বিষয়বস্তুতে চলুন

আইন বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়

স্থানাঙ্ক: ২২°৩১′৩৩″ উত্তর ৮৮°২১′৪৭″ পূর্ব / ২২.৫২৫৮৩° উত্তর ৮৮.৩৬৩০৬° পূর্ব / 22.52583; 88.36306
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইন বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যশিক্ষার অগ্রগতি
ধরনসরকারি
স্থাপিতজানুয়ারি ১৯০৯; ১১৫ বছর আগে (January 1909)
মূল প্রতিষ্ঠান
কলকাতা বিশ্ববিদ্যালয়
অধিভুক্তিইউজিসি, বিসিআই
উপাচার্যসোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়[১]
ডিনমণিরানী দাশগুপ্ত
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৪০
শিক্ষার্থী৬০০ (স্নাতক)
৮৪ (স্নাতকোত্তর)
অবস্থান, ,
২২°৩১′৩৩″ উত্তর ৮৮°২১′৪৭″ পূর্ব / ২২.৫২৫৮৩° উত্তর ৮৮.৩৬৩০৬° পূর্ব / 22.52583; 88.36306
পোশাকের রঙ     সাদা
     আকাশী নীল
ওয়েবসাইটcaluniv.ac.in/academic/law
মানচিত্র

আইন বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা, পশ্চিমবঙ্গ পূর্বে ইউনিভার্সিটি কলেজ অব ল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ। ১৯০৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল,[২] সাধারণত হাজরা ল কলেজ নামেও পরিচিত। যা স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট এবং পোস্ট ডক্টরেট কোর্স প্রদান করে। অনুষদ বিশ্ববিদ্যালয়ের পনেরটি অনুমোদিত আইন স্কুলের তত্ত্বাবধান করে।[৩]

ইতিহাস[সম্পাদনা]

কলেজটি ১৯০৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালের আগে, আইন বিভাগটি আইন বিশ্ববিদ্যালয় কলেজ হিসাবে পরিচিত ছিল। স্যার আসুতোষ চেয়েছিলেন এটি আইনী শিক্ষার একটি মডেল কেন্দ্র হবে। ১৯০৮ সালের ৪ জুলাই অনুষ্ঠিত এক সভায় সিনেট কলকাতায় বিশ্ববিদ্যালয় আইন কলেজ প্রতিষ্ঠার প্রস্তাবের সুপারিশ করে। বিশ্ববিদ্যালয়ের রেক্টর অ্যান্ড্রু হেন্ডারসন লেইথ ফ্রেজারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। রেজুলেশন গৃহীত হয় যে, বাংলার ছাত্রদের আইন বিষয়ে ডিগ্রির জন্য আইনী শিক্ষার প্রসারের জন্য একটি কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং একটি মডেল কলেজ হিসাবে পরিবেশন করা হবে। অবশেষে বিশ্ববিদ্যালয় আইন কলেজ, ১৯০৯ সালের জুলাই থেকে রাষ্ট্রপতি হিসাবে ভাইস-চ্যান্সেলর সহ ১৬ সদস্য বিশিষ্ট একটি সরকারি সংস্থার পরিচালনায় কাজ শুরু করে। বিশিষ্ট পণ্ডিত ও আইনজ্ঞ ড. এসসি বাগচী, এলএল.ডি প্রথম অধ্যক্ষ হন এবং বিরাজমোহন মজুমদার এই কলেজের প্রথম উপাধ্যক্ষ নিযুক্ত হন। অনুষদটি ১৯৮৩ সাল থেকে তার বর্তমান অবস্থায় রয়েছে।[৩]

পাঠ্যধারাগুলি[সম্পাদনা]

বিভাগটি পাঁচ বছরের সমন্বিত বিএ এলএল প্রদান করে।বি.(অনার্স) প্রোগ্রাম। বিভাগের স্নাতক প্রোগ্রামের পাশাপাশি এর অধিভুক্ত কলেজগুলিতে ভর্তি একটি সাধারণ ভর্তি পরীক্ষার ভিত্তিতে করা হয় যা প্রতি বছর ৫,০০০ জনের বেশি শিক্ষার্থী দ্বারা নেওয়া হয়। বিভাগটি আইনের দুই বছরের মাস্টার্স ( এলএল.এম ), একটি পিএইচডি প্রোগ্রাম এবং পোস্ট-ডক্টরাল গবেষণা ( এলএল.ডি ) প্রদান করে।[৪] [৫]

