মোঃ রব্বানী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

নিবন্ধ অনুবাদ করতে চাইলে[সম্পাদনা]

ইংরেজি উইকিপিডিয়ার কোনও নিবন্ধের কমপক্ষে প্রথম দুই থেকে তিনটি অনুচ্ছেদ অনুবাদ করে বাংলা শিরোনাম দিয়ে বাংলা উইকিপিডিয়াতে প্রকাশ করতে পারেন। বিষয়শ্রেণী ও আন্তঃউইকি সংযোগ যোগ করতে ভুলবেন না। কীভাবে একটি নতুন নিবন্ধ তৈরি ও সম্পাদনা করতে হবে, সে ব্যাপারে উপরের স্বাগতম বার্তাটিতে অনেকগুলি সংযোগ দেওয়া হয়েছে। ওগুলিতে ক্লিক করে পড়ে নিন। বাংলা উইকিপিডিয়াতে আপনার পদচারণায় শুভকামনা থাকল। -- অর্ণব (আলাপ | অবদান) ০৮:০৮, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Zaheen: বস আমি en:Bloody Mary (folklore) এই পাতাটি অনুবাদ করে বাংলায় আনতে চাই! কিন্তু এটা শুরু করব কি ভাবে এর জন্য কি কোন টুলস আছে কিনা, আমাকে জানান, মোঃ রব্বানী (আলাপ) ০৮:৩২, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ শুরু করা বিষয়ে[সম্পাদনা]

টিক-চিহ্ন
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

en:Bloody Mary (folklore) আমি এই পাতাটি অনুবাদ করে বাংলায় আনতে চাই! কিন্তু এটা শুরু করব কি ভাবে এর জন্য কি কোন টুলস আছে কিনা, আমাকে কেও জানান, মোঃ রব্বানী (আলাপ) ০৮:৩২, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বিশ্বকোষীয় মানে অনুবাদ করতে গেলে আপনাকে ইংরেজি ভাষার রচনা ঠিকমত বোঝার ক্ষমতা, বাংলা ভাষায় ভাল রচনা লেখার ক্ষমতা এবং ইংরেজি থেকে বাংলা অভিধান ব্যবহার সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে। তারপর নিজের মাথা খাটিয়ে, হাত দিয়ে টাইপ করে অনুবাদ শুরু করুন। টুল বা স্বয়ংক্রিয় সরঞ্জাম দিয়ে করা যান্ত্রিক অনুবাদ সাধারণত খুবই খারাপ মানের বাংলা হয় এবং খারাপ অনুবাদ মুছে দেওয়া হয়। আপনি যে নিবন্ধটি অনুবাদ করতে চাইছেন, সে সংক্রান্ত ইংরেজি শব্দগুলির বাংলা অনুবাদগুলি সম্পর্কে কি আপনার ভাল ধারণা আছে? আপনি চাইলে এক বা দুই অনুচ্ছেদ নিজে নিজে অনুবাদ করে দেখুন। যান্ত্রিকভাবে পুরো নিবন্ধ অনুবাদ করলে সেটা এখান থেকে মুছে দেবার সম্ভাবনা খুব বেশি। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৪৪, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ইংরেজি থেকে বাংলা অনলাইন অভিধানের জন্য https://www.english-bangla.com/ সাইটটি দেখতে পারেন।--অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫৩, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী নাম পরিবর্তনের পাতায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। একজন বৈশ্বয়ীক নাম পরিবর্তনকারী বা সাহায্যকারী আপনার ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদনে সাড়া দিয়েছেন, কিন্তু আবেদনটি সম্পন্ন করতে কিছু তথ্য প্রয়োজন। দয়া করে যত দ্রুত সম্ভব আপনার নাম পরিবর্তনের আবেদনের ভুক্তিতে তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০৮, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের পাতাটি আবার একটু দেখুন ও জানান। দুটি অ্যাকাউন্ট থাকতেই পারে। তবে বড় কথা হচ্ছে, আপনি ঘোষণা দিচ্ছেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৮, ২৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় মোঃ রব্বানী,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]