উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন/সংগ্রহশালা/ব্যর্থ/২০২১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লক্ষ্য করুন, এটি ব্যবহারকারী নাম পরিবর্তনের মূল পাতা নয়, বরং পুরোনো আবেদনের একটি সংগ্রহশালা। আপনার ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন করতে অনুগ্রহপূর্বক বর্তমান আবেদনের পাতাটি ব্যবহার করুন। ধন্যবাদ।


সরকার কৃষি খামার বাংলাদেশ → Sarkar Agriculture Farms BD

   ব্যর্থ

@সরকার কৃষি খামার বাংলাদেশ: আপনার ব্যবহারকারী নামটি নীতিবিরোধী। তাই নামকরণের আবেদন করতে বলা হয়েছিল। কিন্তু যে নামে আবেদন করেছেন, সেটাও নীতিবিরোধী। উইকিপিডিয়ায় কোনো প্রতিষ্ঠানের নাম বা কোনো প্রচারণাধর্মী ব্যবহারকারী নাম দেয়া যায় না। তাই নিজের নামে অথবা অন্য কোনো ছদ্মনামে আবেদন করুন। দ্বিতীয়ত, উইকিপিডিয়া সবাই সম্পাদনা করতে পারে। তাই আপনাকে এমন কোনো সুবিধা দেয়া সম্ভব নয়। পড়ুন উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়ইয়াহিয়াআলাপ১৩:১৭, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@NahidSultan: নাহিদ ভাই, ব্যবহারকারী:সরকার_কৃষি_খামার_বাংলাদেশ সম্ভবত কোম্পানির নামে উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরির উদ্দেশ্যে অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন। তবে অ্যাকাউন্ট তৈরির পর উনি আর সক্রিয় হননি, আবেদনটিও প্রায় এক মাস হয়ে গিয়েছে। তাই উনার আবেদনটির ব্যপারে কোন সিদ্ধান্তে এলে ভালো হয়। ~ নাহিয়ান আলাপ ১৩:০৬, ১৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
 করা হয়নি অনুরোধকৃত নামটি গ্রহণযোগ্য নয়। আফতাবুজ্জামান (আলাপ) ০৬:০১, ৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

কাঞ্চন → Safi Mahfouz03

   ব্যর্থ

@NahidSultan এবং Moheen: আবেদনটি অনেকদিন যাবৎ ঝুলে রয়েছে। অনুগ্রহপূর্বক, নজর দেবেন আবেদনটিতে। ~ নাহিয়ান আলাপ ১৫:৫৫, ৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
আপনার সর্বমোট কতগুলি অ্যাকাউন্ট রয়েছে! ~মহীন (আলাপ) ০৭:৪৩, ৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
ব্যবহারকারী:Safi Mahfouz, আপনার ইতিমধ্যে "Safi Mahfouz02" নামে অ্যাকাউন্ট রয়েছে। বৈধ কারণ ছাড়া একাধিক অ্যাকাউন্ট খোলা উচিত নয়। ধরে নিচ্ছি, আপনি হয়ত জানতেন না। এখন তো জেনেছেন, ভবিষ্যতে আর অ্যাকাউন্ট তৈরি না করার অনুরোধ করছি। আর যা হবার হয়েছে গেছে। আমি "কাঞ্চন" থেকে আপনার মূল অ্যাকাউন্টে পুননির্দেশ করে দিচ্ছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০১, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

বড় দারোগাহাট দাখিল মাদরাসা → BDDM1922

   ব্যর্থ

 মন্তব্য BDDM1922 প্রতিষ্ঠানটির নামের-ই সংক্ষিপ্তরূপ বলে মনে হচ্ছে। ১৯২২ সম্ভবত স্থাপিত হওয়ার বছর। — তানভির১৩:০৫, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
 করা হয়নি এটি সংক্ষিপ্তরূপ বলেই মনে হচ্ছে। দয়া করে এমন একটি নাম নির্বাচন করুন যাতে প্রতিয়মাণ হয় যে, অ্যাকাউন্ট কোন সতন্ত্র ব্যক্তি ব্যবহার করছেন।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৪৫, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

নাজিম খান → Nazim Khan

   ব্যর্থ

 করা হয়নি যদি এটি আপনার অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে এখানে একত্রীকরণ ছাড়া কোন পন্থা নেই। তবে বর্তমানে উইকিমিডিয়া প্রকল্পে অ্যাকাউন্ট একত্রীকরণ করা প্রযুক্তিগতভাবে সম্ভব নয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৪৪, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

দিগন্ত মিডিয়া → digonto24.com

   ব্যর্থ

প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। দয়া করে আপনার নিজের একটি নাম অথবা আসল নাম ব্যবহার না করতে চান তাহলে এমন একটি ছদ্মনাম দিন, যাতে প্রতিয়মান হয় যে, অ্যাকাউন্টটি সতন্ত্র কোন ব্যক্তি পরিচালনা করেন। ~মহীন (আলাপ) ১৫:০০, ১৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

Carelessboynayeem → chuchu

   ব্যর্থ

@Carelessboynayeem: আপনি কোনো কারণ উল্লেখ করেন নি। ~মহীন (আলাপ) ১৪:৫৫, ১৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 করা হয়নি কোন কারণ নেই ও নিচে অন্য নাম নিতে আবেদন করেছেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:১১, ২৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

Carelessboynayeem → nayeemuddin

   ব্যর্থ

 মন্তব্য: ব্যবহারকারী আগে chuchu নামে নামান্তরের আবেদন করেছিলেন, যা এখনো বন্ধ করা হয়নি।—ইয়াহিয়া (আলাপঅবদান) ০৫:৪৩, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 করা হয়নি nayeemuddin নামটি ইতিমধ্যে কেউ একজন নিয়ে নিয়েছে। যদি "nayeemuddin" নামটি এখনো নিতে চান, তবে নামটি অধিগ্রহণ করতে এখানে যেয়ে আবেদন করুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৫০, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

Sadhin E-Center → আরিফুল ইসলাম

   ব্যর্থ

@Sadhin E-Center: যেমনটি বলা হয়েছে, এই নামটি ইতিমধ্যে কেউ একজন নিয়ে নিয়েছে। যদি "আরিফুল ইসলাম" নামটি এখনো নিতে চান, তবে নামটি অধিগ্রহণ করতে এখানে যেয়ে আবেদন করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:১১, ২৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

Versity Boy → রাকিব হোসাইন

   ব্যর্থ

 মন্তব্য @Versity Boy: আপনি যে নামটি পছন্দ করেছেন, সেই নামে আগে থেকেই একজন ব্যবহারকারী আছেন। দয়া করে, নতুন একটি নাম পছন্দ করুন। কোন নামটি আগে ব্যবহৃত হয়নি তা এই পাতা থেকে জানতে পারবেন।—ইয়াহিয়া (আলাপঅবদান) ১৭:২৮, ২৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
@Versity Boy: যেমনটি বলা হয়েছে, এই নামটি ইতিমধ্যে কেউ একজন নিয়ে নিয়েছে। যদি "রাকিব হোসাইন" নামটি এখনো নিতে চান, তবে নামটি অধিগ্রহণ করতে এখানে যেয়ে আবেদন করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:১১, ২৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

Ahmedraunaq → NathanielBrasseyHalhed

   ব্যর্থ

Ahmedraunaq, অনুগ্রহ করে কারণটি আরেকটু ব্যাখ্যা করবেন কি? মনে হচ্ছে আপনি ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড-এর নাম নকল করছেন। আমার মনে হয় না এটা গ্রহণযোগ্য। আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৩, ৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
 করা হয়নি। নিচে পুনরায় আবেদন করেছেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪০, ৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)

Miraliabbasnaqvi → Cyborg T-800 Bot

   ব্যর্থ

@Cyborg T-800: বাংলা উইকিতে অনুগ্রহ করে বাংলায় লিখুন, সাহায্য:বাংলা টাইপ করা দেখতে পারেন। আপনার  আবেদন গ্রহণ করা হল না। দেখে মনে হচ্ছে আপনি ইতোমধ্যে নাম পরিবর্তন করেছেন, এছাড়া নামের মাঝে বট বা এই জাতীয় শব্দ রাখা যাবে না। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)

Md.Aftab Uddin Toufiq → তৌফিকউদ্দিন

   ব্যর্থ

@NahidSultan এবং Moheen: এই আবেদনটি দেখার অনুরোধ কয়েকদিন যাবত ঝুলে আছে।→SHEKH (আলাপন) ১৬:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
 করা হয়নি, সকপাপেট/বিজ্ঞাপনী অবদানের জন্য ইংরেজিতে বাধাদানকৃত। দয়া করে বর্তমান অ্যাকাউন্ট দিয়ে বাংলাতে ভালো অবদান রাখতে থাকুন এবং অন্য কোন অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। আপনার অবদান দেখে যদি প্রতিয়মান হয় যে, নাম পরিবর্তন করা যাবে তাহলে পরবর্তীতে বিবেচনা করা হবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)

Mak Alamin (Web Developer) → Mak Alamin

   ব্যর্থ

 করা হয়নি অনুরোধকৃত নামটি Mak Alamin নামের সাথে মিলে যায়। নতুন নামে অনুরোধ করুন। অথবা উক্ত ব্যবহারকারী যেহেতু ২০০৮ সাল থেকে উইকিপিডিয়ায় নিষ্ক্রিয় রয়েছেন, তাই নামটি অধিগ্রহণ করতে চাইলে এখানে আবেদন করুন~মহীন (আলাপ) ০৭:৩১, ১ মার্চ ২০২১ (ইউটিসি)

আবু মোহাম্মদ তারেক হাসান → আবু মোহাম্মদ তারেক হাসান (ABU MOHAMMAD TAREK HASSAN)

   ব্যর্থ

আপনি কি নিশ্চিত “আবু মোহাম্মদ তারেক হাসান (ABU MOHAMMAD TAREK HASSAN)” এমন বড় নাম ব্যবহারকারী নাম বা ‘ইউজারনেইম’ হিসেবে রাখতে চান? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৫১, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
@NahidSultan: আবেদনটি আড়াই মাস যাবৎ ঝুলে রয়েছে। ব্যবহারকারী খুব সম্ভবত সক্রিয় নয় উইকিপিডিয়ায়। নাম পরিবর্তন করে অথবা না করে আবেদনটিকে বন্ধ করে দিলে ভালো হয়। ~ নাহিয়ান আলাপ ১৮:৪১, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)
করা হয়নি। উত্তর নেই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫০, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)

মোঃ পারভেজ হুসেন তালুকদার → পারভেজ হুসেন তালুকদার

   ব্যর্থ

 করা হয়নি, স্প্যামিং ও সক অ্যাকাউন্ট ব্যবহার। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫৯, ২০ মার্চ ২০২১ (ইউটিসি)

Golpo.club → Golpo900367

   ব্যর্থ

 করা হয়নি স্প্যামিং ও বিজ্ঞাপনের জন্য বাধাপ্রাপ্ত। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০৯, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)

Wiki Ruhan → Ruhan

   ব্যর্থ

@Wiki Ruhan: এই ব্যবহারকারী নামটি অন্য উইকিতে আছে। ফলে সাধারণভাবে সম্ভব নয়। নামান্তরের বদলে নাম অধিগ্রহণ করতে হবে। এই জন্য মেটাতে আবেদন করতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩০, ৭ মে ২০২১ (ইউটিসি)

