কাশিপুর ইউনিয়ন, লোহাগড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাশিপুর
ইউনিয়ন
কাশিপুর ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলালোহাগড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪৯.২১ বর্গকিমি (১৯.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৩,৬০৮
 • জনঘনত্ব২৮০/বর্গকিমি (৭২০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটkashipurup.bagerhat.gov.bd

কাশিপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি ৪৯.২১ কিমি২ (১৯.০০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৩,৬০৮ জন।[২]

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে- জয়পুর ও নোয়াগ্রাম ইউনিয়ন, দক্ষিণে- লক্ষিপাশা ও বাশগ্রাম ইউনিয়ন, পূর্বে- আউড়িয়া ইউনিয়ন এবং পশ্চিমে- লোহাগড়া পৌরসভা অবস্থিত।

গ্রামসমূহ[সম্পাদনা]

  1. বসুপটি
  2. ভাটগাতী
  3. ভড়ুয়াপাড়া
  4. চালিঘাট
  5. বাহিরপাড়া
  6. ধোপাদাহ
  7. এড়েন্দা
  8. গন্ডব
  9. ঈশানগাতী
  10. গিলাতলা
  11. কাশিপুর
  12. পদ্মবিলা
  13. পালোখালী
  14. রামেশ্বরপুর
  15. শালবরাত
  16. শাহাবাজপুর
  17. সারুলিয়া

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কাশিপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০২০-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