আকতার মিয়া
আকতার মিয়া | |
---|---|
![]() | |
ফরিদপুর-৮ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ – ১২ ফেব্রুয়ারি ১৯৮২ | |
পূর্বসূরী | শামসুদ্দীন মোল্লা |
উত্তরসূরী | আসন বিলুপ্ত |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আকতার উদ্দিন মিয়া ১০ সেপ্টেম্বর ১৯২০ ঘোনাপাড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ |
মৃত্যু | ২৮ সেপ্টেম্বর ১৯৮৪ কাশিয়ানী হাসপাতাল, গোপালগঞ্জ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পুরস্কার | একুশে পদক (২০২৩) |
আকতার উদ্দিন মিয়া যিনি আকতার মিয়া নামে পরিচিত ছিলেন। (১০ সেপ্টেম্বর ১৯২০-২৮ সেপ্টেম্বর ১৯৮৪) বাংলাদেশী রাজনীতিবিদ যিনি তৎকালীন ফরিদপুর-৮ আসনের সংসদ সদস্য ছিলেন।[১] ২০২৩ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর একুশে পদকের জন্য মনোনীত করেন।[২]
জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]
আকতার উদ্দিন মিয়া ১০ সেপ্টেম্বর ১৯২০ সালে গোপালগঞ্জের কাশিয়ানীর রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৮ সালে এন্ট্রাস পরীক্ষায় পাস করেন। তিনি ব্রিটিশ আর্মিতে যোগ দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৪৭ সালে মোক্তারি পাস করে গোপালগঞ্জ কোর্টে আইন ব্যবসা শুরু করেন।[৩]
রাজনৈতিক জীবন[সম্পাদনা]
আকতার মিয়া গোপালগঞ্জ মহাকুমা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ১৯৭০ সালের নির্বাচনে কাশিয়ানী আসন থেকে আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি ৬ দফা ও ১১ দফা আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের সময় ভারত যেয়ে কাদিহাটি ইউথ রিসিপশন ক্যাম্প পরিচালনার দায়িত্বগ্রহণ করেন।
১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ফরিদপুর-৮ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][৪]
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
- একুশে পদক (২০২৩)
মৃত্যু[সম্পাদনা]
আকতার উদ্দিন মিয়া ২৮ সেপ্টেম্বর ১৯৮৪ সালে গোপালগঞ্জের কাশিয়ানী হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "রাজনীতিতে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন আকতার উদ্দিন মিয়া"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৬।
- ↑ "একুশে পদক পাচ্ছেন গোপালগঞ্জের আকতার উদ্দিন মিয়া"। www.swadeshpratidin.com। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৬।
- ↑ The Election Archives (ইংরেজি ভাষায়)। Shiv Lal। ১৯৮১।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |