আলাপ:আদম তমিজী হক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আলাপ:আদম তামিজী হক থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: আমির মোহাম্মদ জাহান কর্তৃক ৭ মাস আগে "আওয়ামী লীগ থেকে বহিষ্কার" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

আপনি নিশ্চয়ই আলোচনা করতে সমর্থ[সম্পাদনা]

ব্যবহারকারী:Moheen কিংবা অপর কেউ যদি এই নিবন্ধটি অপসারণ করতে চান, তবে দয়া করে আলোচনার মাধ্যমে করুন। যদিও আমি পূর্ব অভিজ্ঞতা থেকে জানি মহিন আলোচনা বদলে বলপ্রয়োগ পছন্দ করেন (দেখুন এবং দেখুন)। তবুও যেহেতু তিনি একজন প্রশাসক তাই এইটুকু শিষ্টাচার তার কাছ থেকে আশা করছি। আরো আশা করছি বাংলা উইকিপেডিয়া ক্ষমতার অপব্যবহারকারি প্রশাসকদের অভয়ারণ্যে পরিণত হয়নি। Aditya Kabir (আলাপ) ০২:৫৮, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কিছু বিষয়[সম্পাদনা]

@Aditya Kabir: বাংলা উইকিতে অবদান রাখা শুরু করেছেন দেখে ভাল লাগছে। আপনি ইংরেজি উইকিতে 'সয়ংক্রিয় পরীক্ষক'। তাই আপনাকে নতুন করে বেশী কিছু বলার নেই। কিন্তু কিছু ব্যাপার না উল্লেখ না করলেই না, -

  1. পুরো নিবন্ধ আপনি একটি তথ্যসূত্রের উদ্ধৃতি দিয়েছেন, বহির্সংযোগে ডেইলি স্টার, ইত্তেফাক, বিডিনিউজ২৪-এর লিঙ্ক গুলিকে তথ্যসূত্র হিসেবে উল্লেখের উপযোগি মনে করি। এই লিঙ্কগুলি মূল তথ্যসূত্র হিসেবে ব্যবহার করতে পারেন। এতে অন্তত এই নিবন্ধে 'একটি মাত্র তথ্যসূত্রের উপর নির্ভরশীল' ট্যাগটা তাহলে আর লাগাতে হবে না।
  2. নিবন্ধে আদম তামিজি'র চেয়ে হক গ্রুপ বেশী আর মানবিক ঢাকাকে বেশী প্রাধান্য দেয়া হয়েছে। আমার মতে এতে উইকিপিডিয়া:জীবিত ব্যক্তির জীবনীর অনেক বিষয়গুলি প্রাধান্য পায়নি। হক গ্রুপের বিবরণ ও মানবিক ঢাকার কাজ বাদ দিতে পারেন।
  3. হক গ্রুপ নিয়ে আলাদা নিবন্ধ হতে পারে,(মানবিক ঢাকা সোসাইটি এখনো উল্লেখযোগ্যতার মানদন্ডে উত্তীর্ণ হয়নি, মনে করি। )
  4. নমুনা হিসেবে সালমান এফ রহমান দেখতে পারেন, এটা দিলাম, কারণ তিনিও ব্যবসায়ী অতপর রাজনীতিবিদ, আদম সাহেবের সাথে রাজনীতি বাদে মিলে যায়।

