ব্যবহারকারী আলাপ:Jayantanth/সংকলন ০৬

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছবি মোছা বিষয়ে[সম্পাদনা]

আমার ১টি ছবি মুছে দিয়েছনে তথ্যের অভাবে কি ধরনের তথ্য, বর্ননা দিলে খুশি হব। Mamun2a (আলাপ) ১২:৪৬, ২৯ মে ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাগতম টেমপ্লেট[সম্পাদনা]

দুঃখিত আগে খেয়াল করা হয়নি। আমি "স্বাগতম" এর পাশাপাশি মাঝে মাঝে "welcome" টেমপ্লেট ব্যবহার করি। আজ হটাৎ খেয়াল করলাম দুটি দেখতে আলাদা। তাই পরিবর্তন করছিলাম। ---- নাসির খান সৈকতআলাপ ১৫:২৮, ৩০ মে ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

"টেমপ্লেট:W" নামে আলাদা একটি টেমপ্লেট আছে দেখলাম। এটা "টেমপ্লেট:স্বাগতম"-এ রিডাইরেক্ট করলে কি সমস্যা হবে?-- নাসির খান সৈকতআলাপ ১৫:৩৮, ৩০ মে ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশাসকদের আলোচনাসভায় দৃষ্টি আকর্ষণ করছি[সম্পাদনা]

প্রশাসকদের আলোচনাসভার সর্বশেষ আলাপে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৪, ৩০ মে ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

জয়ন্ত ভাইকে স্বাগত বার্তার জন্য ধন্যবাদ[সম্পাদনা]

শুরুতে আমি উইকিপেডিয়াঃ বাংলা ওয়িকিপেডিয়ার সকল প্রশাসকবৃন্দ ও সম্পাদকবৃন্দ সহ অন্যান্যদের আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলা উইকিপেডিয়াতে একেবারেই নতুন,বলতে গেলে সম্পুর্ণ অজ্ঞ। জয়ন্ত ভাইয়াকে ধন্যবাদ "স্বাগতম"বাদ জানানোর জন্য। আমি সম্ভবত এই উইকি সম্প্রদায়ের সর্বকনিষ্ঠ ব্যক্তি। আশা করছি,সকল কাজে আপনাদের সকলের আন্তরিক সহায়তা পাব। আমার একান্ত প্রচেষ্ঠা থাকবে সম্প্রদায়ের সহিত একাত্ম হয়ে,বাংলা উইকিপেডিয়া সমৃদ্ধিকরণে কার্যকর অবদান রাখতে পারব,যদিও আমি এই মুহূর্তে যাবতীয় সকল বিষয়ের (এডিটিং টার্ম-এর) সহিত সম্পূর্ণ পরিচিতি লাভ করতে পারিনি। আপনাদের সহায়তা পেলে অবশ্যই সকল বিষয়ের খুঁটিনাটি আয়ত্ত করতে সক্ষম হব। কীভাবে নির্ভুলভাবে সম্পাদনা করা হয়,করা যায়, আশা করি আমাকে সহায়তা করবেন। সকলকে ধন্যবাদ। --Sabuj Barua (আলাপ) ২০:২৮, ৫ জুন ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

জয়ন্তদা, আমা কর্তৃক লিখিত সিতেশ রঞ্জন দেব নিবন্ধটিতে দীর্ঘদিন যাবৎ উল্লেখযোগ্যতার ট্যাগ সাঁটা। সম্প্রতি আমি নিবন্ধটিতে কিছু কাজ করেছি। আশা করি এর প্রেক্ষিতে এর উল্লেখযোগ্যতার প্রমাণ সম্ভব। অনুগ্রহ করে যথাশিঘ্র নিবন্ধটি পূণর্যাচাইপূর্বক উল্লেখযোগ্যতা সংক্রান্ত একটি স্থির সিদ্ধান্তে উপনীত হোন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:১৯, ১১ জুন ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

দয়া করে নিবন্ধের ট্যাগ অনির্দিষ্টকালের জন্য পর্যবেক্ষণবিহীনভাবে ঝুলিয়ে রাখবেন না। অনুরোধ করছি রিভিউ করার জন্য এবং যথোপযুক্ত দিকনির্দেশনা দেবার জন্য। আর যদি বর্তমান নিবন্ধ উল্লেখযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয় (আমার বিশ্বাস, হবে), তাহলে অনুগ্রহ করে উল্লেখযোগ্যতার ট্যাগটি অপসারণ করুন। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৪৭, ১৬ জুন ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

বানানের প্রতি যত্নবান হওয়ার অনুরোধ[সম্পাদনা]

এখানে মন্তব্যগুলো পড়তে গিয়ে বানান সমস্যা চোখে পড়ল। যেমনঃ 'ওয়িকিপেডিয়া', 'সম্পুর্ণ', 'প্রচেষ্ঠা' ইত্যাদি। সেগুলো হয়ত অনিচ্ছাকৃত। তবে মূল উইকিপিডিয়াতে লেখার ক্ষেত্রে সংশ্লিষ্টগণ সতর্ক না হলে পাঠকদের জন্য তা সমস্যার কারণ হতে পারে। আমি কাউকে হেয় করার জন্য মন্তব্য করিনি। উইকিপিডিয়াতে কে, কোথায়, কীভাবে লিখছে তা সবাই বুঝতে পারে। তাই বিশ্বস্ততা অর্জনের জন্য এ বিষয়ে সকলেরই সতর্ক হওয়া উচিত। Munir Ibn Farid

তথ্যসূত্রের জন্য ধন্যবাদ জয়ন্ত দা[সম্পাদনা]

জয়ন্ত দা, কীভাবে তথ্যসূত্রগূলো যোগ করলেন, জানালে উপকার হয়। আমি করব ভেবেছিলাম, আপনি করে দিলেন, ধন্যবাদ। কিন্তু আমি ছবি যোগ করতে পারছি না। আম্বেদকরের ছবির নিচের ক্যাপশন বাংলায় লিখব কীভাবে এবং যোগ করব কীভাবে?? বললে উপকৃত হই। আর কিছু পরামর্শ থাকলে জানান। ধন্যবাদ(প্রত্যয়ন) ১৯:২৭, ১১ জুন ২০১১ (ইউটিসি)

আমার লেখা মুছে দেবার জন্য[সম্পাদনা]

জয়ন্ত দা,

আমি একবারে নতুন এখানে। আমি একজন ঝিনাইদহ জেলার নাগরিক আমি ঝিনাইদহ জেলার বিভিন্ন ওয়েব থেকে নিয়ে আপলোড করছি কারন এখানে যেন সব কিছু থাকে। এখন আমার করার কি আছে। আমিতো আর ঝিনাইদহ জেলার ইতিহাস রচনা করতে পারবো না?

message on en: regarding "Joy"[সম্পাদনা]

Hi there. I left you a message at the English Wikipedia, please read it. --en:Joy

পিডিএফ[সম্পাদনা]

জয়ন্তবাবু, বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ থেকে পিডিএফ নির্মাণ করলে তা সঠিক ভাবে বাংলা লিপি প্রদর্শন করতে সক্ষম হয় না কেন? পিডিএফ ফাইলে প্রদর্শিত ফন্টটি (Font face) প্রায় "লিখন" (Likhan) ও "বিদ্যা" (Vidya) ফন্ট দু'টির সদৃশ। কিন্তু উল্লিখিত দু'টি ফন্টই সম্পূর্ণ সঠিক ভাবে বাংলা লিপি প্রদর্শন করতে সক্ষম, তাই মনে হয় না যে এই টেক্সটি ওই দু'টির কোন একটিতে করা। Complex Script rendering বলতে যা বোঝায় তার পুরোটাই করতে অক্ষম এই ফন্টটি। মাইক্রোসফট উইন্ডোজের সাথে প্রাপ্ত এরিয়াল ইউনিকোড এম এস (Arial Unicode MS) ফন্টটির মতই এটিতেও সমস্ত স্বরচিহ্ন বা 'কার' ও যুক্তব্যঞ্জন ভেঙে যাচ্ছে। এটি কেন হচ্ছে বা এটি কি দ্রুততার সাথে ঠিক করা সম্ভব না। উত্তর দিলে উপকৃত হব। -তৃণাঞ্জন (আলাপ) ১২:০৯, ২৬ জুন ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে বাংলা ভাষাত্র মতই আরও অনেক ভাষায় এই কাজটা এখনো ঠিকঠাক হয় না। এই বাগগুলি দেখুন , ঠিক করার কাজ চলছে। বাগ 8898http://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=8898, {{bug|19830}, বাগ 20403http://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=20403। আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ | অবদান) ১২:২৬, ২৬ জুন ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

Hi,

This is Amir E. Aharoni from Wikimedia Israel.

