রওনক হাসান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম এম কামরুল হাসান রওনক
রওনক হাসান
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামরওনক হাসান
শিক্ষাচট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
পেশাঅভিনেতা, পরিচালক, লেখক, নাট্যকার
উল্লেখযোগ্য কর্ম
রাতারগুল, কবুলিয়তনামা
ওয়েবসাইটhttps://www.facebook.com/rawnak.hasan.9

এম এম কামরুল হাসান রওনক একজন বাংলাদেশী অভিনেতা,পরিচালক এবং নাট্যকার[১] রাতারগুল টেলিফিল্মে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) পুরস্কার পান।[২]

নাটক[সম্পাদনা]

মামলা মতিন [১]

কর্মজীবন[সম্পাদনা]

আঠারো বছর বয়সে ১৯৯৫ সালে রওনক থিয়েটার আর্ট নাট্যদল নামে একটি নাট্যদলে দলে যোগ দেন।[৩] এটি তার অভিনয় জীবনের শুরু ছিল। তিনি প্রহেলিকা নামে একটি নাটকে আত্মপ্রকাশ করলেও তার চরিত্রটির কোনও সংলাপ ছিল না। তিনি ১৯৯৯ অবধি থিয়েটার আর্ট নাট্যদলের সদস্য হিসাবে ‘কোর্ট মার্শাল’, কল্লাটার, হিংটিংছট, এবং কাটা’র মতো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। এরপর তিনি নাট্যজন নামে আরও একটি নাট্যদল দলে যোগ দেন যেখানে কয়েক মাস তিনি কাজ করেছিলেন। একই বছর, তিনি নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন।[১]

কাগজের ফুল নামে একটি ধারাবাহিক নাটকে হাসান প্রথমবারের মতো টেলিভিশনে উপস্থিত হয়েছিলেন। ২০০৪ সালে, ধারাবাহিক নাটক বয়স যখন একুশে তার প্রথম লিখিত চিত্রনাট্য প্রকাশিত হয়েছিল। তিনি ২০০৩ সালে তোমাতেই নামে একটি টেলিভিশন নাটক পরিচালনা করে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন।

ধারাবাহিক নাটক[সম্পাদনা]

ওয়েব ধারাবাহিক[সম্পাদনা]

বছর শিরোনাম ওটিটি চরিত্র সহ-শিল্পী পরিচালক টীকা
২০২১ কন্ট্রাক্ট জি৫ চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আরিফিন শুভ, রাফিয়াথ রশিদ মিথিলা, আয়েশা খান তাহিয়া,‌ শ্যামল মাওলা, ইরেশ যাকের, তারিক আনাম খান, মাজনুন মিজান, জয়ন্ত চট্টোপাধ্যায় তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়
২০২২ মাকাল বায়োস্কোপ ইন্তেখাব দিনার, জিতু আহসান, হাসান মাসুদ, জয়রাজ, অর্চিতা স্পর্শিয়া,‌ অনিমেষ আইচ

পুরস্কার[সম্পাদনা]

পুরস্কার বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার ২৭ ফেব্রুয়ারি ২০২১ টিভি নাটকে শ্রেষ্ঠ অভিনেতা হ্যামলেটের ফিরে আসা বিজয়ী [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ""Aly Zaker is my mentor" - Rawnak Hasan"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১৩ 
  2. "Meril Prothom Alo Awards Gala Night"Prothom Alo। ৯ মে ২০১৫। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৯ 
  3. Siddiqua, Fayeka Zabeen (১২ সেপ্টেম্বর ২০১৪)। "1 Minute Please!"The Daily Star 
  4. "আজ থেকে এনটিভিতে নতুন ধারাবাহিক 'মেহমান'"www.ntvbd.com। সংগ্রহের তারিখ ১ মে ২০২১ 
  5. "শ্রেষ্ঠ নায়কের পুরস্কার নিতে আসেননি শাকিব, শ্রেষ্ঠ নায়িকা বুবলী"দৈনিক ইত্তেফাক। ২৭ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]