আলাপ:ক্রোমোজোম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বানান[সম্পাদনা]

বানানটা কি ক্রোমোযোম নাকি ক্রোমোজোম? উচ্চারণ হিসাবে তো মনে হয় ক্রোমোযোম হবে। --রাগিব (আলাপ | অবদান) ২০:০৭, ১৭ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

জীববিজ্ঞান বইয়ে সব সময় ক্রোমোজোম পড়েছি। উচ্চারণ যদিও ক্রোমোযোম কিন্তু আমি দেখেছি বিদেশী শব্দের ক্ষেত্রে খুব কমই য ব্যবহার করা হয়। যেমন হাউজ, কোয়েজার ইত্যাদি... -- মুহাম্মদ (আলাপ) ২৩:২৫, ১৭ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
ক্রোমোজোম এবং খুব ই অল্প পরিসরে ক্রোমোসোম ব্যবহার করতে দেখেছি কিন্তু কোথাও ক্রোমোযোম বানান টা পাইনি। যাই হোক ক্রোমোজোম ই হচ্ছে বহুল ব্যবহৃত এবং সর্বজন গৃহীত বানান। আমরা ক্রোমোজোম ব্যবহার করতে পারি। Nahid Hossain ০৪:১৪, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
উইকিপিডিয়া:বাংলা বানানের নিয়ম অনুসারে z-জাতীয় উচ্চারণের ক্ষেত্রে য হবে শুধু ইসলাম ধর্ম-সংক্রান্ত শব্দের ক্ষেত্রে। তাই ক্রোমোজোমে য হবে না। খুব শুদ্ধ করতে চাইলে জ-এর সঙ্গে নুক্তা ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ জ়। Hrishikes (আলাপ) ১৬:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যযোগ[সম্পাদনা]

Chromosome নামকরণ কীভাবে/কেন হয়? কেউ ভালোভাবে জানলে তা যোগ করুণ৷ Kmmrf (আলাপ) ১৫:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

গ্রীক ক্রোমা = রঙ, সোমা = দেহ। যেহেতু ক্রোমোজোমকে কিছু বিশেষ রঙ দিয়ে গভীর ভাবে রাঙানো যায়, তাই এই নাম। Hrishikes (আলাপ) ১৬:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]


পূর্ণাঙ্গ অনুবাদ করুন[সম্পাদনা]

