আলাপ:আমেরিসিয়াম
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Salil Kumar Mukherjee কর্তৃক ১ বছর পূর্বে "অ্যামারিসিয়াম নাকি আমেরিসিয়াম?" অনুচ্ছেদে
এই পাতাটি আমেরিসিয়াম নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
আমেরিকিয়াম?
[সম্পাদনা]If it is named after America wouldn't we call it আমেরিকিয়াম?--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:০৬, ১৬ আগস্ট ২০০৬ (ইউটিসি)
- No, it is correctly called আমেরিসিয়াম (at least, that's the bn spelling I've read so far). --রাগিব (আলাপ | অবদান) ০৩:০৮, ১৬ আগস্ট ২০০৬ (ইউটিসি)
একত্রীকরন
[সম্পাদনা]অ্যামেরিসিয়াম নিবন্ধ এর সহিত একত্রীকরন করা হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:০০, ২৬ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
অ্যামারিসিয়াম নাকি আমেরিসিয়াম?
[সম্পাদনা]নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
যেহেতু ইংরেজিতে w:Americium রয়েছে এর উচ্চারণ মনে হয় অ্যামেরিসিয়াম হওয়া উচিৎ। তাই এটিকে পুনর্নির্দেশ রাখা পূর্বক "আমেরিসিয়াম" নামে স্থানন্তরের প্রস্তাব দিচ্ছি। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:০৩, ১২ মে ২০২৩ (ইউটিসি)
- পুনশ্চ আপাতত @Salil Kumar Mukherjee দাদা, @MS Sakib ভাই ও @Ferdous ভাইকে উল্লেখ করলাম। তব্য সবার জন্যই আলোচনা উন্মুক্ত। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:০৭, ১২ মে ২০২৩ (ইউটিসি)
- মৌলের নামটি আমেরিসিয়াম হবে। আমেরিকার নাম অনুসারে এই মৌলের নামটি রাখা হয়। অবশ্য অনেকে আমেরিকিয়ামও বলেন। তবে নামটি অ্যামারিসিয়াম বা অ্যামেরিসিয়াম কোনোটাই নয়। Salil Kumar Mukherjee (আলাপ) ১৪:২০, ১২ মে ২০২৩ (ইউটিসি)
- আমেরিসিয়ামই প্রচলিত ও সঠিক বানান। বিজ্ঞানচিন্তায় দেখুন। এছাড়া ভারত-ভিত্তিক একটি অনলাইন অভিধান অভিধান.ভারত-এ দেখুন। কয়েকটা বাংলাদেশি সংবাদপত্রেও এই বানান দেখলাম। ≈ MS Sakib «আলাপ» ১৬:২৯, ১২ মে ২০২৩ (ইউটিসি)
- লাতিন উচ্চারণ অনুযায়ী এটা সম্ভবত অ্যামেরিসসিয়্যাম হওয়ার কথা। আমি অ্যামেরিসিয়্যাম লেখার পক্ষে। তবে ব্যক্তিগতভাবে আমি একে অ্যামেরিকিয়্যাম উচ্চারণ করতে পছন্দ করি। ধন্যবাদ। — ফেরদৌস • ১১:৫২, ১৩ মে ২০২৩ (ইউটিসি)
- অ্যামেরিসসিয়্যাম ইংরেজি উচ্চারণ। লাতিন উচ্চারণ হবে আমেরিসিউম। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৪, ১৩ মে ২০২৩ (ইউটিসি)
- আমেরিকার নামটি যখন অ্যামেরিকা লিখি না তখন ্য (যফলা) আসবে কোন যুক্তিতে? Salil Kumar Mukherjee (আলাপ) ০৭:২৭, ১৪ মে ২০২৩ (ইউটিসি)
- আমেরিসিয়ামে "সিয়াম" অংশে ্য আসবে কেনো? আমার মনে হয় আমেরিসিয়াম নামটি অধিক উপযোগী। MS Sakib ভাইয়ের মন্তব্য অনুসারে এই বানানটি বেশ কয়েকটি পত্র পত্রিকা ও ম্যগাজিনেও ব্যবহৃতও হয়েছে। তাই মনে হয় আমেরিসিয়াম নামেই স্থানন্তর করা উচিৎ হবে। মোঃ মারুফ হাসান (আলাপ) ০০:০৯, ১৫ মে ২০২৩ (ইউটিসি)
- ঠিক কথা। প্রচলিত বানানই লেখা উচিত। Salil Kumar Mukherjee (আলাপ) ০৩:৩৯, ১৫ মে ২০২৩ (ইউটিসি)
- আমেরিসিয়ামে "সিয়াম" অংশে ্য আসবে কেনো? আমার মনে হয় আমেরিসিয়াম নামটি অধিক উপযোগী। MS Sakib ভাইয়ের মন্তব্য অনুসারে এই বানানটি বেশ কয়েকটি পত্র পত্রিকা ও ম্যগাজিনেও ব্যবহৃতও হয়েছে। তাই মনে হয় আমেরিসিয়াম নামেই স্থানন্তর করা উচিৎ হবে। মোঃ মারুফ হাসান (আলাপ) ০০:০৯, ১৫ মে ২০২৩ (ইউটিসি)
- মৌলের নামটি আমেরিসিয়াম হবে। আমেরিকার নাম অনুসারে এই মৌলের নামটি রাখা হয়। অবশ্য অনেকে আমেরিকিয়ামও বলেন। তবে নামটি অ্যামারিসিয়াম বা অ্যামেরিসিয়াম কোনোটাই নয়। Salil Kumar Mukherjee (আলাপ) ১৪:২০, ১২ মে ২০২৩ (ইউটিসি)
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।