উইকিপিডিয়া আলোচনা:উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২০

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের ইভেন্ট পাতাটি পূর্ণ করা প্রসঙ্গে[সম্পাদনা]

স্থানীয় আয়োজকদের প্রতি এই এডিটাথনের পাতাটির বর্ণনা এবং প্রয়োজনীয় নতুন নিবন্ধ তৈরির তালিকা সংযুক্ত করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

Shahriar Kabir Pavel (আলাপ) ২৩:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিয়মাবলী[সম্পাদনা]

@Nettime Sujata এবং ZI Jony: নিবন্ধে বলা আছে "নতুন নিবন্ধ অন্তত ৩০০০ বাইট ও ৩০০ শব্দ যুক্ত হওয়া উচিত।" এটা কি "উচিত" না "হতে হবে"? কারণ

  • বর্তমানে fountain সরঞ্জাম ৩০০০ বাইট ও ৩০০ শব্দ না হলে নিবন্ধ গ্রহণ করবে না।
  • আবার এই পাতায় নিবন্ধের তালিকায় বহু নিবন্ধের নাম দেয়া হয়েছে যা অনুবাদ করলে ৩০০ শব্দ হবে না।

এখন উপরের লাইনে শব্দটি যদি "উচিত" হয় (অর্থাৎ ৩০০০ বাইট ও ৩০০ শব্দ হলে ভালো, না হলেও চলবে), তবে fountain সরঞ্জামে নীতি শিথিল করতে হবে। অন্যথায় উপরের লাইনে শব্দটি যদি "হতে হবে" হয় (অর্থাৎ ৩০০০ বাইট ও ৩০০ শব্দ অবশ্যক), তবে প্রদত্ত নিবন্ধের তালিকা ছোট নিবন্ধগুলি সরাতে হবে। কোনটি হবে? --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: নিবন্ধটিতে সর্বনিম্ন ৩০০০ বাইট এবং ৩০০ শব্দ থাকতে হবে। নিবন্ধের তালিকা থেকে অনুবাদ করা বাধ্যতামূলক নয়, যেসকল বিষয় উল্লেখ করা হয়েছে সেসব বিষয়ের দক্ষিণ এশিয়ার যেকোনো নিবন্ধ জমা দেয়া যাবে। ধন্যবাদ! জনি (আলাপ) ২১:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata এবং ZI Jony: তালিকা থেকে অনুবাদ বাধ্যতামূলক নয় বুঝেছি কিন্তু যেহেতু তালিকা দেয়া হয়েছে, স্বাভাবিকভাবেই প্রতিযোগীরা এখান থেকে অনুবাদ করবে। আমাদের ছোট নিবন্ধগুলি তালিকা থেকে সরিয়ে ফেলা দরকার। না হলে পরে যদি প্রতিযোগীরা অনুবাদ করে ও আমরা যদি তা গ্রহণ না করি তবে দোষ আমাদেরই। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ছোট নিবন্ধগুলি অনুবাদ করতে চাইলে সেগুলিকে কিছুটা সম্প্রসারণ ও করতে হবে। এতে অসুবিধা হবে মনে করলে সেগুলি তালিকা থেকে সরিয়ে দেওয়াই ভাল। যেমন আছে তেমন জমা দিলে সমান বিচার হবেনা। কি করা উচিত সবাই মিলে একটু ঠিক করা যাক না। --Nettime Sujata (আলাপ) ০৯:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
Nettime Sujata সম্ভবত এই রকম একটি লাইন লিখে দেয়া যায় :" নিন্মোক্ত তালিকাটি পরামর্শমূলক, এখানে থাকা সবগুলি নিবন্ধ ৩০০০ বাইট ও ৩০০ শব্দের শর্ত নাও পূরণ করতে পারে। প্রতিযোগিতার জন্য কেবল ৩০০০ বাইট ও ৩০০ শব্দযুক্ত নিবন্ধ অনুবাদ করুন। প্রতিযোগিতার বাইরে ইচ্ছামত যেকোনটি অনুবাদ করতে পারেন।" --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: হ্যাঁ, এটা মনে হয় ঠিক বলেছেন। এটা করাই যায়।-- Nettime Sujata (আলাপ) ১০:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Kalamandalam এর বাংলা প্রসঙ্গে[সম্পাদনা]

@Nettime Sujata, ZI Jony, এবং আফতাবুজ্জামান: Kalamandalam এর বাংলা নেটে সার্চ করলে পাওয়া যায় কালামান্দালাম এখানে দেখুন। ইত্তেফাক, যুগান্তরের মত পত্রিকায় এভাবেই আছে। কিন্তু আমরা প্রকল্প পাতায় দিয়েছি কলামণ্ডলম। সর্বজন স্বীকৃত কোনটা হবে? বিষয়টা অতীব জরুরী ও গুরুত্বপূর্ণ। বিষয়টা দ্রুত মীমাংসা হওয়া দরকার। যত দেরি হবে জটিলতা তত বাড়বে। ধন্যবাদ  কুউ  পুলক  ০৮:৩৩, ১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: আপনি কালামান্দালাম ব্যবহার করতে পারেন। জনি (আলাপ) ০৮:৫০, ১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: ধন্যবাদ ভাই আপনাকে। এটা আমার জানাই ছিলনা। --Nettime Sujata (আলাপ) ০৯:৫৮, ১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata: আপনাকেও ধন্যবাদ। আরো কিছু বিষয় আছে যাদের সঠিক বাংলা কি হবে এ নিয়ে আমার দ্বন্দ আছে। যেমন Nair এটা নায়ের হবে নাকি নায়ার হবে। একই অবস্থা Choreographer এর বাংলা নিয়ে (যার বাংলা আমি দিচ্ছি নৃত্য পরিচালক)। এই নিবন্ধটি বাংলায় অনুবাদই করা হয় নি। আবার Sangeet Natak Akademi Award এর নিবন্ধটি আমি অনুবাদ করতে গিয়ে দেখি কে যেন ওটা অনুবাদ করবে বলে ধরে আছে। তার কাছ থেকে ছাড়াতেও পারি নি। অনুবাদও হয় নি। এমন কিছু আবশ্যক নিবন্ধ, টেমপ্লেট আছে যেগুলো অনুবাদযোগ্য নিবন্ধ তালিকায় নেই কিন্তু প্রকল্পের স্বার্থে অনুবাদ করে দিলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিবন্ধ তৈরীতে সুবিধা হতো। আপনাকে আবারো ধন্যবাদ।  কুউ  পুলক  ১১:১৭, ১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: আমি কালামান্দালাম -ই ব্যবহার করেছি আমার নিবন্ধে। কিন্তু ব্যবহারকারী YahyA সাহেব দেখি প্রকল্প পাতার ছক থেকে কলামন্ডলম ব্যবহার করেছেন। আর তাই এই আলোচনার অবতারনা। আপনাকে ধন্যবাদ।  কুউ  পুলক  ১১:১৭, ১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে লিংক দিন, প্রয়জন হলে আমি পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর করে দিবো। ধন্যবাদ! জনি (আলাপ) ১১:২৮, ১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা পাতাটি আমি তৈরি করেছিলাম। স্থানান্তর করে দিতে পারেন। —ইয়াহিয়াবলুন... ১৬:১৩, ১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: আপনাকে Sangeet Natak Akademi Award হাতদ্বারা করতে হবে। দুঃখের বিষয় যিনি এটি ধরে রেখেছেন তিনি উইকিতে নেই ও উনি ছাড়া অন্য কেউ তার অ্যাকাউন্ট থেকে এটি সরাতে পারবে না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৫, ১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@ZI Jony: উইকি লাভস ওমেন এর নিবন্ধ তালিকা দেখুন। যেখানে যেখানে কলামণ্ডলম দেখবেন সেখানে এবং নিবন্ধটি ইতিমধ্যে তৈরী করা হয়ে থাকলে সেই পাতার নামসহ নিবন্ধের ভিতরেও পরিবর্তন করে কালামান্দালাম পেস্ট করতে হবে বলে আমার মনে হয়।  কুউ  পুলক  ১৭:৩১, ১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ঠিক বলেছেন। ওটা হাতেই অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বাকী কাজগুলো (অত্যাবশ্যকীয় নিবন্ধ, বিষয়শ্রেণী, টেমপ্লেট, বাংলায় উচ্চারণ) করতে আপনাদের সবার সহযোগিতা চাইছি।  কুউ  পুলক  ১৭:৩১, ১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: নিবন্ধ তালিকায় এক বানান ও আপনার নিবন্ধের বানান কিঞ্চিৎ ভিন্ন হলেও পুনর্নির্দেশ দিতে ভুলবেন না। --আফতাবুজ্জামান (আলাপ) ০৪:২০, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak:  করা হয়েছেজনি (আলাপ) ০৮:০৬, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
হিন্দি আর বাংলার অক্ষরগুলো কাছাকাছি। যেটাকে কালামান্দালাম লিখছেন সেটার হিন্দি বানান - कलामंडलम দেখুন। এখানে স্পষ্টতই ड > ড, দ নয়, তাছাড়া ক, ড, ল এ কোন আ-কারও নেই। তাছাড়া গুগল সার্চেও দেখলাম 'কালামান্দালাম কল্যাণীকুট্টি আম্মা' নামে কোন তথ্য নেই। তাহলে অন্য কোন একটা নামে ব্যবহৃত প্রচলিতের দোহাই দিয়ে ভুল বানানটি গ্রহণ করতে হবে।--ওয়াকিম (আলাপ) ০৭:৫৯, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আমি 'কলামন্ডলম' শব্দটি ব্যবহার করছি, কারণ এটির অর্থ পাওয়া যায়। এমন একটি মন্ডল যেখানে 'কলা' চর্চা হয়। 'কালামান্দালাম' শব্দটির কিন্তু কোন অর্থ নেই Asmita comp (আলাপ) ১৪:৪৮, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@WAKIM: সম্পাদনা সারাংশে আলোচনা অনুসারে করা হয়েছে জানানোর পরেও আপনি কোনোরকম আলোচনা ছাড়াই দ্বিতীয় বাড়ের মতো সম্পাদনা বাতিল করেছন! আপনি হয়তো জানেননা যে সম্পাদনা সারাংশে আলোচনার লিংক থাকলে আলোচনা ছাড়া সেই সম্পাদনা বাতিল করা যায়না এবং অনুচিত। অনুগ্রহ করে সেটার কারন ব্যক্ষা করেন। ধন্যবাদ! জনি (আলাপ) ০৮:০৬, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
 মন্তব্য: @WAKIM, ZI Jony, Kupulak, এবং আফতাবুজ্জামান: নিবন্ধটির হিন্দি নাম कलामंडलम कल्याणिकुट्टी अम्मा। যার বাংলা সম্ভবত কলামঁডলম কল্যাণিকুট্টি আম্মা। বাংলার চন্দ্রবিন্দুকে যেমন ইংরেজিতে 'n' লেখা হয়, এখানেও সম্ভবত সে কারণে Kalamandalam লেখা হয়েছে। —ইয়াহিয়াবলুন... ০৯:৪৮, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলা ভাষায় হিন্দি শব্দের প্রতিবর্ণীকরণ অনুসারে ं প্রতিবেশভেদে ঙ, ঞ, ণ, ন, ম হিসেবে ব্যবহৃত হয়। এখানে মঁডল না হলে মণ্ডল হবে, অর্থাৎ এখানে ं এর প্রতিবর্ণীকরণ করা হবে ণ। তাছাড়া মণ্ডল বাংলা ভাষায়ও খুবই পরিচিত একটি নাম।--ওয়াকিম (আলাপ) ১০:০৩, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
জানা ছিলো না। ধন্যবাদ। —ইয়াহিয়াবলুন... ১৭:১৪, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Sangeet Natak Akademi Award এর বাংলা কি হবে?[সম্পাদনা]