অবশেষে শুভকামনা। বাংলা উইকিতে আপনার পদচারণা আনন্দময় হোক। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ০৩:২১, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার সঙ্গে আমি পরিপূর্ণভাবে একমত। যদিও নিবন্ধটি অপসারণ করলে এই উন্নয়নগুলো করা সম্ভব হবে বলে মনে হয় না। আশা করি এক-দু’সপ্তাহে নিবন্ধটির উন্নয়ন সম্পন্ন করা যাবে। এই গোলমাল শেষ হলে আশা করছি আরো সিআইপিদের জীবনী নিবন্ধও তৈরি করতে পারবো। Aditya Kabir (আলাপ) ০৮:২০, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL: আরেকটি কথা ইংরেজি ইউকিপিডিয়ার এলন মাস্ক এবং জেফ বেজস বিষয়ক নিবন্ধ দু’টিতে দেখবেন তাদের প্রতিষ্ঠান বিষয়ে ব্যপক তথ্য রয়েছে। Aditya Kabir (আলাপ) ০১:০২, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Aditya Kabir: একমত নই। এলন মাস্ক বা জেফ-এর নিবন্ধে প্রতিষ্ঠানের সাথে তাদের কাজের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। প্রতিষ্ঠান সম্পর্কে ঢালাও বর্ণনা নেই, বরং তাদের কোম্পানির নামে আলাদা নিবন্ধ করা হয়েছে। আপনিও এক্ষেত্রে তাই করতে পারেন। বাংলাদেশের কোম্পানী গুলি সম্পর্কে নিবন্ধ সম্পর্কে ধারণার জন্য বিষয়শ্রেণী:বাংলাদেশের কোম্পানি দেখতে পারেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ০৫:২২, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
সেজন্যে আরেকটু গবেষণা প্রয়োজন। উৎস পাওয়া সহজ, কিন্তু বিশ্বস্ত উৎস বেছে বার করা ততটা সহজ নয়। আরেকটি কথা, আপনি কি নিবন্ধটির বর্তমান রূপ দেখেছেন? এটিও কি “ঢালাও বর্ণনা”? এ বিষয়ে আমার কোন নীতিমালা পড়া উচিৎ?
নামের বানান নিয়ে একটু সংশয়ে আছি। ব্যাপারটা একটু দেখবেন কি? এই থ্রেডের নিচেই পোস্ট করেছি সংশয়টি। Aditya Kabir (আলাপ) ০৫:৫৬, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Aditya Kabir: নিবন্ধটা টিকে গেলে আমি এটাতে বিশদ সম্পাদনা করবো। এখন সময় পাচ্ছি না, তাই অপসারণ বিতর্কেও মন্তব্য করছিনা। দ্বিতীয়ত, আপনি সি আই পি দের নিয়ে নিবন্ধ তৈরী করতে চাচ্ছেন, তার আগে বাংলা উইকিতে সি আই পি সংক্রান্ত নিবন্ধ থাকা অবশ্যক মনে করছি। en:Commercially Important Person-এটা অনুবাদ করতে পারেন। তবে একটা ব্যাপার আমার জানা নেই, সেটা হলো, সি আই পি রা জীবিত ব্যক্তি নিয়ে নিবন্ধের উল্লেখযোগ্যতায় পড়েন কিনা। আমি নিশ্চিত নই। জানা থাকলে জানাবেন। শুভকামনা। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ০৬:১০, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
সম্পূর্ণ একমত। আমিও একটু অবাক হয়েছি যে আমাদের সিআইপি নিয়ে ইংরেজিতে নিবন্ধ রয়েছে কিন্তু বাংলায় নেই দেখে। Aditya Kabir (আলাপ) ০৮:১৪, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি তৈরি করা হয়েছে। Aditya Kabir (আলাপ) ০৮:৫৬, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তৈরি করা হয়েছে। Aditya Kabir (আলাপ) ১১:০০, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নামের বানান[সম্পাদনা]

যে মানুষটির ওপর এই নিবন্ধটি, তার নামের বানান কিভাবে লেখা সঠিক? তিনটি সম্ভাবনা দেখতে পাচ্ছি:

  • আদম তামিজী হক
  • আদম তমিজী হক
  • আদম তমিজি হক

পত্রপত্রিকায় দেখছি শেষের বানানটিই বেশি ব্যবহৃত হচ্ছে। একবার পাতা স্থানান্তর করেছি। আরেকবার করতে হবে কি? Aditya Kabir (আলাপ) ০৫:০৫, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Aditya Kabir: তার নিজস্ব ইউটিউব চ্যানেলে দ্বিতীয় বানান ব্যবহার করতে দেখেছি। এখানে দেখতে পারেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ০৬:০১, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
তাই তো দেখছি। এবার একটা বিপাকে পড়লাম। যাহ। Aditya Kabir (আলাপ) ১১:০১, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Aditya Kabir::এটা পরে ঠিক করা যাবে। শংকিত হয়ার কিছু নাই। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ২৩:১৯, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
নাগো ভাই। সংশয় আর শংকা এক জিনিস নয়। সংশয়ে পড়া মানুষ শংকিত নয়। নিবন্ধের মান রক্ষায় টাইটেলটি গুরুত্বপূর্ণ। ডিলিট-ডিলিট খেলা গুরুত্বপূর্ণ নয়। Aditya Kabir (আলাপ) ১৩:১২, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: সুধী, নিবন্ধটাকে 'আদম তমিজী হক' শিরোনামে স্থানান্তরের জন্য অনুরোধ করছি। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ০৯:৫৭, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০০, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র টেমপ্লেট ব্যবহার প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, @Aditya Kabir:, মনে হচ্ছে আপনি কষ্ট করে হাতে লিখে তথ্যসূত্র বসাচ্ছেন। তারচেয়ে সয়ংক্রিয়ভাবে উদ্ধৃত করলে আপনার কাজের ধকল কিছুটা কমতো। আমি কিছু তথ্যসূত্র সয়ংক্রিয়ভাবে উদ্ধৃত করে গুছিয়ে দিয়েছি। আপনিও করে দেখতে পারেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৮:৫৭, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আওয়ামী লীগ থেকে বহিষ্কার[সম্পাদনা]

সরকার বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগ এনে আদম তমিজী হক কে দল থেকে বহিস্কার করা হয়।

তিনি আওয়ামি লীগের অঙ্গ সংগঠন তাঁতী লীগের ঢাকা মহানগর উত্তরের প্রধান উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। তিনি অভিযোগ করেন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কারখানা দখল সহ একহাজার কোটি টাকা দখলে নেন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করেন। আমির মোহাম্মদ জাহান (আলাপ) ০৮:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন