নিঘাত চৌধুরী (ধ্রুপদী নৃত্যশিল্পী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিঘাত চৌধুরী
জন্ম২৪ ফেব্রুয়ারি
জাতীয়তাপাকিস্তানি
পেশাকত্থক,ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী
কর্মজীবন১৯৮৫- বর্তমান
পুরস্কার২০১৮ সালে পাকিস্তানের রাষ্ট্রপতি কর্তৃক প্রাইড অফ পারফরম্যান্স
ওয়েবসাইটwww.nighatchaodhry.com

নিঘাত চৌধুরী ( উর্দু : نگہت چودھری) ২৪শে ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে এক বছর বয়সে লন্ডনে চলে আসেন।[১] তিনি একজন প্রশিক্ষিত সুফি এবং মিস্টিক কত্থক ধ্রুপদী নৃত্যশিল্পীনৃত্যশিল্পী হিসেবে তিনি লন্ডন থেকে যাত্রা শুরু করেছিলেন এবং তিন দশকেরও বেশি সময় ধরে একজন পেশাদার কত্থক নৃত্যশিল্পী হিসাবে সক্রিয়। তিনি ব্যালে এবং সমসাময়িক নৃত্য অধ্যয়ন করেছেন। বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী নাহিদ সিদ্দিকীর সাথে তাঁর চৌদ্দ বছর বয়সে দেখা হয়েছিল [২] এবং তাঁর তত্ত্বাবধানে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। নিজস্ব সংস্কৃতির ধ্রুপদীগুলো দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি ব্যালে ছেড়ে দিয়েছিলেন এবং নৃত্যশৈলীর সূক্ষ্ম ব্যাপারগুলি বুঝতে ও শিখতে চেয়েছিলেন। এর জন্য উৎসের কাছাকাছি হওয়া প্রয়োজন বলে মনে করে তিনি লন্ডন থেকে পাকিস্তানে ফিরে আসেন।

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

তিনি লন্ডন থেকে 'ও' এবং 'এ' লেভেলের আনুষ্ঠানিক শিক্ষা অর্জন করেছেন এবং লন্ডনের লন্ডন সেন্টার ফর মুভমেন্ট অ্যান্ড ডান্স থেকে নৃত্য ফাউন্ডেশন কোর্সে প্রশিক্ষিত হয়েছেন। [৩] বর্তমানে তিনি লন্ডনের মিডলসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ডান্স পেডাগোগিতে (পুঁথিগত শিক্ষা) স্নাতকোত্তর করছেন।

কত্থক প্রশিক্ষণ ও কোর্স[সম্পাদনা]

  • ফুলহাম গিলিয়্যাট এবং র‌্যামবার্টে ধ্রুপদী ব্যালে এবং সৃজনশীল নৃত্যের সনদপত্র,[৪] লন্ডন (১৯৭০- ৭৬)
  • নাহিদ সিদ্দিকী, লন্ডনের অধীনে ধ্রুপদী কত্থক নৃত্য প্রশিক্ষণ (১৯৭৭-৮৩)
  • মহারাজ গোলাম হুসেন হোসেন কাঠকের অধীনে ধ্রুপদী কত্থক নাচের প্রশিক্ষণ,
মহারাজ গোলাম হুসেনের সাথে নিঘাত চৌধুরী

লাহোর(১৯৮৩-৮৭)

  • লন্ডনের কুমুদিনী লখিয়ায় দুটি বিশেষায়িত কর্মশালায় প্রশিক্ষিত। (১৯৮১/৯১)
  • দুর্গা লাল এবং কত্থক কেন্দ্রে উমা দুর্গার অধীনে শাস্ত্রীয় কত্থক প্রশিক্ষণ,[৫] দেহলি (১৯৮৮-৯২)
  • পণ্ডিত বিরজু মহারাজের সেরা শিষ্য শ্বাশ্বতী সেনের সাথে ভারতীয় বিদ্যা ভবন শিক্ষামূলক ট্রাস্টে গ্রীষ্মকালীন বিশেষায়িত কত্থক কর্মশালা। (২০১৫)
  • দুবাইয়ের বিখ্যাত কত্থক গুরু পালি চন্দ্র গুরুকুলের অধীনে গ্রেড থ্রি সনদপত্র সম্পন্ন করেছেন। (২০১৬)

পারিবারিক ইতিহাস[সম্পাদনা]