@Nettime Sujata, ZI Jony, YahyA, WAKIM, এবং আফতাবুজ্জামান: কেউ বলছে সংগীত নাটক একাডেমি পুরস্কার, আবার কেউ বলে সংগীত নাটক আকাদেমি পুরস্কার অন্যরা বলছে সংগীত নাটক অকাদেমি পুরস্কার আমি হিন্দি লেখা দেখে বাংলা করেছি সংগীত নাটক একাদেমি পুরস্কার। এই চার ধরনের নামের নিবন্ধ উইকিতে আছে। একটা বড় ধরনের আলোচনা ও সিদ্ধান্ত দরকার বলে মনে হচ্ছে যাতে এদের সবাইকে একই ছাতার নিচে নিয়ে আসা যায়।  কুউ  পুলক  ০৮:২০, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: হিন্দি নামটাই গ্রহণ করা উচিত। সে অনুসারে বর্তমান নাম ঠিক আছে। —ইয়াহিয়াবলুন... ০৯:৩৬, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: সংগীত নাটক অকাদেমি পুরস্কার হবে। হিন্দি বানান সম্পর্কিত কোন বিভ্রান্তি থাকলে প্রতিবর্ণীকরণের এই নির্দেশনা অনুসরণ করুন।--ওয়াকিম (আলাপ) ০৯:৫৪, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: সবর্শষ আলোচনায় এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি যে আমরা হিন্দি নাম ব্যবহার করবো নাকি অনুবাদ করে নিবো! তবে বেশিভাগ মতামত ছিলো অনুবাদ করে নেয়ার পক্ষে। আপনি আপনার সিধান্ত অনুযায়ী করতে পারেন। যদি সংগীত নাটক একাডেমি পুরস্কার গ্রহন করে তবে সেটা অনুবাদ হবে, আর যদি সংগীত নাটক আকাদেমি পুরস্কার তাহলে হিন্দিকে বাংলার লিখছেন। আমি সবসময় অনুবাদ করে নেয়ার পক্ষে মতামত দিয়েছি। ধন্যবাদ! জনি (আলাপ) ১২:২৬, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: বাংলায় অন্য বিষয়শ্রেণীতে অকাদেমি কথাটা ব্যবহার করা হয়েছে আমি দেখেছি। সেই ক্ষেত্রে অকাদেমি কথাটাই নেওয়া উচিত। --Nettime Sujata (আলাপ) ০৪:৪০, ৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ জমা নিয়ে বিভ্রান্তি[সম্পাদনা]

@Kupulak, ZI Jony, এবং আফতাবুজ্জামান: প্রতিযোগিতায় তালিকার বাইরের নারী নিয়ে কি যে কোন বিষয়ে নিবন্ধ হতে পারে, নাকি শুধুমাত্র লোক (ফোক) বিষয়ক নারী নিবন্ধ হতে হবে? মহাকাশে নারী নিয়ে লিখলে কি তা জমা করা যাবে? একজন প্রতিযোগী জানতে চেয়েছেন --Nettime Sujata (আলাপ) ০৫:০৫, ৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Nettime Sujata: প্রতিযোগিতায় যে তালিকাটি দেয়া হয়েছে সেটি পরামর্শমূলক, দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য নারীদের যেকোনো নিবন্ধ ৩০০০ বাইট ও ৩০০ শব্দের শর্ত পূরণ করলে সেটা জমা দেয়া যাবে। ধন্যবাদ! জনি (আলাপ) ০৬:১৭, ৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: ঠিক আছে। ধন্যবাদ। --Nettime Sujata (আলাপ) ১১:৪২, ৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
Nettime Sujata নারী বিষয়ক যেকোন নিবন্ধ, এমনকি তালিকায় না থাকলেও হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৬, ৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata: উইকি লাভস ওমেন, মানে উইকি সকল নারীদেরই ভালোবাসে। --- কুউ  পুলক  ১৩:৪৪, ৪ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

জমাদান সরঞ্জাম ব্যবহার করতে পারছি না[সম্পাদনা]

জমাদান সরঞ্জামে আমি ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে পারছিনা। এই সমস্যা কেন হচ্ছে? – ইফতেখার নাইম (আলাপ) ০৫:১৮, ১৪ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@ইফতেখার নাইম: আপাতত কাজ করছেনা! কিছুক্ষণ পরে চেষ্টা করুন, অথবা যখন এটি কাজ করবে আমি পুনরায় বার্তা দিয় দিবো। ধন্যবাদ! জনি (আলাপ) ০৭:১২, ১৪ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ইফতেখার নাইম: এখন কাজ করতেছে, আপনি নিবন্ধ জমা দিতে পারবেন। জনি (আলাপ) ১০:৩৮, ১৪ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


নীতিমালার বিষয়টি আরো পরিষ্কার করা দরকার?[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



@আফতাবুজ্জামান, ZI Jony, এবং Nettime Sujata: এই প্রতিযোগিতায় কি দক্ষিণ এশীয়া ছাড়া অন্য কোন যায়গা সম্পর্কিত বিষয় গৃহীত হবে না?। এরকম হলে এই প্রতিযোগিতায় আমি পারছি না। এই ক্ষেত্রে আপনরা কিছু একটা পরামর্শ দিন। আমার প্রশ্ন আমার নিবন্ধ কি গৃহীত হবে? (নীতিমালাতে আগে থেকে এই বিষয়ে উল্লেখ আগে থেকে করা প্রয়োজন ছিল) যদি বলেন শিরোনাম থেকেই তো বোঝা যাচ্ছে। তাহলে দেখুন এই শিরোনাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে - দক্ষিণ এশিয়ার লোকেদের দিয়ে নিবন্ধ তৈরি করার কথা। – ইফতেখার নাইম (আলাপ) ০০:০২, ১৭ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@ইফতেখার নাইম: বিশ্বের যে কোন নারী বিষয়ক নিবন্ধ গৃহীত হবে যতক্ষণ তা ৩০০০ বাইট ও ৩০০ শব্দের শর্ত পূরণ করছে (নিবন্ধ তালিকা অংশে "যে কোন" বলা আছে)। আমি উক্ত অগৃহীত নিবন্ধ গ্রহণ করতে বলে দিব। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৫, ১৭ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ইফতেখার নাইম এবং আফতাবুজ্জামান: মূল নীতিমালা অনুসারে দক্ষিণ এশিয়ার নারীদের জীবনী নিয়ে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ তৈরি করতে হবে। ধন্যবাদ! জনি (আলাপ) ০৭:১৮, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
জনি আমার এই নিবন্ধ কি গ্রহন করবেন না? ইফতেখার নাইম (আলাপ) ০৭:২৫, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ইফতেখার নাইম: অনুগ্রহ করে আপনার নিবন্ধ গুলোর একটি তালিকা দিন যেগুলো দক্ষিণ এশিয়ার নারীদের জীবনী নয়। সবার সাথে আলোচনা করে বিশেষ ভাবে গ্রহন করার চেষ্টা করবো। ধন্যবাদ! জনি (আলাপ) ০৭:৩১, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: তালিকাগুলো নিন।
তারিখ অনুযায়ী আলিকাগুলো দিলাম

