বিষয়বস্তুতে চলুন

আঁতোনিউ কস্তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তোনিও কোস্তা
সরকারিভাবে তোলা প্রতিকৃতি, ২০২৪
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ ডিসেম্বর ২০২৪
পূর্বসূরীশার্ল মিশেল
১১৮তম পর্তুগালের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
২৬ নভেম্বর ২০১৫ – ২ এপ্রিল ২০২৪
রাষ্ট্রপতিআনিবাল কাভাকো সিলভা
মার্সেলো রেবেলো দে সুজা
পূর্বসূরীপেদ্রো পাসোস কোয়েলহো
উত্তরসূরীলুইস মন্টেনেগ্রো
সোশ্যালিস্ট পার্টির মহাসচিব
কাজের মেয়াদ
২২ নভেম্বর ২০১৪ – ৭ জানুয়ারি ২০২৪
রাষ্ট্রপতিকার্লোস সেজার
ডেপুটিআনা কাতারিনা মেন্দেস
জোসে লুইস কারনেইরো
জোয়াও টোরেস
পূর্বসূরীআন্তোনিও জোসে সেগুরো
উত্তরসূরীপেদ্রো নুনো সান্তোস
পর্তুগালের বিরোধীদলীয় নেতা
কাজের মেয়াদ
২২ নভেম্বর ২০১৪ – ২৬ নভেম্বর ২০১৫
প্রধানমন্ত্রীপেদ্রো পাসোস কোয়েলহো
পূর্বসূরীআন্তোনিও জোসে সেগুরো
উত্তরসূরীপেদ্রো পাসোস কোয়েলহো
লিসবনের মেয়র
কাজের মেয়াদ
১ আগস্ট ২০০৭ – ৬ এপ্রিল ২০১৫
পূর্বসূরীকারমোনা রডরিগেস
উত্তরসূরীফার্নান্দো মেদিনা
আভ্যন্তরীণ প্রশাসন মন্ত্রী
কাজের মেয়াদ
১২ মার্চ ২০০৫ – ১৭ মে ২০০৭
প্রধানমন্ত্রীজোসে সোক্রাতেস
পূর্বসূরীড্যানিয়েল সানচেজ
উত্তরসূরীরুই পেরেইরা
বিচার মন্ত্রী
কাজের মেয়াদ
২৫ অক্টোবর ১৯৯৯ – ৬ এপ্রিল ২০০২
প্রধানমন্ত্রীআন্তোনিও গুতেরেস
পূর্বসূরীজোসে ভেরা জারডিম
উত্তরসূরীসেলেস্টে কারডোনা
সংসদীয় বিষয়াবলীর মন্ত্রী
কাজের মেয়াদ
২৭ নভেম্বর ১৯৯৭ – ২৫ অক্টোবর ১৯৯৯
প্রধানমন্ত্রীআন্তোনিও গুতেরেস
পূর্বসূরীআন্তোনিও কাউতো দোস সান্তোস
উত্তরসূরীলুইস মার্কেস মেন্দেস
পর্তুগালের সংসদ সদস্য[][]
কাজের মেয়াদ
২৩ অক্টোবর ২০১৫ – ২৬ মার্চ ২০২৪
নির্বাচনী এলাকালিসবন
কাজের মেয়াদ
৫ এপ্রিল ২০০২ – ৯ মার্চ ২০০৫
নির্বাচনী এলাকালেইরিয়া
কাজের মেয়াদ
৪ নভেম্বর ১৯৯১ – ২৬ অক্টোবর ১৯৯৫
নির্বাচনী এলাকালিসবন
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য
কাজের মেয়াদ
২০ জুলাই ২০০৪ – ১১ মার্চ ২০০৫
নির্বাচনী এলাকাপর্তুগাল
ব্যক্তিগত বিবরণ
জন্মআন্তোনিও লুইস সান্তোস দা কোস্তা
(1961-07-17) ১৭ জুলাই ১৯৬১ (বয়স ৬৩)
লিসবন, পর্তুগাল
রাজনৈতিক দলসোশ্যালিস্ট (১৯৭৫ থেকে)
উচ্চতা১.৭০ মি (৫ ফু ৭ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীফার্নান্দা তাদেউ (বি. ১৯৮৭)
সন্তান
মাতামারিয়া আন্তোনিয়া পালা
পিতাঅরল্যান্ডো দা কোস্তা
প্রাক্তন শিক্ষার্থীলিসবন বিশ্ববিদ্যালয়
স্বাক্ষর
ওয়েবসাইটportugal.gov.pt/pm
সামরিক পরিষেবা
আনুগত্য পর্তুগাল
শাখাপর্তুগিজ সেনাবাহিনী

আঁতোনিউ লুইস সান্তুশ দা কস্তা[]GCIH (পর্তুগিজ: António Luís Santos da Costa, পর্তুগিজ উচ্চারণ: [ɐ̃ˈtɔnju ˈkɔʃtɐ]; জন্ম: ১৭ জুলাই ১৯৬১) একজন পর্তুগিজ আইনজীবী, যিনি ২০২৪ সাল থেকে ইউরোপীয় পরিষদের সভাপ্রধানের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত পর্তুগালের ১১৮তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত পর্তুগালের সমাজতান্ত্রিক দলের মহাসচিব ছিলেন।


  1. এই পর্তুগিজ ব্যক্তি নামের ক্ষেত্রে উইকিপিডিয়া:বাংলা ভাষায় পর্তুগিজ শব্দের প্রতিবর্ণীকরণ-এর নির্দেশিকা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Biografia"www.parlamento.pt 
  2. "As legislaturas da Assembleia da República"www.parlamento.pt 

বহিঃসংযোগ

[সম্পাদনা]