আলাপ:ক্যাথলিক মণ্ডলী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নামকরণে গির্জা শব্দটি ব্যবহারে আপত্তি[সম্পাদনা]

বাংলায় গির্জা বলতে একটি উপাসনালয়কে বোঝায়। ক্যাথলিক চার্চ একটি খ্রিস্টীয় সম্প্রদায়। এটির নামকরণ বাংলাতেও ক্যাথলিক চার্চ হওয়াই সঙ্গত। অবশ্য বাংলা বাইবেলে খ্রিস্টান সম্প্রদায়গুলিকে "খ্রিস্টীয় মণ্ডলী" বলে উল্লেখ করা হয়েছে। সেই শব্দটিও নেওয়া যেতে পারে। মতামত আহ্বান করি। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:০৯, ২৬ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমার মতে বাংলা বাইবেলের রীতি অনুসরণ করা উচিত। মেহেদী আবেদীন ১২:৪১, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@RockyMasum ভাই, পাতার ইতিহাসে দেখলাম এবছরের ২০ জানুয়ারির ১৮:১৭ তে আলাপ পাতার প্রস্তাবনা অনুযায়ী ক্যাথলিক মণ্ডলী কে ক্যাথলিক চার্চ শিরোনামে স্থানান্তর করেছেন! কিন্তু লক্ষ্য করে দেখুন, আলাপ পাতায় ২০২০ সালের জুনে সেসময়ে থাকা ক্যাথলিক গির্জা শিরোনামটিকে পরিবর্তন করে ক্যাথলিক চার্চ অথবা ক্যাথলিক মণ্ডলী করার প্রস্তাব দেওয়ার পর আলোচনায় কোনো মন্তব্য না এলেও কিছুদিন পরেই একজন এই আলাপের দুটি প্রস্তাবের মধ্যে একটিতে তথা ক্যাথলিক মণ্ডলী শিরোনামে নিবন্ধটি স্থানান্তর করেছে। অর্থাৎ, আপাতদৃষ্টিতে প্রস্তাব বাস্তবায়িত হয়। কিন্তু আর কোনো আলোচনা ব্যতীত ক্যাথলিক মণ্ডলীকে সরাসরি "ক্যাথলিক চার্চ" শিরোনামে স্থানান্তরের কারণ বুঝতে পারছি না।
দ্বিতীয়ত, আপনি স্থানান্তরের কয়েক ঘণ্টা আগে ব্যবহারকারী:Mehediabedin বাংলা বাইবেলের রীতি অনুসরণ করার পক্ষে মত দেন। অর্ণব দত্ত এই প্রস্তাবনায় বাংলা বাইবেলের রীতি বলতে "ক্যাথলিক মণ্ডলী" বুঝিয়েছেন। অর্থাৎ, মণ্ডলীর পক্ষেই অধিক মত এসেছে। ফলে মণ্ডলীকে চার্চ করা কতটুকু যৌক্তিক, তা বুঝতে পারছি না।
আমার প্রস্তাব হচ্ছে, নিবন্ধটিকে পুনরায় "ক্যাথলিক মণ্ডলী" শিরোনামে স্থানান্তর করা কিংবা অধিকতর আলোচনা করা। ≈ MS Sakib  «আলাপ» ১৮:০৯, ৩০ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমি আপাতত পূর্বের ক্যাথলিক মণ্ডলী নামে নিয়েছি। ক্যাথলিক মণ্ডলী সঠিক পরিভাষা না হলে বাংলায় এই সম্পর্কিত পরিভাষা পাওয়া যাওয়ার কথা। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৩, ৩০ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ভাই, ধন্যবাদ। মূল নিবন্ধে চার্চ থাকায় বিষয়শ্রেণির নিবন্ধগুলোকেও সেই অনুযায়ী স্থানান্তর করেছিলাম। এখন যেহেতু মণ্ডলী করা হয়েছে, তাই বিষয়শ্রেণিটিকেও মণ্ডলী নামে স্থানান্তর করলাম। ≈ MS Sakib  «আলাপ» ১০:৪১, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]