সুলতানা আফরোজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুলতানা আফরোজ
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণসচিব
অফিসপিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব)

সুলতানা আফরোজ একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি ১২ এপ্রিল ২০২০ হতে সচিব পদমর্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] তিনি এর আগে পিপিপি কর্তৃপক্ষের সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

শিক্ষা ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

সুলতানা আফরোজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্ট (কেএসজি) হতে জনপ্রশাসন বিষয়ে এম.এ ডিগ্রি অর্জন করে ডিসেম্বর ১৯৮৯ সালে প্রশাসন ক্যাডার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

সুলতানা আফরোজ ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে অর্থনৈতিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন ও রোমের জাতিসংঘ এজেন্সিগুলোর এফএওও, আইএফএডি এবং ডাব্লুএফপি বাংলাদেশের বিকল্প স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪][৫] তিনি ১২ এপ্রিল ২০২০ হতে সচিব পদমর্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে পিপিপি কর্তৃপক্ষের সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সচিব হলেন সুলতানা আফরোজ"জাগো নিউজ। ১২ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  2. "সচিব হলেন সুলতানা আফরোজ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১২ এপ্রিল ২০২০। ১৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  3. "পিপিপি'র সিইও হলেন সুলতানা আফরোজ"দৈনিক ইত্তেফাক। ১২ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  4. "পদোন্নতি পেয়ে সচিব হলেন সুলতানা আফরোজ"দৈনিক কালের কণ্ঠ। ১২ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "সচিব হলেন সুলতানা আফরোজ"দৈনিক যুগান্তর। ১৩ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০