জুনুন
জুনুন | |
---|---|
![]() জুনুন একটি লাইভ কনসার্টে | |
সদস্যবৃন্দ | সালমান আহমাদ আলী আজমত ব্রেইন ও'কন্নেল |
প্রাক্তন সদস্যবৃন্দ | নুসরাত হোসাইন |
ওয়েবসাইট | www.junoon.com |
জুনুন (উর্দু: جنون অনু. Obsession/Passion) একটি পাকিস্তানি সূফী রক ব্যান্ড যেটি ১৯৯০ সালে গঠিত হয়।[১] ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন লিড গিটারিস্ট সালমান আহমাদ। জুনুন পাকিস্তানের সবচেয়ে সফল ব্যান্ড এবং কিউ ম্যাগাজিনের মতে জুনুন পৃথিবীর অন্যতম বৃহৎ একটি ব্যান্ড("One of the biggest bands in the world")। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা "দ্য নিউ ইয়র্ক টাইমস" জুনুন'কে পাকিস্তানের ইউটু("the U2 of Pakistan") হিসেবে আখ্যায়িত করেছে।[২] ব্যান্ডটি এ পর্যন্ত সর্বমোট ১৯টি এ্যালবাম প্রকাশ করেছে, যার মধ্যে: ৭টি স্টুডিও এ্যালবাম, ১টি সাউন্ডট্র্যাক, ২টি লাইভএ্যালবাম, ৪টি ভিডিও এ্যালবাম এবং ৫টি compilations.[৩] ব্যান্ডটি ১৯৯১ সালে বৃহৎ রেকর্ড কোম্পানি ইএমআই এর সাথে চুক্তিবদ্ধ হয় এবং ১৯৯১ সালেই তাদের ব্যান্ডের নামানুসারেই জুনুন নামে এ্যালবাম প্রকাশ করে।[৪] এর দু'বছর পর ১৯৯৩ সালে তারা তাদের দ্বিতীয় এ্যালবাম তালাশ বের করে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৪।
- ↑ http://magnatune.com/artists/junoon
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৪।