তিনি তাঁর বাবার পক্ষ থেকে সাহিত্য পরিবারের এবং তাঁর মায়ের দিকে ব্যবসায়িক জগতের সাথে সম্পর্কযুক্ত ছিলেন। মায়ের দিক থেকে, দেশভাগের আগে, তাঁর পিতামহের ঢাকা, লুধিয়ানা, লাহোর এবং ফয়সালাবাদেে চৌধুরী হোসিয়ারি মিলস নামে বিখ্যাত ব্যবসা ছিল। তাঁর বাবা আব্দুর রহমান চৌধুরী ফয়সালাবাদ কৃৃৃৃৃষি বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে তিনি সরকারী কলেজ বিশ্ববিদ্যালয়ে (লাহোর) অধ্যাপক হোন। নিঘাতের ভাই ফারুক চৌধুরী, লন্ডনের দ্য প্লেস ( স্যাডলারস ওয়েলস থিয়েটার ) থেকে ডান্স পারফরম্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন এবং আশির দশক ও নব্বইয়ের দশকে আন্তর্জাতিক পেশাদার নৃত্যশিল্পী হিসাবে প্রদর্শন করেছিলেন। ১৯৮৮ সালে তাঁর প্রদর্শনের জন্য তিনি এশিয়ান অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ১৯৯৯ সালে, তিনি নাচ থেকে অবসর নেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় সিটি থেকে আর্টস ম্যানেজমেন্টে এমএ পাস করেন। ২০০০ সালে, ফারুক চৌধুরী, আকরাম খানেের সাথে আকরাম খান কোম্পানিটি সহ-প্রতিষ্ঠা করেছিলেন এবং সংস্থাটির প্রযোজক হয়েছিলেন। ২০১৩ সালের অক্টোবরে ইংলিশ ন্যাশনাল ব্যালের [৬] নির্মাতা এবং ২০১৬ সাল থেকে চীনের জাতীয় নৃত্যের কিংবদন্তি ইয়াং লিপিংয়ের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক হিসাবে তাঁর নেতৃত্ব প্রদান করছেন।

পেশা[সম্পাদনা]

পেশাদার ইতিহাস[সম্পাদনা]

১৯৮৫ সালে, নিঘাত ব্রিটিশ এয়ারওয়েজের (করাচি বেস) একজন বিমান বালা হিসাবে যোগদান করেছিলেন। তিনি ১৯৯৬ সালে লন্ডনে নাহিদ সিদ্দিকীর নৃত্য সংস্থার শীর্ষ কত্থক নৃত্যশিল্পী হিসাবে নিযুক্ত হন। তারপরে ২০০১ সালে তিনি পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ আর্টসের (পিএনসিএ) পরিচালক হিসাবে কাজ শুরু করেন। তিনি নৃত্যের জন্য একটি পাঠ্যসূচি তৈরি করেছিলেন এবং ২০১০ সালে লাহোর গ্রামার স্কুলে পারফর্মিং আর্ট নৃত্য প্রশিক্ষক হিসাবে পড়িয়েছিলেন। ২০১২ সালে তিনি হেডস্টার্ট স্কুল ইসলামাবাদে নৃত্য শিক্ষক হিসাবে নৃত্য শেখাতেন। ২০১৩ সালে তিনি কলা সংস্কৃতি ও সংলাপ এবং লিবারেল আর্টস হাই স্কুল ইসলামাবাদের কুছ খাস সেন্টারে শিক্ষকতা করেছিলেন। বর্তমানে, তিনি ফয়েজ ঘর [৭] এবং তাঁর নিজস্ব ইনস্টিটিউট, পারফর্মিং আর্টস ইনস্টিটিউটে নৃত্য শেখাচ্ছেন। [৮]

সাংস্কৃতিক শিল্পী হিসাবে নৃত্য প্রদর্শন[সম্পাদনা]

১৯৯৪ সালে, তিনি এফটিসি মিলনায়তনে করাচিতে স্ব-রচিত নৃত্যে কত্থক একক নৃত্য প্রদর্শন করেছিলেন। ১৯৯৫ সালে তিনি বেনজির ভুট্টোর (প্রয়াত পাকিস্তানের প্রধানমন্ত্রী) সাথে সাংস্কৃতিক দলে তুর্কমেনিস্তান, লন্ডন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর বক্তৃতা, কর্মশালা এবং দুর্দান্ত নৃত্য পরিবেশনের মাধ্যমে পাকিস্তানের একটি নরম ও দৃঢ় সাংস্কৃতিক চিত্র উপস্থাপন করেছিলেন। তিনি পাকিস্তানের লারকানা শহরে প্রয়াত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুবার্ষিকীতে জুলফিকার আলী ভুট্টোর জীবন নিয়ে একটি নৃত্য করেছিলেন এবং তাঁর অসামান্য প্রতিভার জন্য অসাধারণ স্বীকৃতি অর্জন করেছিলেন। তিনি রাফি পিয়ার থিয়েটার ওয়ার্কশপ আয়োজিত পাকিস্তানের সমস্ত ওয়ার্ল্ড পারফর্মিং আর্টস ফেস্টিভ্যালে নৃত্য প্রদর্শন করেছিলেন[৯][১০] এটি ১৯৯৫ থেকে ২০১৩ অবধি অব্যাহত ছিল। ২০০৩ সালে, তিনি পাকিস্তানের আর্টস কাউন্সিলের পক্ষে সংগীত কমিটি করাচির জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচারের জন্য নৃত্য প্রদর্শন করেছিলেন। ২০০৪ সালে, তিনি কোডাক-এইচআরডি কংগ্রেস সেরেনা হোটেল ইসলামাবাদে একটি কত্থক পরিবেশন করেছিলেন। ২০০৫ সালে, লাক্স স্টাইল পুরস্কার অনুষ্ঠানে তিনি নৃত্য পরিকল্পনা ও পরিবেশন করেছিলেন এবং টিভিওয়ান গ্লোবালের উদ্বোধনী অনুুুুষ্ঠানে নৃত্য সম্পাদন করেছিলেন। ২০০৫ সালের ২৩ শে মার্চ, পাকিস্তান দিবসে তিনি রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের প্রেসিডেন্সী অনুষ্ঠানে নৃত্য সম্পাদন করেছিলেন। ২০০৮ সালে, তিনি পাকিস্তানের দূতাবাস স্পেনের পক্ষে পাকিস্তানের সাংস্কৃতিক বৈচিত্র্যের বিকাশ ও সমর্থন করার জন্য ক্যালান্ডার্ববাস নামে একটি অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করেছিলেন। ২০০৯ সালে, তিনি বিশ্ব জনসংখ্যা ফাউন্ডেশনের হয়ে একটি আন্তর্জাতিক স্নাতকের নাইট ইসলামাবাদ নামে একটি সন্ধ্যায় পরিবেশন করেছিলেন। ২০১৩ সালে, তিনি পাকিস্তানের ক্লাসিকাল নৃত্যের প্রচারের জন্য ইসলামাবাদ, করাচি, লাহোর এবং পেশোয়ারে পিসি ( পার্ল-কন্টিনেন্টাল হোটেল ও রিসর্ট ) [১১] অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ২০১৩ সালে আন্তর্জাতিক নৃত্য দিবসে কুছ খাস ইসলামাবাদে [১২] এবং অল পাকিস্তান গান সম্মেলন, লাহোরে তিনি একটি কত্থক এবং হিপ হপ ফিউশন [১৩] পরিবেশন করেন। তিনি গালা ইভনিং পাকিস্তান চেস্ট সোসাইটিতে [১৪] রাহাত ফতেহ আলী খানের সাথে আইবিএক্স ক্লাব লেক ভিউ,[১৫] ইসলামাবাদে পরিবেশন করেছিলেন। তিনি পাকিস্তানের লাহোরের হাজুরি বাগে দক্ষিণ এশিয়া শ্রম সম্মেলনে অংশ নিয়েছিলেন। ২০১৪ সালে, প্যারাগুয়ের সম্মানিত কনসুলেট জেনারেল আয়োজিত [১৬] আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সম্মানে তিনি মুলতানের একটি সুফি কত্থক সঙ্গীত সন্ধ্যায় পরিবেশন করেছিলেন। তিনি পাকিস্তানের সিন্ধু সরকার, করাচি, কর্তৃক সিন্ধিতে বিখ্যাত কবি ফয়েজ আহমদ ফয়েজ বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন এবং আল-হামরা সাংস্কৃতিক কমপ্লেক্সে পঞ্চম আলহামরা [১৭] আন্তর্জাতিক সম্মেলনে (বিতে হো দিন ইয়াদ আতি হ্যায়) পরিবেশন করেছিলেন। তিনি আর্ট কাউন্সিল, করাচিতে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপনে, "ডান্সিং অ্যাভেস্ট ডিফারেন্সস" হিসাবে 'রাখস মে হ্যায় সারা জাহানে'ও নৃত্য প্রদর্শন করেছিলেন। তিনি কুচ খাস [১৮] ও মার্কিন দূতাবাসের সহযোগিতায় ১৪ তম ড্যানিয়েল পার্ল বিশ্ব সঙ্গীত দিবস ২০১৫ [১৯] উপলক্ষে সরাসরি সংগীত ও কাব্যগ্রন্থের সাথে একটি বিশেষ সুফি নৃত্য, নূকতা পরিবেশন করেছিলেন। তিনি এসআরএএম স্টুডিওর সহযোগিতায় আন্তর্জাতিক এলার্টস পাকিস্তান দ্বারা সংগঠিত পাঞ্জাবের সামাজিক পরিবর্তনের প্রচারে থিয়েটার ব্যবহারে স্থানীয় থিয়েটার শিল্পীদের দক্ষতা জোরদার করার জন্য দক্ষতা বৃদ্ধি এবং দক্ষতা বিকাশের ষষ্ঠ কর্মশালায় নৃত্য পরিকল্পনাকার হিসাবে অংশ নিয়েছিলেন।[২০]