সুপ্রিয় @Yuvraj Ghosh Bipro: বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। তবে আপনি তরল নিবন্ধের মতো ক্রোমোজোম নিবন্ধটিও পূর্ণাঙ্গ অনুবাদ না করেই জমা দিয়েছেন। কিন্তু নিয়মাবলীতে বলা আছে, নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ-অর্ধ অনুবাদ গ্রহণযোগ্য হবে না। তাই আপনার নিবন্ধটি গৃহীয় হয়নি। অনুগ্রহপূর্বক আপনি en:Chromosome নিবন্ধটি পরিপূর্ণ অনুবাদ করে আমাকে জানান। পূর্ণাঙ্গ অনুবাদ করা হলে আমি নিবন্ধটি গ্রহণ করব। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ২০:১২, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আমি ক্রোমোজোমের অনুবাদ সম্পূর্ণ করে আগামী শুক্রবার ১১-০২-২২ তারিখে পুনরায় আপনার (@MS Sakib) কাছে জমা দিব। আপনি দয়া করে একটু পুনরায় দেখবেন। Yuvraj Ghosh Bipro (আলাপ) ১৩:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আমি ক্রোমোজোমের অনুবাদ সম্পূর্ণ করে আগামী শুক্রবার ১১-০২-২২ তারিখে পুনরায় আপনার (@MS Sakib) কাছে জমা দিব। আপনি দয়া করে একটু পুনরায় দেখবেন। Yuvraj Ghosh Bipro (আলাপ) ১৬:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib আমি ক্রোমোজোমের পাতাটি পূর্ণাঙ্গ অনুবাদ করেছি। এখন আপনি এটি বিবেচনা করুন। Yuvraj Ghosh Bipro (আলাপ) ১৬:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib আমি ক্রোমোজোমের পাতাটি পূর্ণাঙ্গ অনুবাদ করেছি। এখন আপনি এটি বিবেচনা করুন। Yuvraj Ghosh Bipro (আলাপ) ১৬:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib:শাকিল (আলাপ · অবদান) ১৭:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয় @Yuvraj Ghosh Bipro, পূর্ণাঙ্গ অনুবাদ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনার অনুদীত অংশের মোটামুটি পুরোটাই যান্ত্রিক। তাই পুরো নিবন্ধটিই সংশোধন করার অনুরোধ করছি। আমি কীভাবে প্রথম দুই অনুচ্ছেদ সংশোধন করেছি দেখুন। এভাবে পুরোটা করুন।
আর হ্যাঁ, আমাকে পরবর্তীতে এই নিবন্ধ সংক্রান্ত কোনো বার্তা দিলে শুরুতে {{ping|MS Sakib}} লিখে দিবেন। এর ফলে আমি আপনার বার্তার বিষয়টি জানতে পারব। ধন্যবাদ। -- ≈ MS Sakib  «আলাপ» ১৮:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib: সংশোধন করেছি ক্রোমোজোম Yuvraj Ghosh Bipro (আলাপ) ০৪:১০, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib: আমি সংশোধন করেছি ক্রোমোজোম এর পাতা। Yuvraj Ghosh Bipro (আলাপ) ০৯:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটিতে এখনও প্রচুর যান্ত্রিকতা রয়েছে। উদাহরণস্বরূপ: "ক্রোমোজোম স্ক্যাফোল্ড, যা কনডেনসিন, TOP2A এবং KIF4 এর মতো প্রোটিন দিয়ে তৈরি,ক্রোমাটিনকে কমপ্যাক্ট ক্রোমোজোমে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 30 nm কাঠামোর লুপগুলি উচ্চ ক্রম কাঠামোতে ভারা সহ আরও ঘনীভূত হয়।"
তাই, নিবন্ধটি আরও একবার পড়ে বেশ কয়েকবার সংশোধন করার অনুরোধ করছি। আশাকরি, এরপরেরবার নিবন্ধটিতে আর কোনো যান্ত্রিকতা থাকবে না। -- ≈ MS Sakib  «আলাপ» ১১:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib: সংশোধন করেছি।আমার জানামতে আর যান্ত্রিক অনুবাদ নেই। Yuvraj Ghosh Bipro (আলাপ) ১১:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib:সংশোধন করেছি।আমার জানামতে আর যান্ত্রিক অনুবাদ নেই।

