বিষয়বস্তুতে চলুন

২০১৯–২০ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৯-২০ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
মৌসুম২০১৯-২০
তারিখ২৮ মার্চ, ২০২০ -
চ্যাম্পিয়নঘোষিত হয়নি, লিগ পরিত্যক্ত
উন্নীতঘোষিত হয়নি, লিগ পরিত্যক্ত
অবনমনঘোষিত হয়নি, লিগ পরিত্যক্ত
সব পরিসংখ্যান ২৬ মে, ২০২০ অনুযায়ী সঠিক।

২০১৯–২০ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় সর্বোচ্চ আসর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ(বিসিএল)-এর অষ্টম মৌসুম। এই মৌসুমে ১৪টি পেশাদার ফুটবল ক্লাব অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)'র অনুমোদন পায়। ক্লাব সংখ্যার হিসেবে অদ্যাবধি বিসিএল-এর সকল মৌসুমের মধ্যে সর্বাধিক। ক্লাবগুলি হচ্ছে - ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, টিঅ্যান্ডটি ক্লাব, ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি ফুটবল ক্লাব, ওয়ারী ক্লাব, নোফেল স্পোর্টিং ক্লাব, টিম বিজেএমসি, কাওরান বাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ, ফর্টিস স্পোর্টস একাডেমি লিমিটেড ও উত্তরা ফুটবল ক্লাব।[] বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ২৮ মার্চ, ২০২০ হতে লিগ শুরু[][] ও মৌসুমের সকল খেলা ঢাকার কমলাপুরে অবস্থিত বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করেছিল।[] করোনা ভাইরাস প্রাদুর্ভাব হতে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাংলাদেশ সরকার ১৬ মার্চ, ২০২০ হতে সকল প্রকার প্রতিযোগিতামূলক খেলাধুলা স্থগিত রাখার ঘোষণা দিলে লিগটি শুরু করা যায়নি।[] ১৭ মে, ২০২০-এ করোনা ভাইরাস মাহামারী'র পরিস্থিতি ভাল না হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মৌসুম সহ ২০১৯-২০২০ ফুটবল মৌসুম পরিত্যক্ত ঘোষণা করে।[][]

প্রাক-মৌসুম দলবদল ও নিয়ম

[সম্পাদনা]

বাফুফে ১০ ফেব্রুয়ারি হতে ২০ মার্চ, ২০২০ পর্যন্ত খেলোয়াড় নিবন্ধন ও দলবদলের সময় নির্ধারণ করেছিল।[] এই মৌসুমের শিরোপা জয়ী দলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে উত্তরণ ও পয়েন্ট তালিকার সর্বনিম্ন দুই দলকে ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে অবনমনের নিয়ম করা হয়েছিল।[][][][]

দল ও ভেন্যু

[সম্পাদনা]

দল সমূহ

[সম্পাদনা]

২০১৮-১৯ মৌসুমে ১১টি দল অংশগ্রহণ করেছিল।[১০] পূর্ব মৌসুমের টিকে থাকা ৮টি দলের সাথে ২০১৮-১৯ প্রিমিয়ার লিগের অবনমিত দল নোফেল স্পোর্টিং ক্লাব ও টিম বিজেএমসি এবং ঢাকা সিনিয়র ডিভিশন লিগ হতে উত্তীর্ণ কাওরান বাজার প্রগতি সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব যোগ দিয়েছিল। পূর্ব মৌসুমের অবনমিত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ পুনরায় বিসিএল-এ খেলার আবেদন করেছিল। নতুন দল হিসেবে ফর্টিস একাডেমি লিমিটেড ও উত্তরা ফুটবল ক্লাব এই মৌসুমে খেলার আবেদন করেছিল।[১১] ক্লাব নিবন্ধনের শর্ত পুরণ করার বাফুফে নতুন দল সহ মোট ১৪টি ক্লাবকে এই মৌসুমে অংশগ্রহণের অনুমোদন দিয়েছিল।[][১২]

বর্ণানুক্রম অনুসারে ক্লাব গুলির নাম-

ক্রম দল টীকা সুত্র
অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব পূর্ব মৌসূমের দল [][১১][১৩]
উত্তরা ফুটবল ক্লাব প্রথমবার বিসিএল-এ অংশগ্রহণ
ওয়ারী ক্লাব ঢাকা পূর্ব মৌসূমের দল
কাওরান বাজার প্রগতি সংঘ ঢাকা সিনিয়র ডিভিশন হতে উত্তীর্ণ
টিএন্ডটি ক্লাব মতিঝিল পূর্ব মৌসূমের দল
টিম বিজেএমসি বিপিএল হতে অবনমিত
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ঢাকা সিনিয়র ডিভিশন হতে উত্তীর্ণ
ঢাকা সিটি ফুটবল ক্লাব পূর্ব মৌসূমের দল
নোফেল স্পোর্টিং ক্লাব বিপিএল হতে অবনমিত
১০ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব পূর্ব মৌসূমের দল
১০ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব পূর্ব মৌসূমের দল
১২ ফর্টিস স্পোর্টস একাডেমি লিমিটেড প্রথমবার বিসিএল-এ অংশগ্রহণ
১৩ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব পূর্ব মৌসূমের দল
১৪ স্বাধীনতা ক্রীড়া সংঘ পূর্ব মৌসূমের দল

ভেন্যু

[সম্পাদনা]

এই মৌসুমের সকল খেলার জন্য বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছিল।[১৩]

ভেন্যুর সংখ্যা অবস্থান ভেন্যুর নাম ধারণ ক্ষমতা
ঢাকা বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ২৫,০০০

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বা অবনমন
অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব ঘোষিত হয়নি, লিগ পরিত্যক্ত
উত্তরা ফুটবল ক্লাব
ওয়ারী ক্লাব
কাওরান বাজার প্রগতি সংঘ
টিএন্ডটি স্পোর্টিং ক্লাব
টিম বিজেএমসি
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব
ঢাকা সিটি ফুটবল ক্লাব
নোফেল স্পোর্টিং ক্লাব
১০ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব
১১ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব
১২ ফর্টিস স্পোর্টস একাডেমি লিমিটেড
১৩ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব অবনমিত হয়নি, লিগ পরিত্যক্ত
১৪ স্বাধীনতা ক্রীড়া সংঘ
১০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: গ্লোবাল স্পোর্টস আরকাইভ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোল স্কোর

করোনা ভাইরাসের প্রভাব

[সম্পাদনা]

বাংলাদেশে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী ঠেকাতে বাংলাদেশ সরকার সকল ধরনের ঘরোয়া খেলা বন্ধ করে দেয়।[] বাংলাদেশে এই মহামারী উদ্ভূত পরিস্থিতি ভাল না থাকায় ১৭ মে,২০২০-এ লিগসহ মৌসুম পরিত্যক্ত করা হয়।[১৪] ফলে এই লিগের কোন খেলা মাঠে গড়ানোর আগেই লিগটি পরিত্যক্ত হয়।[১৫] খেলা না হওয়ায় কোন নির্দিষ্ট দলকে শিরোপাজয়ী এবং নিম্নতর লিগে অবনমিত করা হয়নি।[১৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পেশাদার ফুটবলে নতুন দল ফর্টিস একাডেমি ও উত্তরা ক্লাব"জাগো নিউজ। ২০২০-০২-০৪। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪ 
  2. "বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে পাঁচ নতুন দল"যুগান্তর। ২০২০-০২-০৫। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪ 
  3. "চ্যাম্পিয়নশিপ লিগ শুরু ২৮ মার্চ"বণিক বার্তা। ২০২০-০২-০৫। ২০২০-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪ 
  4. "করোনায় বন্ধ ঘোষণা দেশের খেলাধুলা"প্রথম আলো। ২০২০-০৩-১৬। ২০২০-০৩-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৬ 
  5. "ফুটবল মৌসুমের ইতিই টেনে দিল বাফুফে"সময় টিভি। ২০২০-০৫-১৮। ২০২০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৮ 
  6. "BFF cancels football season"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-১৭। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৮ 
  7. "এবারের চ্যাম্পিয়নশিপ লিগে ১৪ দল"বাংলা ট্রিবিউন। ২০২০-০২-০৪। ২০২০-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪ 
  8. "২৮ মার্চ শুরু হবে চ্যাম্পিয়নশীপ লিগ ফুটবল"কালের কণ্ঠ। ২০২০-০২-০৫। ২০২০-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪ 
  9. "চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল শুরু"যায় যায় দিন। ২০২০-০২-০৫। ২০২০-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪ 
  10. "পেশাদার ফুটবলে ফর্টিস ও উত্তরা ফুটবল ক্লাব"মানবজমিন। ২০২০-০২-০৫। ২০২০-০৯-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪ 
  11. "বিসিএলে ফর্টিস একাডেমি ও উত্তরা ক্লাব"দৈনিক ইনকিলাব। ২০২০-০২-০৪। ২০২০-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪ 
  12. "Swadhinata KS to return to BCL football"ঢাকা ট্রিবিউন। ২০২০-০২-০৫। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪ 
  13. "পেশাদার ফুটবলে নতুন ক্লাব ফর্টিস একাডেমি ও উত্তরা ক্লাব"সমকাল। ২০২০-০২-০৫। ২০২১-০৩-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪ 
  14. "লিগ পরিত্যক্ত হওয়ায় ফুটবলাররা হতাশ"বাংলা ট্রিবিউন। ২০২০-০৩-১৭। ২০২০-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৮ 
  15. "তৃণমূলের ফুটবলেও অনিশ্চিত যাত্রা"প্রথম আলো। ২০২০-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০৫-৩১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  16. "ফুটবল মৌসুমই পরিত্যক্ত ঘোষণা করল বাফুফে"প্রথম আলো। ২০২০-০৫-১৭। ২০২০-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৮