সাংস্কৃতিক রাষ্ট্রদূত হিসাবে নৃত্য প্রদর্শন[সম্পাদনা]

অসাধারণ নৃত্য প্রতিভার জন্য ১৯৮৫ সালে দক্ষিণ কোরিয়ার সিওলে এশীয় বিজ্ঞাপন কংগ্রেসে এবং ১৯৮৭ সালে চীনের গ্রেট হলে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছিল। ১৯৯৫ সালে, তাঁকে সিটি ব্যাঙ্ক আমন্ত্রিত করেছি এবং লাহোর দুর্গে গ্রেট ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সামনে নৃত্য প্রদর্শন করার গৌরব অর্জন করেছিলেন। ২০০৯ সালে, তিনি আগা খান ফাউন্ডেশনে নৃত্য প্রদর্শন করেছিলেন [২১],, করাচির ওয়ার্ল্ডস অফ দ্য ইন্ডিয়ান ওশানের জন্য একটি যৌথ নৃত্য পরিবেশন করেন [২২] এবং মরক্কোর রাজ পরিবারের জন্য মরক্কোতে একটি দাতব্য অনুষ্ঠানে পাকিস্তান দূতাবাস তাকে আমন্ত্রণ জানিয়েছিল। ২০১২ সালে, তিনি ওয়েস্ট জোহর বাহরু মালয়েশিয়া ৮ম বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরামে নৃত্য প্রদর্শন করেছিলেন। ২০১৬ সালে, তিনি ভারতের দিল্লির আর্ট অফ লাইভিং এসআরআই রবি শঙ্করের প্ল্যাটফর্মে ১৫ টি দেশের মধ্যে বিশ্ব সংস্কৃতি উৎসবে সংস্কৃতি [২৩] শীর্ষস্থানীয় রাষ্ট্রদূত হিসাবে নৃত্য পরিকল্পনা এবং নৃত্য প্রদর্শন করেছিলেন। তিনি জাপান, চীন, সিসিলি, রোম, সিঙ্গাপুর, ভারত, ইংল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, মরিশাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অনেক দেশে দুর্দান্ত প্রশংসা কুড়িয়েছেন। পাকিস্তানের বেশ কয়েকটি আন্তর্জাতিক নৃত্য ও থিয়েটার উৎসবে অংশ নেওয়া ছাড়াও তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের আমেরিকান নৃত্য উৎসব, এবং ভারতে ইয়ং ড্যান্সার ফেস্টিভালের মতো মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন।

পাকিস্তান টেলিভিশনে নৃত্য প্রদর্শন[সম্পাদনা]

১৯৯৬ সালে পাকিস্তানে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল, নিঘাত চৌধুরীকে [২৪] সব বড় শহরগুলিতে একটি সাংস্কৃতিক উৎসব উপস্থাপন করার জন্য বেছে নেওয়া হয়েছিল। তিনি ৩৫ জন নৃত্যশিল্পীর একটি দলের জন্য নৃত্য পরিকল্পনা করেছিলেন যেখানে তিনি নৃত্য প্রদর্শন করেছিলেন এবং সাসি (সিন্ধের একটি লোককাহিনী) চরিত্রটির জন্য নৃত্য করেছিলেন। কিংবদন্তি আনারকলি নাচের ব্যালে পাকিস্তান টেলিভিশনের জন্যও প্রচারিত হয়েছিল। [২৫] তিনি যেমন পাকিস্তানে ঈদ, জাতীয় দিন এবং পিটিভি অ্যাওয়ার্ড ফর অনুষ্ঠানসমূহে অংশ নিয়েছিলেন, তেমনি ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত অন্যান্য টিভি চ্যানেলেও তিনি অংশ নেন। তিনি পিটিভিতে অসংখ্য তাৎপর্যপূর্ণ নৃত্য প্রদর্শন করেছেন । তিনি ২০১৩ সালে রাগ গালা নামে একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের জন্য পাকিস্তান টেলিভিশনের হয়ে নৃত্য প্রদর্শন করেছিলেন। তিনি পিটিভি ওয়ার্ল্ডের জন্য বার্ষিকীর অনুষ্ঠানে একক,[২৬] এবং ২০১৪ সালে পাকিস্তানের বিখ্যাত সুফি গায়িকা আবিদা পারভিনের সাথে পরিবেশন করেছিলেন। তিনি ২০১৪ সালে পিটিভি পাকিস্তান টেলিভিশন প্রযোজিত ক্লাসিক মিউজিকাল সউরি,[২৭] ফিরদাউস-ই-ঘোস এর জন্য অভিনয় এবং নৃত্য পরিকল্পনা করেছিলেন।

তহবিল সংগ্রহের জন্য নৃত্য প্রদর্শন[সম্পাদনা]

