস্থিতি প্রানবন্ত করে তুলে পুরো গল্পকে।

চলচ্চিত্র

[সম্পাদনা]

উপন্যাসটি অবলম্বনে উত্তরের খেপ শিরোনামেই ২০০০ সালে চলচ্চিত্র মুক্তি পায়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চলচ্চিত্র পরিচালক শাহজাহান চৌধুরী। এতে শ্রেষ্ঠাংশে রয়েছেন চম্পা, মান্না, আনোয়ারা, খলিল উল্লাহ খান প্রমুখ।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "যে ঐতিহ্য আমার চেতনা আর চিন্তায় ক্রিয়াশীল তার বিকাশ এই বাংলা ভূখণ্ডেই – শওকত আলী"। দৈনিক ইত্তেফাক। এপ্রিল ৯, ২০১০। 
  2. "এটিএন বাংলায় সপ্তাহজুড়ে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২২ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৬