কৃষ্ণগুরু আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কৃষ্ণগুরু আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়
Krishnaguru Adhyatmik Vishvavidyalaya
Krishnaguru Spiritual University
ধরনব্যক্তিগত খণ্ডের আধ্যাত্মিক
স্থাপিত২০১৭
উপাচার্যডঃ তরুণ চন্দ্র বরা
অবস্থান,
শিক্ষাঙ্গনগ্রাম্য
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ
ওয়েবসাইটwww.krishnaguru.org
মানচিত্র

কৃষ্ণগুরু আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় আসামের ষষ্ঠ ব্যক্তিগত খণ্ডের বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি আসাম সরকারের ৯ মার্চ, ২০১৭ সালে গৃহীত কৃষ্ণগুরু আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় বিল, ২০১৭-এর আধারে স্থাপন করা হয়েছে।

বরপেটা জেলার ন সত্র কৃষ্ণগুরু ফাউন্ডেশন এটির প্রতিষ্ঠা করেছে। বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর ধর্মীয় গুরু, কৃষ্ণগুরু অরুণ গোস্বামী স্থাপন করেছিলেন।[১]

২০১৭ সালের ৩ আগস্ট তারিখে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিজে কৃষ্ণগুরু আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। নিজের মধ্যে ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়টি আধ্যাত্মিক শিক্ষার মধ্য দিয়ে আধুনিক শিক্ষা প্রদান করছে। ঐ বছরের আগস্ট মাস থেকে বিশ্ববিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে সক্রিয় হয়ে অসমীয়া, রাজনীতি বিজ্ঞান এবং গণিত শাস্ত্রের বিভিন্ন পাঠক্রম আরম্ভ করেছে। অনাগত দিনে ধীরে ধীরে অন্যান্য পাঠক্রমসমূহও আরম্ভ করা হবে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Taxonomy term"। ১১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২০ 
  2. Publishers, Omega Printers and। "The Sentinel, an English daily newspaper - Sonowal inaugurates Krishnaguru Adhyatmik Vishvavidyalaya"sentinelassam.com। ২০১৭-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]