দুর্গাচরণ ব্যানার্জী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দুর্গাচরণ ব্যানার্জী (১৮৯৮-১৯৫২) ছিলেন একজন বাংলাভাষী ভারতীয় আইনজ্ঞ এবং প্রথম লোকসভার সংসদ সদস্য।[১]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

তিনি ১৮৯৮ সালের জানুয়ারি মাসে মেদিনীপুরে অনুকূল চরণ ব্যানার্জির কাছে জন্মগ্রহণ করেন। তিনি মেদিনীপুর কলেজ এবং স্কটিশ চার্চ কলেজে শিক্ষা লাভ করেন।[২] পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি আইন নিয়ে পড়াশোনা করেন। তিনি ত্রিগুণা দেবীকে ১৯১৩ সালের এপ্রিল মাসে বিয়ে করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি একজন ফৌজদারি আইনজীবী হিসাবে শুরু করেছিলেন। পরে তিনি পাবলিক প্রসিকিউটরদের প্যানেলে দায়িত্ব পালন করেন। তিনি ১৯২১ সালে মেদিনীপুর পৌরসভার মিউনিসিপ্যাল কমিশনার হিসেবেও কাজ করেছিলেন। পরে তিনি মেদিনীপুরের ডায়মন্ড অ্যামেচার থিয়েটারের ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন, সেবাশ্রম এবং হাসপাতালের কার্যকলাপের সাথে জড়িত ছিলেন।[১]

তিনি ভারতীয় জনসংঘের প্রার্থী হিসাবে ১৯৫২ সালে প্রথম লোকসভা নির্বাচনে মেদিনীপুর-ঝাড়গ্রামের পূর্বের লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Members Bioprofile
  2. Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume. Scottish Church College, April 2008. page 592.