রুমিন ফারহানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুমিন ফারহানা
একাদশ জাতীয় সংসদের ৫০ নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৮ মে ২০১৯[১] – ১১ ডিসেম্বর ২০২২[২]
পূর্বসূরীখোরশেদ আরা হক
উত্তরসূরীআফরোজা হক রীনা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1981-08-19) আগস্ট ১৯, ১৯৮১ (বয়স ৪২)[৩]
ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
পিতামাতাঅলি আহাদ (পিতা)
রাশিদা বেগম (মাতা)[৪]
বাসস্থানল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫[৪]
প্রাক্তন শিক্ষার্থীভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ
লন্ডন বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতি
জীবিকাআইনজীবী
যে জন্য পরিচিতনারী রাজনীতিবিদ ও আইনজীবী

রুমিন ফারহানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী। তিনি সংরক্ষিত নারী আসন-৫০ থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন।[৫][৬] তিনি ২০১৯ সালের ২৮ মে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৫০ নং আসনে নির্বাচিত হয়েছিলেন।[১][৭] তিনি ২০২২ সালের ১১ ডিসেম্বর তার পদ থেকে পদত্যাগ করেন। [৮] তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হন ।

জন্ম ও শিক্ষা জীবন[সম্পাদনা]

রুমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অলি আহাদ বাংলাদেশী রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। তার দাদা আবদুল ওহাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন। রুমিন হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিংকনস্‌ ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।[৯]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

রুমিন পরিবার থেকেই রাজনৈতিক দীক্ষা পান। তার পিতা অলি আহাদ ভাষা আন্দোলনে ১৪৪ ধারা ভঙ্গের নায়ক। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এ কারণে উনি স্বাধীনতা পুরস্কার পান। অলি আহাদ তার জীবনের দীর্ঘ ১৯ বছর তিনি কারাগারে কাটিয়েছেন। রাজনীতি করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি, শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানীশেখ মুজিবুর রহমানের সাথে। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুমিন রাজনৈতিক ব্যক্তিত্ব বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন।[১০]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

রুমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় কাজ করেন। ২৮ মে ২০১৯ বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ নং আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।[৫] একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।[৯][১১] ১০ ডিসেম্বর ২০২২ ঢাকার গোলাপবাগে আয়োজিত বিএনপির গণ-সমাবেশে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দেন।

কর্মজীবন[সম্পাদনা]

ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য। তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশী লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালত বিভাগের আইনজীবী।[৩] এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক।[১২]

প্রকাশিত গ্রন্থ[সম্পাদনা]

  • আমাদের রোজনামচা (২০১৮)[১২]
  • যতটুকু বলতে পেরেছি (২০২২)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপির রুমিন ফারহানা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম অনলাইন। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৯ 
  2. "পদত্যাগের খবরে স্পিকারের বিস্ময়, বললেন বিএনপির রুমিন ফারহানা"দৈনিক প্রথম আলো। ১১ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২২ 
  3. "আইনজীবী প্রোফাইল"ঢাকা আইনজীবী সমিতি। অফিসিয়াল সাইট। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৯ 
  4. "রুমিনের প্লট ও ডিসির খাস কামরা"ডয়চে ভেলে বাংলা। ২৬ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯ 
  5. "১১ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"জাতীয় সংসদের অফিসিয়াল সাইট। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৯ 
  6. "রাজনীতি: স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়েছেন বিএনপির এমপিরা, ৫ জনের আসন শূন্য ঘোষণা"বিবিসি বাংলা। ২০২২-১২-১১। সংগ্রহের তারিখ ২০২২-১২-১১ 
  7. "বিএনপির রাজনীতিতে রুমিন ফারহানার উত্থান কীভাবে?"বিবিসি বাংলা। ২০২১-১০-১৩। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৫ 
  8. Report, Star Digital (২০২২-১২-১১)। "Gazette declares 6 seats of BNP MPs vacant"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  9. Jahangir, Apurba (৪ জুন ২০১৯)। "The Multifaceted Lawyer"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৯ 
  10. তৌহিদ, ইকবাল মজুমদার (২৯ জুলাই ২০১৯)। "সুষ্ঠু ভোট হলে ৭ আসন পেতে পারত আওয়ামী লীগ"নয়া দিগন্ত। ২৫ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৭ 
  11. "কে এই ব্যারিস্টার রুমিন ফারহানা?"দৈনিক কালের কণ্ঠ। ২০ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৯ 
  12. "আমাদের রোজনামচা (হার্ডকভার)"রকমারি.কম। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৯