আলাপ:মারজুক রাসেল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভুল সংশোধন করা[সম্পাদনা]

মারজুক রাসেলের বাবা গোপালগঞ্জে চাকরি করলে মারজুক কেমন করে তার পিতার কর্মসূত্রে খুলনাতে পড়াশোনা করেন।এটা ভুল আছে ঠিক করে দিলাম অথচ আপনারা রাখলেন না। Princemolla08 (আলাপ) ০৫:২৫, ২২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৫:৩০, ২২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যের মারাত্মক গড়মিল[সম্পাদনা]

উইকি প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি।

Marzuk Russell ইংরেজী উইকি’র তথ্যের সাথে মারজুক রাসেল বাংলাউইকি’র নানা তথ্যের গড়মিল ও ভুল তথ্য রয়েছে।

যিনি উক্ত বাংলা উইকি পেজটি তৈরী করেছেন, তিনি হয়তো সঠিক তথ্য সংগ্রহ করতে পারেননি।

উইকি প্রশাসকগণ দয়া করে বিষয়টি নজরে আনবেন।

ধন্যবাদ। মুহাম্মাদ জাহিদ হাসান (আলাপ) ১৬:২৬, ৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@Khdmahedi, শুভেচ্ছা নিন। দুটি কথা, ১. ইংরেজি উইকিতে আছে বলেই তা সর্বদা সঠিক এমন কথা নেই ২. উইকির নিবন্ধ হালনাগাদ করার দায়িত্ব কেবল প্রশাসকদের নয়। আপনাকে আমি সাহসী হয়ে এই নিবন্ধের তথ্যের গড়মিল ও ভুল তথ্য সংশোধন করতে আহ্বান করব। এগিয়ে আসুন, বাংলা উইকিপিডিয়াকে সাহায্য করুন :) আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩০, ৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
জনাব,
আমি বাংলা উইকিতে ২০১৫ সালে অন্য একটা একাউন্ট থেকে অনেকগুলো সম্পাদনার কাজ করেছিলাম।
দূর্ভাগ্যবশত, ঐ একাউন্টের ক্রিডেনশিয়ালগুলোিআমি ভুলে যাই।
অনেক চেষ্টার পরেও পুরনো আইডিটি ফেরত আনতে পারিনি। তাই বাধ্য হয়ে নতুন একাউন্ট খুলতে হয়েছে।
বর্তমানে যে একাউন্টটি ব্যবহার করছি, এখান থেকে কিছু সম্পাদনার কাজ করেছি।
কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমার করা বেশিরভাগ সম্পাদনাগুলোই বার বার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া হয়েছে।
যে কারণে আগ্রহ হারিয়েছি। সম্পাদনা করতেও কিছুটা সংকোচ হয়।
ধন্যবাদ। মুহাম্মাদ জাহিদ হাসান (আলাপ) ১৭:১৪, ৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Khdmahedi, হতাশ হবেন না। চেষ্টা করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৫, ৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]