ইফতেখার নাইম (আলাপ) ০৮:১১, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মূল নীতিমালা অনুসারে আপনি শুধু মেরি ফেন্টন নিবন্ধ জমা দিতে পারবেন! যদি আপনি চান, তাহলে আপনার এই নিবন্ধ গুলো জমা দেয়া নিবন্ধ তালিকা থেকে অপসারণ করে দেয়া যাবে। তবুও আমি কিছুটা সময় নিছি, দেখা যাক অন্য ব্যবহারকারীদের মতামত কি। ধন্যবাদ! জনি (আলাপ) ১৫:১৪, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: জানি না মূল নীতিমালার কোথায় কেবল দক্ষিণ এশিয়ার বলা আছে। এমনকি যদি থাকেও, আমরা আমাদের স্ব নিয়ম তৈরি বা কিছু ব্যতিক্রম অনুসরণ করতে পারি যা কোন ক্ষতি বয়ে আনবে না। নিবন্ধ_তালিকা অনুচ্ছেদে আমরা "যেকোন" পর্যন্ত লিখে রেখেছি। সঠিক অনুবাদসহ নারী বিষয়ক যেকোন নিবন্ধ ৩০০০ বাইট ও ৩০০ শব্দের শর্ত পূরণ করলেই যথেষ্ট। এখান এখানে আমরা যদি দক্ষিণ এশীয় না কারণ দেখিয়ে নিবন্ধ গ্রহণ না করি, তবে আমরা প্রতিযোগিতার মূল নিয়ামক তথা প্রতিযোগীকেই অনুৎসাহিত করছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৭, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: মূল নীতিমালায় বলা আছে। যাইহোক, স্থানীয়ভাবে নিয়ম পরিবর্তন করতে আমার দ্বিমত নেই, তাই আলাপ পাতায় আলোচনা করে আনুষ্ঠানিকভাবে নিয়ম পরিবর্তন করতে চাচ্ছি। আশাকরি সকলের মতামতের ভিক্তিতে খুব শিগগির আনুষ্ঠানিকভাবে স্থানীয় নিয়ম পরিবর্তন করতে পারবো। @ইফতেখার নাইম: অনুগ্রহ করে অপেক্ষা করুন, আপনি ভরসা রাখেন যে যদি অনুবাদে ত্রুটি না থাকে তাহলে আপনার নিবন্ধগুলি গৃহীত হবে। আলোচনার জন্য আমাদের একটু সময় প্রয়জন। ধন্যবাদ! জনি (আলাপ) ১৭:০৫, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
স্থানীয়ভাবে নিয়ম পরিবর্তন করতে পর্যালোচক হিসেবে আপনাদের (@Kupulak, Nettime Sujata, Sumita Roy Dutta, Wiki Ruhan, এবং আফতাবুজ্জামান:) মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ! জনি (আলাপ) ১৭:১২, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
অন্যতম মূল আয়োজক রূপিকা বলছে নেওয়া যেতে পারে। তবে আমার মনে হয় এমনিতে এটাকেই মূল নিয়ম না ধরে দক্ষিণ এশিয়ার নারী বিষয়ক নিবন্ধে খেয়াল বেশী দেওয়া দরকার।-- সুমিতা রায় দত্ত (আলাপ) ১৯:১৬, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আমারও মনে হয় যে দক্ষিণ এশিয়া নিয়ে এখনো অনেক লেখার আছে। প্রতিযোগিতা যখন দক্ষিণ এশিয়া নিয়ে তাহলে আগে সেটাই করা হোক না। Nettime Sujata (আলাপ) ০৯:৫৭, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Sumita Roy Dutta এবং Nettime Sujata: এটা ঠিক যে দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করাই ভালো, তবে বিশেষ বিবেচনায় এই মুহুর্তে ইফতেখার নাইমের নিবন্ধগুলোর জন্য আমরা কিছু ব্যতিক্রমী করতে পারি? জনি (আলাপ) ১০:০৮, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: সত্যি কথা বলতে কি, এই নিয়ে আগে আমি একবার প্রশ্ন রেখেছিলাম। তখনকার উত্তরের ভিত্তিতে আমি অনেক প্রতিযোগীকে অনুৎসাহিত করেছি দক্ষিণ এশিয়ার বাইরে কিছু নিয়ে লিখতে। তাদের আমি এখন কি বলব। ---Nettime Sujata (আলাপ) ১০:২১, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata: আমি জানি একজন পর্যালোচকের পক্ষে কতখানি মুস্কিল এই ব্যাপারটি তবু মনে হচ্ছে যাদেরকে মানা করা হয়েছিল তাদের ব্যাবহারকারী পাতায় গিয়ে বলে দেওয়া হোক জমা করার জন্য। অসুবিধার জন্য আন্তরিক দুখিত। এই মুহুর্তে যেভাবে সমস্ত পৃথিবী একাকার তাই নিয়ে নে । --সুমিতা রায় দত্ত (আলাপ) ১১:০১, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Sumita Roy Dutta: আসলে ব্যাপারটা অত সহজ নয়, একাধিক জন এর সাথে জড়িত, যারা লিখতে শুরু করে তারপর আমার কথায় ছেড়ে দিয়েছে। --Nettime Sujata (আলাপ) ১১:১৩, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak, Nettime Sujata, Sumita Roy Dutta, Wiki Ruhan, এবং আফতাবুজ্জামান: : আমাকে কেউ বলেননি দক্ষিণ এশিয়া ছাড়া নিবন্ধ গৃহীত হবে না। বরং আমি গৃহীত হবে বলেই শুনেছি আফতাব ভাইয়ের কাছে। @Nettime Sujata: আপনি তো আমার জমা দেওয়া নিবন্ধ দেখেছেন তাহলে আমাকে সতর্ক করতেন তাহলে সতর্ক হতাম। ভুল করে দূঃখ দিলে ক্ষমা করবেন। আমার মূল উদ্দেশ্য সেরা পাঁচ জনের একজন হওয়া নিবন্ধ গৃহীত নয়। আশাকরি প্রতিদিন নিবন্ধ এরকমভাবে জমা দিতে পারলে সেরা পাঁচজনের একজন হতে পারব। তারপরেও আপনারা যা সিদ্ধান্ত নিবেন তাই আমার কাছে ভালো। তবে যাই নিবেন নেবার পরে একটু বিবেচনা করে দেখবেন। তবে নিবন্ধ গৃহীত হলে খুশি হব। ইফতেখার নাইম (আলাপ) ১৮:১১, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata, Sumita Roy Dutta, এবং ZI Jony: আমি একটা প্রস্তাব করি। দোষটা আমার, যেহেতু ইফতেখার নাইম আমার লেখা দেখে কিছু এশিয়ার বাইরের অনুবাদ করেছেন, তবে তার এই (উপরে লিপিবদ্ধ, ১৭ মার্চ পর্যন্ত) নিবন্ধগুলি বিশেষ বিবেচনায় গ্রহণ করা হোক কেবল। --আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০২, ২০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ওনার নিবন্ধগুলি আপনি সঠিকভাবে পর্যালোচনা করে গ্রহণ করে নিন। আমার কোন আপত্তি নেই। ওনার নিবন্ধ প্রচুর সংশোধন করতে হচ্ছে, প্রচুর ইংরেজি থেকে গেছে। যে দুটি আমি দেখেছি তার সংশোধনের ইতিহাস দেখলেই পেয়ে যাবেন। এতটা তো আমি পেরে উঠব না। আবার ভুলে ভরা নিবন্ধ নেওয়াটাও ঠিক নয়। সবাই মিলে হাত লাগিয়ে ঠিক করে দিন। --Nettime Sujata (আলাপ) ০৮:৩০, ২০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata এবং আফতাবুজ্জামান:রাতে যদি নিবন্ধগুলো ঠিক করি তবে কি এগুলো গৃহীত হবে? তাছাড়া শুধু নিবন্ধ তথ্যছকে ইংরেজি লিখা আছে। সেটাও ঠিক করে দিয়েছি। আশাকরি ঐ কয়েকটি বিবেচনা করে দেখবেন। ইফতেখার নাইম (আলাপ) ১০:৩৬, ২০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২০, ২০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

রানি বানান প্রসঙ্গে[সম্পাদনা]

রানি বানানটা সঠিক। রানী বানানটা ভুল। এখানে দেখুন। ঐ পাতায় ctrl+F চেপে রানি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। রানী বানানটা হয়ত চলে কিন্তু আমরা উইকিপিডিয়ানরা কেন চলে দিয়ে কাজ সারব। প্রমিত বাংলা বানানের নিয়ম কেন মেনে চলব না। আরো একটা লিংক দিলাম। যেখানে প্রমিত বাংলা বানান 'রানি' রয়েছে। দুঃখের বিষয় আমাদের প্রবন্ধ তালিকায়ও রানী বানান রয়েছে। যা ঠিক করা দরকার।  কুউ  পুলক  ০৯:৩৫, ২১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিয়ম পরিবর্তন হয়েছি কিনা জানি না। আমি ছোটবেলা থেকে "রানী" দেখে/শিখে এসেছি, এখনো সবক্ষেত্রে তাই দেখছি। এমনকি নিয়ম পরিবর্তন হলেও, নিয়ম পরিবর্তনের আগের বানানকে নিয়ম পরিবর্তনের পরের দিন থেকে ভুল বলা উচিত হবে না; দুইটাই গ্রহণযোগ্য হওয়া উচিত যতদিন পর্যন্ত না পুরনো বানানটি অপ্রচলিত হয়ে যাচ্ছে। এছাড়া নামের ক্ষেত্রে এটি সব-সময় প্রয়োগ সঠিক হবে না, কেউ যদি তার নামের বানান রানী লিখে তবে আমাদেরও তাই লেখা উচিত হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:১৮, ২২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পুরনো নিবন্ধ সম্পর্কে[সম্পাদনা]

আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। নিয়মাবলিতে বলা হয়েছে পুরনো নিবন্ধ সম্প্রসারণ করে জমা দেয়া যাবে। কিন্তু ফাউন্টেন সরঞ্জামে পুরনো নিবন্ধ জমা দেওয়ার ক্ষেত্রে বাকি সবকিছু ঠিক দেখালেও ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে তৈরি নয় তা প্রদর্শন করছে, তাই সম্প্রসারণ করা নিবন্ধগুলি জমা দেওয়া যাচ্ছে না।--ওয়াকিম (আলাপ) ১৬:২১, ২৫ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@WAKIM:  করা হয়েছে জনি (আলাপ) ১৭:১৮, ২৫ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনা[সম্পাদনা]

@Kupulak, Nettime Sujata, Sumita Roy Dutta, Wiki Ruhan, ZI Jony, এবং আফতাবুজ্জামান: সময় সুযোগ করে পর্যালোচনার কাজ শুরু করার অনুরোধ। তথ্য: অতীত কোন নিবন্ধের পর্যালোচনা পরিবর্তন চান? এই আইকনে ক্লিক করে নিবন্ধ তালিকা থেকে উক্ত নিবন্ধ সহজেই খুঁজে বের করতে পারবেন। এক এক করে যেতে হবে না। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:৫৮, ১ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: হ্যাঁ। অবশ্যই। অনেক নিবন্ধ তৈরি হয়েছে। কবের মধ্যে পর্যালোচনা শেষ করতে তার একটা লক্ষ্য ঠিক করে নিয়ে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে।-- Nettime Sujata (আলাপ) ০৪:৫৯, ১ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
মেটার পাতার মধ্যে ৩০ এপ্রিল লেখা দেখলাম। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৪, ১ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak, Nettime Sujata, Sumita Roy Dutta, Wiki Ruhan, এবং আফতাবুজ্জামান: চূড়ান্ত প্রকল্পের পরিসংখ্যান এবং বিজয়ী ঘোষণার জন্য শেষ সময়সীমা ৩০ এপ্রিল, তাই আগামী কালকের মধ্যে আমাদের পর্যালোচনা শেষ করা উচিত। আসুন আমরা দ্রুত পর্যালোচনা শেষ করি। ধন্যবাদ! জনি (আলাপ) ১৩:২৫, ২৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

কয়েকটা নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]

@Nettime Sujata, Sumita Roy Dutta, Wiki Ruhan, ZI Jony, এবং আফতাবুজ্জামান: নিবন্ধ পর্যালোচনা করতে গিয়ে দেখলাম সম্মানিত উইকিপিডিয়ান Obangmoy যে নিবন্ধগুলো জমা দিয়েছেন তন্মধ্যে ৬টি নিবন্ধ নারী বিষয়ক নয়, যেমন: সূত্রধারী নৃত্য, আইনাম, বিহুগীত, ভাওনা, অংকীয়া নাটরাষ্ট্রীয় মহিলা আয়োগকুইয়ার নিবন্ধে দিদি নাম্বার দিয়েছেন। প্রতিযোগিতার নিয়মানুসারে Obangmoy কি নাম্বারগুলো পাবেন?  কুউ  পুলক  ০৮:৫৮, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: ঠিক জানিনা। আমি নিজে খুব বিভ্রান্ত। প্রথমে আমি জানতাম লোক শিল্প বিষয়ে নিবন্ধ হতে হবে। সেই মতই তালিকা তৈরি হয়েছিল, এবং তালিকাটি এই পাতায় আপলোড করা হয়েছিল। আমি এবং আপনি সেগুলি শুধু বাংলা হরফে লিখে সাজিয়েছিলাম। তালিকাটি কার তৈরি তাও আমার জানা নেই। শেষ পর্যন্ত কি দাঁড়াবে আমি এখনো জানিনা।--Nettime Sujata (আলাপ) ১৪:০৪, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: উপরের আলোচনা অনুসারে দক্ষিণ এশীয় নারী বিষয়কগুলিতে নম্বর দিয়ে দিন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১৬, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: রাষ্ট্রীয় মহিলা আয়োগ এবং কুইয়ার নিবন্ধের জন্য কোনো সমস্যা নেই। জনি (আলাপ) ১৭:২৩, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata, ZI Jony, এবং আফতাবুজ্জামান: সবাইকে ধন্যবাদ  কুউ  পুলক  ১৭:৩০, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
উইকি লাভস ওমেন দক্ষিণ এশিয়া কেবল নারী বিষয়ক জীবনী নিবন্ধ তৈরির এডিটাথন ছিল না এবং নিয়মাবলির ৫ নং-এ বলা হয়েছে "নিবন্ধগুলি দক্ষিণ এশিয়ার প্রেম, নারী, নারীবাদ, উৎসব অনুষ্ঠান এবং লিঙ্গ বৈষম্য বিষয়ক হতে হবে।" যদিও বেশিরভাগ সম্পাদক জীবনী বিষয় নিবন্ধ তৈরি করেছেন, কিন্তু এই নিবন্ধগুলিও এই এডিটাথনের আওতায় পড়বে। আর তালিকা প্রসঙ্গে বলা ছিল "তালিকাটি পরামর্শমূলক", এর বাইরেও প্রেম, নারী, নারীবাদ, উৎসব অনুষ্ঠান এবং লিঙ্গ বৈষম্য বিষয়ক নিবন্ধগুলি গৃহীত হওয়া উচিত।--ওয়াকিম (আলাপ) ১৮:৪৬, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: তাহলে কি দক্ষিণ এশিয়ার বাইরের নিবন্ধে নম্বর পড়বেনা?--Nettime Sujata (আলাপ) ০৪:৫৪, ৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata: আমার মত, এই রকম করে করুন: ১। ব্যক্তির ক্ষেত্রে কেবল দক্ষিণ এশীয় ব্যক্তিতে নম্বর দিন (বিশেষ বিবেচনায় ইফতেখার নাইমের করা এশিয়ার বাইরের ব্যক্তিসহ- আলোচনা উপরে) ২। আর প্রেম, নারী, নারীবাদ, উৎসব অনুষ্ঠান এবং লিঙ্গ বৈষম্য এগুলি সম্পর্কিত সকল নিবন্ধে নম্বর দিন। (নিয়মের ৫ নং দ্রষ্টব্য) --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৯, ৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ইফতেখার নাইম কে যদি বিশেষ বিবেচনা করতে হয়, তাহলে তো সবাইকেই করা উচিত। বাকিরা লিখলে কি করে বাদ দেওয়া যাবে?--Nettime Sujata (আলাপ) ০৯:০৯, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata: কারণ উপরের আলোচনার ভিক্তিতে বিশেষ বিবেচনায় আমরা নিবন্ধগুলো পর্যালোচনার জন্য জামা দেয়ার অনুমতি দিয়েছি। জনি (আলাপ) ১৩:৫৭, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: হ্যাঁ, কিন্তু পুরোটা পড়লে দেখবেন ওই আলোচনার ভিত্তিতে বাকিদের ও মহিলা বিষয়ক যে কোন নিবন্ধ জমা দেবার কথা হয়েছে। সেইমত জমাও পড়েছে।--Nettime Sujata (আলাপ) ০৩:৫৯, ৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata: আপনাকে বলা হয়েছিলো "যাদেরকে মানা করা হয়েছিল তাদের ব্যাবহারকারী পাতায় গিয়ে বলে দেওয়া হোক জমা করার জন্য" কিন্তু আপনি আপত্তি করেছিলেন! আলোচনা বন্ধ করার সময় ফলাফল হিসেবে যেটা লেখা হয়েছে সেটাই চুরান্ত হিসেব গণ্য হয়ে থাকে। যদি রচনাশৈলী, উল্লেখযোগ্যতা এবং বাংলা উইকিপিডিয়ার অন্যান্য নীতিমালা ও নির্দেশাবলী মেনে কেউ নিবন্ধ প্রহন করে তবে আমার আপত্তি নেই। ধন্যবাদ! জনি (আলাপ) ১১:১৭, ৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

