আলাপ:মাইকেল এইচ. হার্ট-এর সেরা ১০০

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Lazy-restless: ভাই, আমি নাম পরিবর্তন করলাম। এই বই বাংলা ভাষায় প্রকাশ হয়েছে। উইকির নীতিমালা অনুসারে শিরোনাম হবে উক্ত উইকির ভাষায় (যদি পাওয়া যায়), এটি বাংলায় অনূদিত হয়েছে ও বাংলা নাম পাওয়া যাচ্ছে। এমনকি দুই নামের মধ্যে বাংলা অগ্রাধিকার পাবে যেহেতু এটা বাংলা উইকি। আপনি উদাহরণস্বরূপ, অন্য উইকিগুলির নিবন্ধের নাম নমুনা হিসেবে দেখতে পারেন, সকল উইকি তার স্ব ভাষায় প্রকাশিত বইয়ের নাম অনুসারে নিবন্ধের নাম দিয়েছে। এছাড়া নিবন্ধের মধ্যে মূল নাম রেখে দিয়েছি। আফতাবুজ্জামান (আলাপ) ০৪:২৫, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আফতাবুজ্জামান ভাই, কোন সমস্যা নেই, এতে আরও ভালো হয়েছে। Lazy-restless (আলাপ) ০৮:১০, ২৯ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
Lazy-restless, বাংলায় প্রকাশিত বইটির পূর্ণ তথ্যসূত্রটি কি একটু দিতে পারবেন? তাহলে বাংলা নামে আবার ফেরত নিতে সুবিধা হবে। --অর্ণব (আলাপ | অবদান) ১২:২৬, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen ভাই, বইটি বাংলায় ভাষায় অনূদিত হয়েছে। যেমন আবু আজহার কর্তৃক "মাইকেল এইচ. হার্ট-এর সেরা ১০০" নামে[১][২] কিংবা জ্ঞানের আলো প্রকাশনী থেকে "মাইকেল এইচ. হার্ট- এর বিশ্বের ১০০ শ্রেষ্ঠ মনীষী" নামে।[৩] যেহেতু বাংলা নাম পাওয়া যাচ্ছে, বাংলা উইকিতে আমাদের বাংলা নাম ব্যবহার করা উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৯, ২৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]