২০১৮ এমসিসি ত্রি-দেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৮ এমসিসি ত্রি-দেশীয় সিরিজ
তারিখ২৯ জুলাই ২০১৮
স্থানইংল্যান্ড ইংল্যান্ড
ফলাফল   নেপাল নেদারল্যান্ডস সিরিজ ভাগ
দলসমূহ
চিত্র:MCC logo.svg এমসিসি    নেপাল  নেদারল্যান্ডস
অধিনায়কবৃন্দ
মাহেলা জয়াবর্ধনে পিটার সিলার পারস খড্‌কা
সর্বাধিক রান
বরুণ চোপড়া (২৭) সুবাশ খাকুরেল (১৬) টবিয়াস ভিসি (৬৯)
সর্বাধিক উইকেট
মার্ক ওয়াট (১)
অ্যালাসডেয়ার ইভান্স (১)
ড্যানিয়েল ডথওয়ায়েট (১)
ম্যাট কোলস (১)
সোমপাল কামি (৩) ফ্রেড ক্লাসেন (১)
মাইকেল রিপন (১)

২০১৮ এমসিসি ত্রি-দেশীয় সিরিজ ২৯ জুলাই ২০১৮-তে অনুষ্ঠিত হয় একটি ক্রিকেট টুর্নামেন্ট। সিরিজে নেপাল, নেদারল্যান্ডসমেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) অংশগ্রহণ করে।এটি আইসিসি কর্তৃক টুয়েন্টি২০ আন্তর্জাতিকের মর্যাদা পায়। নেপাল ও নেদারল্যান্ডসের মধ্যে তৃতীয় চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়।

বৃষ্টিপাত তিনটি ম্যাচকে প্রভাবিত করেছে প্রথম দু'টি ম্যাচ উভয়ই পার্শ্ব প্রতি ছয় ওভারে হ'ল। তৃতীয় এবং চূড়ান্ত ম্যাচে, শুধুমাত্র ১৬.৪ ওভারের খেলা সম্ভব ছিল, খেলাটি কোনও ফলাফল ছাড়াই শেষ হয়। নেপাল ও নেদারল্যান্ডস সিরিজ ভাগ করে নিয়েছে।

দলীয় সদস্য[সম্পাদনা]

চিত্র:MCC logo.svg এমসিসি    নেপাল  নেদারল্যান্ডস

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

দল খেলা জয় হার ড্র ফ.বি. পয়েন্ট এনআরআর
   নেপাল +২.৬৫২
 নেদারল্যান্ডস +১.৬৬৭
চিত্র:MCC logo.svg এমসিসি –২.৩৬৫

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৯ জুলাই ২০১৮
১০:০০
নেদারল্যান্ডস 
৭২/৩ (৬ ওভার)
টবিয়াস ভিসি ৫৮* (২৩)
মার্ক ওয়াট ১/৩ (১ ওভার)
বরুণ চোপড়া ২৭* (১৭)
ফ্রেড ক্লাসেন ১/১২ (২ ওভার)
নেদারল্যান্ডস ১০ রানে জয়ী
লর্ডস, লন্ডন
আম্পায়ার: বেন দাবেনহ্যাম (ইংল্যান্ড) ও অ্যালান হ্যাগো (স্কটল্যান্ড)

২য় টি২০আই[সম্পাদনা]

২৯ জুলাই ২০১৮
১৩:০৫
   নেপাল
৪১/১ (৪.৪ ওভার)
নেপাল ৯ উইকেটে জয়ী
লর্ডস, লন্ডন
আম্পায়ার: বেন দাবেনহ্যাম (ইংল্যান্ড) ও অ্যালান হ্যাগো (স্কটল্যান্ড)

৩য় টি২০আই[সম্পাদনা]

২৯ জুলাই ২০১৮
১৬:২০
নেদারল্যান্ডস 
১৭৪/৪ (১৬.৪ ওভার)
ওয়েসলি বারাসি ৪৪ (২৪)
করণ কেসি ১/১৭ (১.৪ ওভার)
ফলাফল হয়নি
লর্ডস, লন্ডন
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]