বিষয়বস্তুতে চলুন

দিঘলিয়া ইউনিয়ন, লোহাগড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিঘলিয়া
ইউনিয়ন
দিঘলিয়া ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলালোহাগড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩০.৩৩ বর্গকিমি (১১.৭১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৭,৪৪৪
 • জনঘনত্ব৯০০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটdigholiaup1.bagerhat.gov.bd

দিঘলিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[] এটি ৩০.৩৩ কিমি২ (১১.৭১ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৭,৪৪৪ জন।[] নড়াইল অঞ্চলের পুরানো এবং ঐতিহ্যবাহী দিঘলিয়া উত্তরপাড়া আদি জামে মসজিদ অত্র ইউনিয়নের দিঘলিয়া গ্রামের উত্তর পাড়ায় অবস্থিত I মসজিদটি ১৮৭১ সালে প্রতিষ্ঠিত I জোবেদা খাতুন নেসা স্বামী শেখ মফিজ উদ্দিন ফকির , আছিয়া খাতুন নেসা স্বামী আঃ জব্বার মোল্লা , আয়তন নেসা , বড়ু বিবি এবং বেলায়েত সিকদার সর্ব পিতা আমিল সিকদার অত্র অঞ্চলের মুসলিম সর্ব সাধারনের জন্য উল্লেখিত মসজিদের জন্য ৫৮ শতক জমি উন্মুক্ত করে দেন।

ভৌগোলিক অবস্থান

[সম্পাদনা]

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে মল্লিকপুর ইউনিয়ন, দক্ষিণে মাউলী ইউনিয়ন, পশ্চিমে বয়রা ইউনিয়ন এবং পূর্বে কোটাকোল ইউনিয়ন অবস্থিত।

গ্রামসমূহ

[সম্পাদনা]
  1. কোলা
  2. দিঘলিয়া
  3. নোয়াগ্রাম, বাটিকাবাড়ী
  4. সারোল
  5. বাগডাঙ্গা
  6. তালবাড়ীয়া
  7. কুমড়ী
  8. লুটিয়া
  9. চর দিঘলিয়া

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দিঘলিয়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০২০-০৫-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