আলাপ:যৌনসঙ্গম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

এই পাতাটির নাম যৌন সঙ্গম থেকে পরিবর্তন করে যৌন মিলন করার সুপারিশ করছি। কারণ, সঙ্গম অর্থই তো যৌন মিলন তাই যৌন সঙ্গম লেখা বাহুল্য দোষ ছাড়া আর কিছুই নয়।--তানভির(আলাপ|অবদান) ১৬:১৩, ৯ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

সঙ্গম অর্থই যৌন মিলন নয়। সঙ্গম অর্থ মিলন। দুই নদীর মিলনকেও সঙ্গম বলা হয়। সেক্ষেত্রে তা হয় নদীসঙ্গম। --অর্ণব দত্ত ১৬:৩৪, ৯ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি ঠিকই বলেছেন। আমি ভুলে গিয়েছিলাম। আপনার কথার পরে বাংলা একাডেমীর অভিধান দেখে ব্যাপারটা পরিষ্কার হলাম। এখন যেহেতু যৌন মিলন আর যৌন সঙ্গম একই অর্থ নির্দেশ করছে তাই যৌন মিলন পাতাটি রি-ডিরেক্ট করা উচিত, কিন্তু কোনটা রি-ডিরেক্ট করা হবে? আমার মত হলো, যৌন মিলন যেহেতু বহুল ব্যবহৃত এবং ইংরেজি sexual intercourse -এর সাথে যদি এর কোনো শাব্দিক সংঘর্ষ না থাকে, তবে এটিকে মূল পাতা রেখে যৌন সঙ্গমকেই যৌন মিলনে রি-ডিরেক্ট করা হোক।--তানভির(আলাপ|অবদান) ১৯:৩৫, ৯ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
যৌন মিলন শব্দটি হয়তো বহুল ব্যবহৃত। কিন্তু এখানে "শালীনতার" ব্যাপারটিও বিবেচনা করতে হবে। শালীনতার ক্ষেত্রেই ইংরেজী উইকিপিডিয়ার সাথে বাংলা উইকিপিডিয়ার বিশাল পার্থক্য রয়েছে। বাংলা উইকিপিডিয়ার পাঠক গোষ্ঠী সাধারণত বাঙালিই হবে। আর আমরা বাঙালিরা স্বভাবগত কারণে এবং বাঙালি সংস্কৃতিতে যৌনতা বিষয়ে বেশ রক্ষণশীল। সুতরাং চাইলেই আমরা ইংরেজী নিবন্ধে যে ছবি আছে তা বাংলা উইকিপিডিয়া ব্যবহার করতে পারি না, একই ভাবে চাইলেই বহুল ব্যবহৃত কিন্তু চটকদার শব্দ ব্যবহারে উদার হতে পারি না। তাই আমি মনে করি মিলনকেই সঙ্গমে রিডাইরেক্ট করা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪২, ১০ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
তবে যৌন মিলনকেই এখানে রি-ডিরেক্ট করলাম--তানভির (আলাপ | অবদান) ০৪:২৩, ১০ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

একীকরণ[সম্পাদনা]

বিষয়বস্তু অভিন্ন। যৌনসঙ্গমের সাথে একীকরণ করা উচিত। — তানভির আলাপ অবদান ১৩:৪৭, ৬ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

নামকরণ[সম্পাদনা]

হিন্দিতে দেখলাম নিবন্ধটির নাম মৈথুন। বাংলাতেও মৈথুন ই সবচেয়ে যুক্তিযুক্ত শব্দ। এটাকে মৈথুনে সরিয়ে নেয়া উচিত? -- মুহাম্মদ (আলাপ) ১৪:৫৮, ২ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

এদুয়ার্দ-অঁরি আভরিল অংকিত ছবির আসন[সম্পাদনা]

এই নিবন্ধে এদুয়ার্দ-অঁরি আভরিল-এর একটি ছবি ব্যবহার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে মিশনারী আসন। কিন্তু এটাকে মিশনারী আসতো বলে না! -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৪:১৪, ১৮ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সমকামিতা[সম্পাদনা]

@নাহিদ ভাই এবং মেরাজ ভাই, এই পাতাটিতে সমকামিতার ব্যাপারটি সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে, অপরদিকে এটির ইংরেজী সংস্করণে সমকামিতার পক্ষে বর্ণনা রয়েছে, এ ব্যাপারে একটু নজর দিন। Femin Khan (আলাপ) ১৫:২৫, ১৪ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় সুধী, আপনি লেখুন, আপনাকে স্বাগতম। দয়া করে উইকিপিডিয়ার নিয়ম, নীতিমালা, আচার আচরণ মেনে চলুন। কি কি কারণে আপনাকে সম্পাদনা থেকে বাধা দেয়া হতে পারে। আশা করি আপনার উইকি যাত্রা শুভ হোক। -মেরাজ (আলাপ) ১৫:৪৩, ১৪ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

এক সম্পাদনায় অধিক লেখা বাতিল[সম্পাদনা]

@Sharif Uddin: এক সম্পাদনায় এত লেখা বাতিল করবেন না। সারাংশে কারণ দিন। নিবন্ধে কি সমস্যা আছে তা আগে জানান। আপনি নিবন্ধটি সম্প্রসারণের পরিকল্পনা করছেন? --আফতাব (আলাপ) ২০:২১, ১২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Sharif Uddin: আমি দেখতে পাচ্ছি, আপনি বলতে চাচ্ছেন এগুলি সকপাপেট দ্বারা সম্পাদিত। কিন্তু এটা সম্পাদনা বাতিল করার বৈধ কারণ নয়। যিনি এগুলি সম্পাদিত করেছেন তিনি মূলত ইংরেজি উইকি থেকে অনুবাদ করেছেন। তিনি যদি কোন তথ্য ভুলভাবে উপস্থাপন করে থাকে তবে তা জানান। --আফতাব (আলাপ) ২০:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]