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় ও দেশের প্রতি বিভাগের সেবা সবসময় উপলব্ধি করা যায় না। আইন বিভাগটির অস্তিত্বের যাত্রাপথে এক শতাব্দীর বেশি ধরে, রাজ্য, বার এবং বিচারপতি সম্প্রদায়ের নেতা প্রতিষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতি[সম্পাদনা]

প্রধানমন্ত্রী[সম্পাদনা]

প্রধান বিচারপতিগণ[সম্পাদনা]

সুপ্রীম কোর্টের বিচারপতি এবং অন্যান্য আলোচিত ব্যক্তিবর্গ[সম্পাদনা]

  • পিনাকী চন্দ্র ঘোষ - ভারতের সুপ্রিম কোর্টের প্রথম লোকপাল ও বিচারক।
  • ইন্দিরা বন্দ্যোপাধ্যায় - ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান বিচারক
  • রাধাবিনোদ পাল - আন্তর্জাতিক আইনবিদ
  • অশোক কুমার গাঙ্গুলি - ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
  • জিএন রায় - ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
  • বঙ্কিম চন্দ্র রায় - ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
  • গণেন্দ্র নারায়ণ রায় - ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক এবং গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি
  • অলক চন্দ্র গুপ্ত - ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
  • এম কে মুখার্জি - ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
  • এসসি সেন - ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
  • তরুণ চ্যাটার্জি - ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
  • এন এল উনওয়ালিয়া - ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
  • অমরেন্দ্র নাথ সেন - ভারতের সুপ্রিম কোর্টের বিচারক এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
  • গণেন্দ্র নারায়ণ রায় - ভারতের সুপ্রিম কোর্টের বিচারক এবং গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি

হাইকোর্টের প্রধান বিচারপতিরা[সম্পাদনা]

  • শ্যামল কুমার সেন - এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল
  • আনন্দময় ভট্টাচার্য - কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, (ভারপ্রাপ্ত) সিকিম হাইকোর্ট এবং বোম্বে হাইকোর্ট
  • অনিল কুমার সেন - কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
  • সম্ভুনাথ ব্যানার্জি - কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
  • দীপঙ্কর দত্ত - বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি
  • সঞ্জীব ব্যানার্জি - মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি
  • বিশ্বনাথ সোমাদ্দার - সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি
  • মুকুল গোপাল মুখার্জি - রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি।
  • সমরেন্দ্র চন্দ্র দেব - কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
  • শুভাশিস তালাপাত্র - ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
  • দেবাশীষ কর গুপ্ত - কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

অ্যাটর্নি জেনারেল[সম্পাদনা]

রাজনীতিবিদ[সম্পাদনা]

অন্যান্য[সম্পাদনা]

  • প্রতিক প্রকাশ ব্যানার্জী - কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি
  • হরিদাস ভট্টাচার্য - বাঙালি ভারতীয় দার্শনিক, লেখক এবং শিক্ষাবিদ
  • সৌমিত্র সেন - কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।
  • বিরিঞ্চি কুমার বড়ুয়া - লোকসাহিত্যিক, পণ্ডিত, ঔপন্যাসিক, নাট্যকার, ইতিহাসবিদ, ভাষাবিদ, শিক্ষাবিদ, প্রশাসক
  • নরেশ চন্দ্র সেন-গুপ্ত - আইনজ্ঞ এবং বাঙালি ঔপন্যাসিক

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Vice-Chancellors"www.caluniv.ac.in। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৭ 
  2. "Hazra Law College, Kolkata"telegraphindia.com। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৪ 
  3. "Department of Law"caluniv.ac.in। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭ 
  4. "Department of Law, University of Calcutta"univariety.com। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮ 
  5. "University of Calcutta admissions 2016"। ৩১ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