নিঘাত চৌধুরী পাকিস্তানের অনেক দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করেছিলেন যেমন ক্যান্সার সোসাইটি, সংবেদনশীল ও শেখার সমস্যা সংক্রান্ত শিশু সংস্থাগুলিদের সাথে, এসওএস শিশু গ্রাম এবং ইউনিসেফ। ১৯৯১ সালে, তিনি [২৮] ইমরান খানের ক্যান্সার হাসপাতালে, জুনুনের সালমানের সাথে একটি কত্থক গিটার ফিউশন পরিবেশন করেছিলেন। ১৯৯৫ সালে, তিনি ইসলামাবাদে ইউনিসেফের হয়ে নৃত্য প্রদর্শন করেছিলেন। ২০১২ সালে, শান্তি ও ভালবাসার প্রচারের জন্য তিনি সুফি রক গ্রুপ জুনুনের সাথে "ইউনাইটেড ফর পিস" এর সাথে বিশ্ব শান্তির জন্য একটি কনসার্টেও পরিবেশনা করেছিলেন। ২০১৩ সালে কুচ খাস এবং ইসলামাবাদ ভিত্তিক এএমএল মানব উন্নয়ন নেটওয়ার্ক এর সহযোগিতায় "স্ট্রাইক ডান্স রিস" নামে নারীর সাহসের উদযাপন এবং ন্যায়বিচারের জন্য বাঁচার ও উত্থানের দৃঢ় প্রত্যয় হিসেবে ওয়ান বিলিয়ন রাইজিং ফর জাস্টিস নামে একটি ই বৈশ্বিক প্রচারে তিনি নারীদের ক্ষমতায়নের জন্য একটি নাচও উপস্থাপন করেছিলেন [২৯][৩০]

উৎসবে নৃত্য প্রদর্শন[সম্পাদনা]

নিঘাত চৌধুরী [৩১] পাকিস্তানের আন্তর্জাতিক নৃত্য ও থিয়েটার উৎসব হিসাবে বিশ্বের বিভিন্ন উৎসব গুলিতে দুর্দান্ত প্রশংসা পেয়েছেন। তিনি ১৯৯১ সালে আমেরিকান নৃত্য উৎসব, ডিউক বিশ্ববিদ্যালয়,উত্তর ক্যারোলিনা এবং ফয়েজ আহমদ ফয়েজ মেলা, করাচিতে নৃত্য প্রদর্শন করেছিলেন। তিনি ১৯৯১ সালে ইসকন হরে রামা হরে কৃষ্ণ কেন্দ্র মুম্বই ইন্ডিয়া [৩২] এ ইয়ং ডান্সার্স এবং রেইনড্রপস উৎসবে নৃত্য প্রদর্শন করেছিলেন। ১৯৯৫ সালে রাফি পিয়ার থিয়েটার করাচি দ্বারা পরিচালিত প্রথম জাতীয় নৃত্য উৎসবে তিনি একটি একক কত্থক পরিবেশন করেছিলেন। তিনি ১৯৯৬ সালে ভারত মহাসাগরের শিশুদের জন্য সংহতির মরিশাস উৎসবে নৃত্য প্রদর্শন করেছিলেন। তিনি ২০০৭ সালে সালে করাচি রাফি পিয়ার থিয়েটার ওয়ার্কশপে আন্তর্জাতিক মিস্টিক মিউজিক সুফি ফেস্টিভ্যালে নৃত্য প্রদর্শন করেছিলেন। ২০১০ সালে, নৃত্য উৎসব নিউ ইয়র্ক তাঁকে আমন্ত্রণ জানায় নারী নিয়ে নতুন নাচের কাজ পর্দা উপস্থাপন করার জন্য। তিনি লিংকন সেন্টার এবং সিম্ফনি স্পেসে নৃত্য প্রদর্শন করেছিলেন। [তথ্যসূত্র প্রয়োজন] পাকিস্তানের মতো দেশ থেকে বেরিয়ে আসা সবচেয়ে তীব্র নৃত্য পরিবেশনা হিসাবে তাঁর নৃত্য প্রদর্শনটি ব্যালে পর্যালোচনা দ্বারা পর্যালোচনা করা হয়েছিল। তিনি ২০১২ সালে ওয়েস্ট জোহর বাহরু মালয়েশিয়া ৮ম ওয়ার্ল্ড ইসলামিক অর্থনৈতিক ফোরামে নৃত্য প্রদর্শন করেছিলেন। তিনি ২০১৩ সালে লাহোর রাফি পিয়ার থিয়েটার ওয়ার্কশপে ২য় জাতীয় জাতীয় নৃত্য উৎসবে নৃত্য প্রদর্শন করেছিলেন। তিনি ২০১৪ সালে হযরত আমির খুস্রোর জামাল-ই-খুস্রোর রচনা সংগীত, কবিতা, সাহিত্য এবং নৃত্যের ৫ দিনের উৎসবে পরিবেশন করেছিলেন। ২০১৬ সালে, তিনি দিল্লির ভারতের আর্ট অফ লাইভিং শ্রী শ্রী রবি শঙ্করের প্ল্যাটফর্মে ১ টি দেশের মধ্যে বিশ্ব সংস্কৃতি উৎসবে [২২] সাংস্কৃতিক নেতৃস্থানীয় রাষ্ট্রদূত হিসাবে নৃত্য পরিকল্পনা এবং নৃত্য প্রদর্শন করেছিলেন।

নৃত্য প্রদর্শন এবং চলচ্চিত্রে উপস্থিতি[সম্পাদনা]

১৯৯২ সালে তিনি অভিনেত্রী হিসাবে তার জীবন শুরু করেছিলেন; তিনি এমটিভিতে পাকিস্তানের প্রথম "সুফি রক" জুনুন (ব্যান্ড),[৩৩] এর একটি ভিডিওতে অভিনয় করেছিলেন। তিনি মিনি-সিরিজ "মিস্টার ডিজে" এবং "শী জী" এবং দীর্ঘ দুটি নাটকে অভিনয় করেছিলেন: "রহস্য থিয়েটার" এবং "রাকিব"। তারপরে তিনি টিভি এশিয়া, লন্ডনের একটি সাক্ষাৎকারে হাজির হন। ১৯৯৩ সালে, তিনি একাত্তরের পাকিস্তান বিভাগ অবলম্বনে ১৩ টি পর্বের একটি প্রেমের গল্প নিয়ে পিটিভির নাটক "মাইগ মলহার" তে মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন [৩৪]   - । এই নাটক সিরিয়ালের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন। তারপরে তিনি "জল" ছবিতে অভিনয় করেছিলেন, পাকিস্তানের প্রথম সোপ অপেরা ১০০ পর্ব, যা পাকিস্তানে এবং উপগ্রহ চ্যানেলটিতে লন্ডন থেকে জি টিভিতে প্রচারিত হয়েছিল। ১৯৯৪ সালে, তিনি এনটিএম (নেটওয়ার্ক টেলিভিশন বিপণন) প্রাইম টাইম শোতে অভিনয় করেছিলেন। তিনি নৃত্য ও নুসরাত ফতেহ আলী খানের গানে "মেরা পিয়া ঘর আয়া" গানটির জন্য কত্থক ও আধুনিক নৃত্যের সংমিশ্রণে নৃত্য পরিকল্পনা করেছিলেন এবং নৃত্য প্রদর্শন করেছিলেন। তিনি এনটিএম-তে উইকেন্ড মাসালার সাথে একটি সাক্ষাৎকারে হাজির হন। ১৯৯৬ সালে, তিনি ""রাত" নামক মহিলাদের কৃতিত্বের উপর ভিত্তি করে একটি ভিডিওতে নৃত্য প্রদর্শন করেছিলেন, নৃত্য পরিকল্পনা করেছিলেন এবং এনটিএম ভিউয়ারস অ্যাওয়ার্ডের জন্য যোগাযোগ সম্পর্কিত ধারণাটিতে নৃত্য করেছিলেন। ১৯৯৬ সালে, পাকিস্তানে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল, নিঘাত চৌধুরীকে সমস্ত বড় শহরগুলিতে একটি সাংস্কৃতিক উৎসব উপস্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছিল, তিনি ৩৫ জন নৃত্যশিল্পীর একটি দলের জন্য নৃত্য পরিকল্পনা করেছিলেন যেখানে তিনি নৃত্য প্রদর্শন করেছিলেন এবং সাসি (সিন্ধের একটি লোককাহিনী) চরিত্রটিতে নৃত্য করেছিলেন। কিংবদন্তি আনারকলি একটি নাচের ব্যালে যা পাকিস্তান টেলিভিশনের জন্যও প্রচারিত হয়েছিল। ২০০০ সালে, তিনি একটি দীর্ঘ নাটক, "নীলি ধুপ" এবং একটি টিভি সিরিয়াল "সিলা" তে অভিনয় করেছিলেন। ২০০২ সালে, তিনি সুফি গ্রুপ জুনুনের জন্য একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। পাকিস্তানের খ্যাতিমান কবি ও দার্শনিক "আল্লামা ইকবাল" এর কবিতা, তিনি স্কটল্যান্ডে "এমএ" শ্যুট নামে একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন। ২০০৩ সালে, তিনি আজব গুল পরিচালিত একটি পাকিস্তানি ফিচার ফিল্মে অভিনয় করেছিলেন, যার নাম ছিল "কিও তুম সে ইতনা পেয়ার হ্যায়"।

নিঘাত চৌধুরি ফাউন্ডেশন (এনসিএফ)[সম্পাদনা]

http://www.nighatchaodhryfoundation.org ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে

নিঘাত চৌধুরি [৩৫] ২০১৬ সালে তাঁর নিঘাত চৌধুরী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন এবং এনসিএফের জন্য তার দৃষ্টিভঙ্গি হ'ল পাকিস্তানের জনগণকে তাদের ঐতিহ্যের সাথে তাদের সাংস্কৃতিক পরিচয়কে যুক্ত করা।[৩৬] তিনি সামাজিক অবক্ষয় রোধ করতে শিক্ষারূপে পারফর্মিং আর্টস প্রতিষ্ঠা করতে এবং নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে দলিলরূপে সংগ্রহ এবং সংরক্ষণ করতে চান। [৩৭] নিঘাত চৌধুরি ফাউন্ডেশনের (এনসিএফ) [৩৮] জন্য তার লক্ষ্য হ'ল আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আলিঙ্গন করার জন্য এবং পারফর্মিংয়ের জন্য একটি মঞ্চ [৩৯] যা পাকিস্তানের সাংস্কৃতিক বুনিয়াদি এবং সাংস্কৃতিক মূলের সাথে যুবসমাজ, মহিলা এবং পাকিস্তানের সমস্ত জনগণকে উৎসাহিত এবং শক্তিশালী করবে যেখানে মানবিক বিকাশের মাধ্যম হিসাবে শিল্পকর্ম কাজ কররবে সাংস্কৃতিক ক্ষত নিরাময়ে এবং সম্প্রদায়ের সংযোগ স্থাপনের মাধ্যমে। [৪০] সমস্ত পাকিস্তানের জনগণের কাছে উপস্থাপন এবং একটি সাংস্কৃতিক ঐতিহ্যের সত্যিকার মালিকানার দিকে তাদের উপদিষ্ট করার জন্য এটি তাকে প্রচুর আনন্দ দেয়।

নিঘাত চৌধুরি প্রোডাকশনস

http://www.nighatchaodhryproductions.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে

পাকিস্তানের সাংস্কৃতিক প্রহরী

https://web.archive.org/web/20181210082554/http://www.ccop.pk/

পারফর্মিং আর্টস ইনস্টিটিউট

http://www.instituteofperformingarts.org ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে

পুরস্কার এবং প্রশংসাপত্র[সম্পাদনা]

বছর পুরস্কার / সার্টিফিকেট সংগঠন
১৯৮০ ফাউন্ডেশন কোর্স সনদপত্র আন্দোলন এবং নৃত্যের জন্য লাবন কেন্দ্র
১৯৯১ আন্তর্জাতিক কোরিওগ্রাফ কর্মশালা জন্য সনদপত্র আমেরিকান নৃত্য উৎসব
১৯৯৪ ফয়েজ আহমদ ফয়েজ পুরস্কার ফয়েজ ফাউন্ডেশন ট্রাস্ট
১৯৯৭ সেরা অভিনেত্রীর জন্য নিগার পুরস্কার এনটিএম টিভি
১৯৯৭ থিয়েটার এবং নৃত্য উৎসব জন্য সংশাপত্র রাফি পিয়ার থিয়েটার
১৯৯৯ আন্তর্জাতিক উৎসব পাকিস্তানের জন্য সংশাপত্র রাফি পিয়ার থিয়েটার
২০০০ মহারাজ কথক পুরস্কার মালিক শিল্প প্রচারক
২০০২ পারফর্মিং আর্ট ফেস্টিভাল পাকিস্তানের সংশাপত্র রাফি পিয়ার থিয়েটার
২০০২ সংহতি পাকিস্তান পুরস্কার করাচির উৎসব মৌসুমী শুভেচ্ছা
২০০৬ ওয়ার্ল্ড পারফর্মিং আর্টস ফেস্টিভ্যালের সংশাপত্র রাফি পিয়ার থিয়েটার
২০০৭ ওয়ার্ল্ড পারফর্মিং আর্টস ফেস্টিভ্যালের সংশাপত্র রাফি পিয়ার থিয়েটার
২০০৭ মহিলা অ্যাচিভার্স পুরস্কার সিন্ধু প্লাস টিভি
২০০৭ আন্তর্জাতিক মিস্টিক মিউজিক সুফি উৎসবের সংশাপত্র রাফি পিয়ার থিয়েটার
২০০৭ হরিসন্ট মেলার সংশাপত্র হরিসন্ট ফাউন্ডেশন
২০০৭ মৌসিকার পুরস্কার মৌসিকার কল্যাণ ট্রাস্ট
২০০৯ জাতীয় নাটক উৎসব জন্য সংশাপত্র পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ আর্টস
২০০৭ মৌসিকার জন্য সংশাপত্র মৌসিকার কল্যাণ ট্রাস্ট
২০১৪ আন্তর্জাতিক নৃত্য উৎসবের জন্য শংসাপত্র রাফি পিয়ার থিয়েটার
২০১৪ যাত্রা নৃত্য প্রশিক্ষণের সংশাপত্র যাত্রা নাচ
২০১৪ কৃতিত্বের সংশাপত্র এসআরএএম স্টুডিও পাকিস্তান
২০১৫ সংগীত মিট ওয়ার্কশপের সংশাপত্র লাহোর সংগীত সভা
২০১৮ প্রাইড অফ পারফরম্যান্স অ্যাওয়ার্ড [৪১][৪২] পাকিস্তান সরকার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "Nahid Siddiqui"nahidsiddiqui.com। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Goldsmiths, University of London"gold.ac.uk। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  4. "Rambert School of Ballet and Contemporary Dance"rambertschool.org.uk। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০ 
  6. /humans.txt। "English National Ballet – English National Ballet"ballet.org.uk। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  7. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০ 
  8. "Institute of Performing Arts"facebook.com। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  9. "Peeru's Cafe Official Site"facebook.com। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  10. RafiPeerChannel (৪ মে ২০১৩)। "Nighat Chaudhry, Pakistan – Peer Artists Management"। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ – YouTube-এর মাধ্যমে। 
  11. https://tribune.com.pk/story/463461/performing-arts-renowned-kathak-dancer-enthrals-audience/
  12. "Nighat Chaudhry mesmerises audience at Kuch Khaas"thenews.com.pk। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  13. "A dancing tribute to Nighat Chaudhry"dawn.com। ৩০ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  14. "Official Website of Pakistan Chest Society"pakistanchestsociety.pk। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  15. "Ibex Club – Sports & Leisure Club"ibexclub.pk। ২৬ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  16. "Consulate General of Paraguay in Islamabad, Pakistan"embassypages.com। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  17. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০ 
  18. http://www.youlinmagazine.com/review/celebrating-valentine-with-dance/MjI5
  19. https://images.dawn.com/news/1173969
  20. "sramstudios"sramstudios.com। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  21. "Aga Khan Foundation – Aga Khan Development Network"akdn.org। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  22. http://www.pakistantoday.com.pk/2016/03/30/world-cultural-festival-2016/
  23. "Cultural treat: Mesmerising kathak performance enthrals – The Express Tribune"tribune.com.pk। ২৭ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  24. City 42 (১০ ফেব্রুয়ারি ২০১৭)। "City @ 10 - 11 Feb 2017 - City 42 - Exclusive interview of Nighat Chaudhry"। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ – YouTube-এর মাধ্যমে। 
  25. "Media Outreach/TV Programs"cofw.co। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  26. "PTV World Anniversary – Palestine Embassy Pakistan"palestineembassy.com.pk। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  27. Nighat Chaodhry (৯ জুলাই ২০১৫)। "Performance by Nighat Chaudry Raag Darbari Firdous E Gosh"। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ – YouTube-এর মাধ্যমে। 
  28. "KARACHI: October 12 Nighat Chaudhry performing classical kathak dance du – TheNews International – Photo Gallery"thenews.com.pk। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  29. http://www.peacepak.pk/gallery/images/celebrating-women-day/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  30. "amal"amal-hdn.org.pk। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  31. "Pakistani society must eliminate extremism: Nighat – Gourmet Khawateen"gourmetkhawateen.com.pk। ১৫ জানুয়ারি ২০১৭। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  32. "ISKCON – The Hare Krishna Movement"iskcon.org। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  33. lovelybaloch (১৮ মার্চ ২০০৯)। "Zamane ke andaz"। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ – YouTube-এর মাধ্যমে। 
  34. rafe Abdul (২১ আগস্ট ২০১১)। "STN Drama Maigh Malhar"। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ – YouTube-এর মাধ্যমে। 
  35. "CREATIVE WORKSHOP"creativeworkshop.com.pk। ৯ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  36. https://tribune.com.pk/story/976938/people-equate-all-dance-forms-with-mujra/
  37. https://www.dawn.com/news/1182694
  38. "Whirl, twirl and dance at Alhmara"dawn.com। ৩০ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  39. "Raqs Kahani – Pakistan Garments Forum"pgf.org.pk। ৩০ জানুয়ারি ২০১৭। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  40. "'Poor state of performing arts linked to lack of formal institutes' - The Express Tribune"tribune.com.pk। ৫ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  41. "141 to get civil awards on Yaumi-i-Pakistan (Pakistan Day)"Dawn (newspaper)। Islamabad, Pakistan। ২৭ জুন ২০১৯। 
  42. "Punjab governor confers awards on 27 personalities"Business Recorder (newspaper)। Lahore, Pakistan। ২৫ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]