আলাপ:নটর ডেম কলেজ, ঢাকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Featured article নটর ডেম কলেজ, ঢাকা একটি নির্বাচিত নিবন্ধ; অর্থাৎ, এটি (অথবা এর প্রাক্তন সংস্করণটি) উইকিপিডিয়ানদের সৃষ্ট অন্যতম শ্রেষ্ঠ একটি নিবন্ধরূপে চিহ্নিত। তারপরও আপনি যদি মনে করেন যে, নিবন্ধটির আরো উন্নতি বা হালনাগাদ করা সম্ভব, অনুগ্রহপূর্বক তা হালনাগাদ করুন
প্রধান পাতা ট্রপি এই নিবন্ধটি নির্বাচিত নিবন্ধ হিসেবে ১০ আগস্ট ২০২০ তারিখ থেকে প্রধান পাতায় প্রদর্শিত হয়ে আসছে।
উইকিপ্রকল্প শিক্ষা (মূল্যায়ন - মান নির্বাচিত, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প শিক্ষার অংশ, যা উইকিপিডিয়ায় শিক্ষা সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 নিনি  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী নির্বাচিত-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 
উইকিপ্রকল্প ঢাকা (মূল্যায়ন - মান নির্বাচিত, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ঢাকার অংশ, যা উইকিপিডিয়ায় ঢাকা সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 নিনি  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী নির্বাচিত-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

স্বার্থের সংঘাত[সম্পাদনা]

নটর ডেম কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাই 'নটর ডেম কলেজ' নিবন্ধটিতে ব্যাপক সম্পাদনা ও অবদান রেখেছে ও রাখছে। আমার কাছে মনে হচ্ছে এখানে স্বার্থের সংঘাত হয়েছে। Qat Sad (আলাপ) ০৯:১৮, ২৬ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Qat Sad, শুভেচ্ছা নেবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি কথা না বললেই নয়, উইকিপিডিয়ায় যাত্রা শুরু করার মাত্র পাঁচ দিনের ব্যবধানে বাংলা উইকিতে ১৫৬ টি এবং বৈশ্বিকভাবে ৩৬৪ টি অবদান রাখা; বিশেষত খুবই অভিজ্ঞ ব্যবহারকারীদের মতো করে পরিণত সম্পাদনা করতে শিখে যাওয়া, স্বার্থের সংঘাত সম্পর্কে ধারণা নেয়া এবং কোথায় তার ব্যবহার জরুরী তা আয়ত্ব করতে পারা চাট্টিখানি কথা নয়। আপনার অস্বাভাবিক দ্রুত শিখন প্রক্রিয়ার প্রশংসা না করলে অন্যায় হবে। তবে নতুন হওয়ায় একটি বিষয় বোধহয় খেয়াল করেননি; শুধু এই নিবন্ধেই নয়, নটর ডেম কলেজ সম্পর্কিত আরো আনুমানিক শতাধিক নিবন্ধ নিয়ে উইকিপ্রকল্প নটর ডেম কলেজ এ এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্য আগ্রহী উইকিপিডিয়ানরা কাজ করছেন। আপনিও আমন্ত্রিত। কাজের কথায় আসি। নির্দেশনানুযায়ী আমি আপনার পরামর্শটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করছি। এখানকার নির্দেশনানুযায়ী নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, কোনো মৌলিক গবেষণা নয় এবং যাচাইযোগ্যতা নিয়ে যদি এই নিবন্ধের কোথাও ত্রুটি থেকে থাকে, তবে তা সুস্পষ্ট ও সূক্মভাবে উল্লেখ করুন, যেন সেটি নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে পারি। যেহেতু এই নিবন্ধের সাথে ঘনিষ্ট সম্পর্কের নির্দেশনার ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে বলে মনে করছেন, নির্দেশনাটি বুঝতে সমস্যা হলেও জানাতে পারেন, আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:০৬, ২৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অনুচ্ছেদ যোগের প্রস্তাবনা[সম্পাদনা]

সুধী, আমার হাতে প্রতিষ্ঠানটির ইতিহাস সম্পর্কিত বেশ কিছু ভালো তথ্যসূত্র এসেছে, পর্যায়ক্রমে সেগুলো থেকে তথ্য যুক্ত করব। থিক এই লাইনের নিচ থেকে যে অনুচ্ছেদটি সংযুক্ত করছি, সেটি মূল নিবন্ধে যুক্ত করার প্রস্তাব দিচ্ছি। এই অনুচ্ছেদে আরো সূত্র যোগসহ পরামিতি বাংলাকরণের মতো বেশ কিছু কাজ এখনো করা বাকি। (নতুন যুক্ত করা অংশগুলো হলুদ কালিতে দেখানো হলো।) প্রস্তাবনায় -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ০৫:২০, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অনুচ্ছেদের স্থায়ী সংযোগ: ওল্ডআইডি ৫২৭৩৭০৭ (সংশোধনটি সর্বশেষ সংশোধন কিনা নিশ্চিত হয়ে নিন)
পুনশ্চঃ লক্ষ্যণীয় যে সম্পূর্ণ অনুচ্ছেদটিই যুক্ত হবে। তাই হলুদ মার্ক মুছে দেওয়া হয়েছে। — Meghmollar2017আলাপ০৭:১১, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ, আদিভাই। আমি আসলে দ্বিধাগ্রস্ত ছিলাম, ঠিক কোন আলাপ পাতাটায় লিখলে সকলের নজরে আনা সম্ভব হবে। আর আমি আমার খেলাঘরে আরেকটি ছোট্ট তথ্য যুক্ত করেছি বোইটি থেকে; দেখে নেবেন। আমাকে সামনে এরকম আরো বেশ কিছু অনুচ্ছেদ যুক্ত করতে হবে যেহেতু আমি ধাপে ধাপে অনেকগুলো বই পাব যা ভালো সূত্র হিসেবে কাজ করতে পারে। তাই আমার মনে হয় আমার নিজের খেলাঘরে না লিখে নিবন্ধের বা উইকিপ্রকল্পের কোনো একটি উপপাতায় কাজগুলো করলে সবথেকে ভালো হবে। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ০৯:২৭, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

হালনাগাদ[সম্পাদনা]

নিবন্ধের "সহশিক্ষা বিষয়ক অর্জন" অনুচ্ছেদে সামান্য কিছু হালনাগাদ করা হয়েছে। আর এখানে দেখানো (হলুদ কালিতে দাগানো) খসড়া অনুযায়ী নতুন তথ্য যুক্ত যুক্ত করার প্রস্তাব দিচ্ছি। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৩:০৯, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় রাফি, আমার কেন জানি মনে হচ্ছে প্রশংসিত হয়েছেন শব্দটির কারণে এটি উল্লেখযোগ্য নয়। বরং আনুষ্ঠানিকভাবে কোনো পদক এক্ষেত্রে উল্লেখযোগ্যতা রাখে। তবুও অভিজ্ঞ কারো মতামত আশা করছি। ধন্যবাদ।নকীব সরকার বলুন... ০৫:৫৭, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয় নকীব সরকার, আপনাকে অনেকদিন পর দেখে সত্যিই খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে, জনাব অমল বণিক স্যার সেই প্রতিনিধিদলের একমাত্র সদস্য ছিলেন, যিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। (এই তথ্যের নির্ভরযোগ্য সূত্র না পাওয়ায় আর যুক্ত করিনি।) এই প্রতিনিধিদলের সদস্য হওয়াটাকে একধরণের সম্মান হিসেবে দেখা যায়। তবে এই পুরো অংশটুকু "পুরস্কার ও সম্মাননা" অনুচ্ছেদে দেয়া উচিত, নাকি অন্য কোনো অনুচ্ছেদে; সেটা নিয়ে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ০৮:১৯, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় রাফি, এক্ষেত্রে বিজ্ঞান মন্ত্রণালয়ের কোনো সূত্র অবশ্যই প্রয়োজন। নতুবা তথ্যটি ঠিক যাচাই করা যাচ্ছে না। নকীব সরকার বলুন... ১০:০৩, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]