শিরোনামে ভুল[সম্পাদনা]

@ZI Jony, আফতাবুজ্জামান, Sumita Roy Dutta, Kupulak, এবং Wiki Ruhan: বেশ কিছু শিরোনামের বাংলা বানানে ভুল দেখতে পাচ্ছি। সেগুলি কিভাবে ঠিক হবে? শিরোনামে ভুল থাকলেও নিবন্ধের ভেতরের বানান ঠিক করে দেব কি? --Nettime Sujata (আলাপ) ০৯:৪২, ১১ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Nettime Sujata: মোটামুটি কিছুটা ভুল থেকেই থাকে সেগুলো সংশোধন করে নিন, শিরোনামে ভুল থাকলে সঠিক নামে স্থানান্তর করে নিন। ধন্যবাদ! জনি (আলাপ) ১০:০০, ১১ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: 'স্থানান্তর' এই কাজটি আমি জানিনা কি করে করতে হয়।--Nettime Sujata (আলাপ) ১০:০৩, ১১ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata: নিবন্ধের উপরে 'ইতিহাস দেখুন' অপশনের পাশে 'আরও' নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করলে 'স্থানান্তর' অপশনটি আসবে।--ওয়াকিম (আলাপ) ১০:২০, ১১ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@WAKIM: ঠিক আছে। দেখছি। অনেক ধন্যবাদ।--Nettime Sujata (আলাপ) ১০:৩৮, ১১ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মেল আইডি চাই[সম্পাদনা]

@ইফতেখার নাইম: আপনার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছেনা। আপনার মেল আইডি টা দয়া করে দেবেন। Nettime Sujata (আলাপ) ১২:৪০, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Nettime Sujata naim64101@gmail.com — ইফতেখার নাইম (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

জিজ্ঞাসা[সম্পাদনা]

@আফতাবুজ্জামান, ZI Jony, Kupulak, এবং Nettime Sujata: এই এডিটাথনের প্রকল্প পাতা অনুযায়ী কমপক্ষে ৪টি নিবন্ধ তৈরিকারী সকলে পোস্টকার্ড (লে সানস পেজেস দ্বারা স্পনসরকৃত) এবং উইকিপদক পাবে। কিন্তু অনেক আগে প্রতিযোগিতা এবং পর্যালোচনা সমাপ্ত হলেও এ সম্পর্কিত কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না কেন?~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১২:৫১, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান এবং Nettime Sujata: বহুদিন পর প্রতিযোগিতাটার কথা মনে পড়ল!😜 ≈ MS Sakib  «আলাপ» ১৯:২৯, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি তো শুধু পর্যালোচক ছিলাম। সংগঠনে নাম থাকলেও পুরস্কারের ব্যাপারে আমার কোন হাতই নেই। সম্ভবত এগুলি প্রশাসকদের হাতে। Nettime Sujata (আলাপ) ০৪:১৮, ১০ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]