মোঃ রব্বানী → Md. Rabbani

   ব্যর্থ

Special:CentralAuth/এস. এম. জহিরুল ইসলাম সুজন অ্যাকাউন্টটিও কি আপনার? আপনাকে যে কোন একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে এবং নিজের সম্পর্কে প্রচারণামূলক তথ্য যুক্ত করা যাবে না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০৮, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
@NahidSultan: না ঐটা আমার কোন একাউন্ট নয়, তবে এস. এম. জহিরুল ইসলাম সুজন আমার একাউন্ট টি খুলে দিতে সাহায্য করেছিল। মোঃ রব্বানী (আলাপ) ০৯:২১, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
@মোঃ রব্বানী: এটি আমার সন্দেহের উদ্রেক ঘটিয়েছে। ওখানেও এস. এম. জহিরুল ইসলাম সুজন ঠিক এই একই নামে নামান্তর হবার অনুরোধ করেছে ও বলেছে ওটি তার আসল নাম। আর এখানে আপনি বলেছেন উনি আপনাকে অ্যাকাউন্ট খুলে দিতে সাহায্য করেছে। আমার সাধারণ জ্ঞান বলছে, হয় আপনারা একই ব্যক্তি অথবা আপনাদের একজন মিথ্যে বলছেন। উইকির নীতি না জানার কারণে বহু মানুষকে একাধিক অ্যাকাউন্ট খুলতে দেখেছি। অনুগ্রহ করে স্বীকার করুন। ভয় পাবেন না, আপনাকে বাধা দেওয়া হবে না। যুক্তিসম্মত কারণে আপনার দুটি অ্যাকাউন্টও থাকতে পারে। তবে বড় কথা হচ্ছে, আপনি ঘোষণা দিচ্ছেন। আপনি আপনার অপর অ্যাকাউন্টে {{বিকল্প অ্যাকাউন্ট}} লাগান অথবা ওটি থেকে আপনার বর্তমান অ্যাকাউন্টে #পুনর্নির্দেশ [[লক্ষ পাতার নাম]] লিখে পুনর্নির্দেশ করে দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০২, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: বস আমার Md. Rabbani নামটা করে দিলে আমার অনেক উপকার হতো। আর আমি এই একাউন্টটি নিয়মিত ব্যাবহার করছি। দয়াকরে আমার নামটা পরিবর্তন করে দিন। মোঃ রব্বানী (আলাপ) ১৫:৩৩, ২৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)
@মোঃ রব্বানী: করার আগে যথা উত্তর দরকার। এক লাইন উপরে আমার বক্তব্য ভালো করে পড়ুন। আবার বলি, আপনাদের দুইজনের একজন মিথ্যে বলছেন। আপনি বলেছেন এস. এম. জহিরুল ইসলাম সুজন আপনাকে অ্যাকাউন্ট খুলতে সাহায্য করেছে। এস. এম. জহিরুল ইসলাম সুজন যেদিন মেটাতে আবেদন করে, আপনার অ্যাকাউন্ট ঠিক সেই দিন খোলা। আপনার অ্যাকাউন্টের নামও মোঃ রব্বানী। আপনার দুইজনেও ঠিক হুবহু একই নামে নামান্তর করার অনুরোধ করেছেন। এতকিছু কাকতালীয়ভাবে মিলে যাওয়া সম্ভবত। অনুগ্রহ করে স্বীকার করুন, সত্যিটি বলুন, আপনাকে বাধা দেওয়া হবে না। এখন বারবার অনুরোধ করা সত্ত্বেও না বললে, কিন্তু পরে যদি প্রমাণিত হয়, আপনার সব অ্যাকাউন্টকেই বাধা দেওয়া হতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৩, ২৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)
 করা হয়নি পুরাতন আবেদন, কোন অগ্রগতি নেই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১৯, ২ জুন ২০২১ (ইউটিসি)

Hasembazartalimulquranmadrasah → Hasembazar Talimul Quran Madrasah

   ব্যর্থ

@Hasembazartalimulquranmadrasah:  প্রতিষ্ঠানের নাম গ্রহণযোগ্য নয়। তাই আপনার বর্তমান নাম ও আবেদনের নাম দুটোই গ্রহণযোগ্য নয়। আপনি প্রতিষ্ঠান/সংগঠন নয় এমন কোনো নাম, ছদ্মনামে পরিবর্তনের আবেদন করুন, বিশেষ:কেন্দ্রীয় প্রমাণী অনুসারে যে নামে কোনো অ্যাকাউন্ট নেই। — AKanik 💬 ১১:১৪, ২৮ মে ২০২১ (ইউটিসি)

Biswajit Pal (Pagla) → Biswajit Pal - Jibonmukhi

   ব্যর্থ

আমার বিনীত অনুরোধ দয়াকরে আমার ব্যবহারকারী নামটি পরিবর্তন করে দিবেন ।

নতুন নাম : Biswajit Pal কারন : পুরোনো ব্যবহারকারী নামটিতে (Pagla) এই শব্দটি বাদ দিতে চাই ,,,

অতএব, মহাশয়/মহাশয়া এটি সম্পাদনা করে আমাকে চির কৃতজ্ঞ রাখবেন ।Biswajit Pal (Pagla) (আলাপ) ১০:১৩, ১১ জুন ২০২১ (ইউটিসি)

 করা হয়নি ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০২:২৩, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)

গোপাল চন্দ্র রায় → Gc Ray

   প্রয়োজন নেই

যেহেতু আবেদনকৃত নামে অ্যাকাউন্ট রয়েছে, তাই এটি অধিগ্রহণ ছাড়া সম্ভব নয়। আপনি মেটাউইকিতে আবেদন করেছেন। এখানকার আবেদনটির প্রয়োজন না থাকায় আমি বন্ধ করলাম। তবে যদি আপনি যদি সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য নাম নিতে চান যেটাতে অধিগ্রহণের প্রয়োজন নেই, এখানে জানাতে পারেন। — AKanik 💬 ১৫:০১, ১২ আগস্ট ২০২১ (ইউটিসি)