Yuvraj Ghosh Bipro (আলাপ) ১৭:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib: সংশোধন করেছি।আমার জানামতে আর যান্ত্রিক অনুবাদ নেই।Yuvraj Ghosh Bipro (আলাপ) ১৫:০১, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Yuvraj Ghosh Bipro ভাইয়া, আসলে এখনও অনেক যান্ত্রিকতা রয়ে গেছে। আমি হয়তো আপনাকে বিষয়টা বুঝাতে পারিনি। আপনি নিবন্ধের বাক্যগুলোকে এমন ভাবে লিখুন, যাতে বাক্যটি পড়ে "অর্থ" বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি দৈবচয়নে একটি অনুচ্ছেদ বেছে নিয়ে একটু পড়তেই পেলাম এই অংশটি,
খাটো বাহুগুলোকে আর্মস র বলা হয় (ফরাসি ক্ষুদে থেকে , ছোট) এবং লম্বা বাহুগুলোকে বলা হয় q আর্মস ( q ল্যাটিন বর্ণমালায় p অনুসরণ করে; qg "গ্র্যান্ড"; বিকল্পভাবে কখনও কখনও বলা হয় কিউ এর জন্য ছোট যার অর্থ লেজ ফরাসি).এটিই একমাত্র প্রাকৃতিক প্রেক্ষাপট যেখানে পৃথক ক্রোমোজোমগুলি একটি অপটিক্যাল মাইক্রোস্কোপের সাহায্যে দৃশ্যমান হয়। মাইটোটিক মেটাফেজ ক্রোমোজোমগুলিকে পরপর ক্রোমাটিন লুপগুলির একটি রৈখিকভাবে সংগঠিত অনুদৈর্ঘ্যভাবে সংকুচিত অ্যারের দ্বারা সর্বোত্তমভাবে বর্ণনা করা হয়।
এটি সরাসরি গুগল অনুবাদ। আমি জানিনা, এই অংশটি পড়ে আপনি নিজেও ভালোভাবে এর অর্থ বুঝতে পারছেন কিনা। পুরো নিবন্ধজুড়েই এই সমস্যা বিদ্যমান; কোথাও কম, আর কোথাও বেশি। তাই, আবারও ভালোভাবে যান্ত্রিকতা ঠিক করার অনুরোধ করছি। হতাশ হবেন না, চেষ্টা করলেই হয়ে যাবে। শুভকামনা রইল। -- ≈ MS Sakib  «আলাপ» ১৫:২১, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib: সংশোধন করেছি। আর আমার মতে যান্ত্রিক অনুবাদ নেই।

Yuvraj Ghosh Bipro (আলাপ) ০৭:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib:সংশোধন করেছি।আমার মতে আর কোনো যান্ত্রিক অনুবাদ চোখে পড়ছে না।অনেকবার ক্রোমোজোমের এই পাতা পড়েছি। Yuvraj Ghosh Bipro (আলাপ) ১২:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib:সংশোধন করেছি।আমার মতে আর কোনো যান্ত্রিক অনুবাদ চোখে পড়ছে না।অনেকবার ক্রোমোজোমের এই পাতা পড়েছি। Yuvraj Ghosh Bipro (আলাপ) ১৪:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Yuvraj Ghosh Bipro ধন্যবাদ। নিবন্ধটা এখন বেশ ভালো অবস্থানে এসেছে। "ডিএনএ প্যাকেজিং" অনুচ্ছেদে সংশোধন প্রয়োজন। বাকি অনুচ্ছেদগুলো মোটামুটি ভালো। এবার সংশোধন করলেই গ্রহণ করব। আর, নিবন্ধটির মানোন্নয়নে আপনার অধ্যবস্যায় অবশ্যই প্রশংসার দাবিদার। আপনার "উইকিযাত্রা" শুভ হোক। -- ≈ MS Sakib  «আলাপ» ১৪:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib:ডিএনএ প্যাকেজিং সংশোধন করেছি। এবার দেখুন। Yuvraj Ghosh Bipro (আলাপ) ১৭:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Yuvraj Ghosh Bipro: ধন্যবাদ। নিবন্ধটি গৃহীত হয়েছে। -- ≈ MS Sakib  «আলাপ» ১৮:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib:ধন্যবাদ। Yuvraj Ghosh Bipro (আলাপ) ০২:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib: আমার যোগকৃত সংখ্যা মাত্র ১৭১২ টি। Yuvraj Ghosh Bipro (আলাপ) ১৭:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Yuvraj Ghosh Bipro: আপনার মানোন্নয়ন করা সংস্করণের মোট শব্দসংখ্যা থেকে পূর্বের সংস্করণে থাকা শব্দসংখ্য বিয়োগ করে প্রকৃত যোগকৃত শব্দসংখ্যা ১৭১২ এসেছে। -- ≈ MS Sakib  «আলাপ» ২০:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib:আমার তরঙ্গ দৈর্ঘ্য নিবন্ধটি অনেক আগেই জমা করেছি ৷ তাই সেটা একটু পর্যালোচনা করুন ৷ -- Yuvraj Ghosh Bipro (আলাপ)। ০৬:৫৩, ২৬ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]