I sent you an email. Did you receive it? It's very urgent for you.

Please tell me whether you received it. Amir E. Aharoni (আলাপ) ২২:০৩, ৩ জুলাই ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

Yes Dear I have received your mail, Thank you.- --জয়ন্ত (আলাপ | অবদান) ০৮:০১, ৪ জুলাই ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

অর্ণবদা[সম্পাদনা]

জয়ন্তদা, আশা করি ভালো আছেন। উইকিমিটআপ কলকাতার পক্ষ থেকে হোক কিংবা ব্যক্তিগতভাবে হোক, অর্ণবদার একটা খোঁজ কি আমাদের দিতে পারেন? বেচারা, ব্যবহারকারী পাতা হাইড করে উইকি ছুটি না নিয়ে হারিয়ে গেলেন যে, কোনো কারণ পাচ্ছি না। জানতে ইচ্ছে করছে আরকি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৫০, ৪ জুলাই ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

ফোন করে পাচ্ছি না, সুইচ অফ। মেইল বা ফেসবুকেও নেই। আমি ভেবেছিলাম পরিক্ষার জন্য ছুটিতে আছে। এখন একটু অস্বস্তি হচ্ছে। এই বাংলা থেকে অর্ণব আমাদের সম্পদ। বাড়ির ঠিকানাটা জানি। কিন্তু কোনো দিন যাইনি। তাই যেতে কুণ্ঠা বোধ করছি। মাঝে দুটি মিটআপ করে ফেললাম। অর্ণব অনুপস্থিত। আমার নিজের ও খারাপ লাগছে। কোনো ব্যাপারে কোনো বিষয়ে আমরা কি অর্ণবকে, না বুঝে কষ্ট দিয়ে ফেলেছি? জানি না। ওর মতো লেখককে হারালে বাংলা উইকিপিডিয়ার ক্ষতিই হবে বলে মনে করি।----জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:৩৩, ১১ জুলাই ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
‌আমিও তানভির ভাইয়ের সাথে এই বিষয়েই কথা বলছিলাম, আমরা কি কোনো বিষয়ে না জেনেই কষ্ট দিয়ে ফেলেছি? যদি কোনো ঝামেলা না হয়, আর আপনার কোনো আপত্তি না থাকে আমি কি আপনাকে তাঁর বাড়িতে যাবার অনুরোধ করতে পারি? আপনার গাড়ি দিয়ে সাঁই করে একটা টান... ব্যস। :)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩৯, ১১ জুলাই ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

কালকূট[সম্পাদনা]

জয়ন্তবাবু, আমি কি উইকিসংকলনে সমরেশ বসুর লেখা আপলোড করতে পারি? অনুগ্রহ করে সত্বর জানাবেন। উত্তরের প্রতীক্ষায় রইলাম। -তৃণাঞ্জন (আলাপ) ০৫:০৫, ৪ আগস্ট ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

Invite to WikiConference India 2011[সম্পাদনা]


Hi Jayantanth,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

উইকি কনফারেঞ্ছ ২০১১ ইং[সম্পাদনা]

দাদা, আমি কিভাবে এই কনফারেঞ্চে অংশগ্রহণ করতে পারি। আমি সবুজ বড়ুয়া, এই মুহূর্তে ইতালিতে অবস্থান করছি, কিন্তু আমার প্রবল প্রবল প্রবল ইচ্ছা আছে এই কনফারেঞ্চের অংশীদার হওয়ার, সুযোগ পেলে আমি একটা প্রেজেন্টেশন প্রপোজাল জমা দিব। আমি উইকিতে নতুন ও এটা আমার প্রথম সুযোগ, সেই কারণে আমি এটার জন্য অন্তর্ভুক্ত হতে চাই। কিন্তু, একটা সমস্যা, সেটা ট্রান্সপোর্টেশন ও একোমোডেশন --

  1. ফুল স্কলারশিপ বলতে কি বোঝানো হচ্ছে, এটা কি শিক্ষাবৃত্তি নাকি অন্যকিছু, দয়া করে বলবেন কি?
  2. পার্শিয়াল স্করালশিপ বলতে কি বোঝানো হয়েছে।
  3. ৭৫% বা ৫০% কি যারা ইন্ডিয়ার বাইরে থেকে আসবে বা আসতে চায়, তাদের জন্য প্রযোজ্য?
  4. ট্রানপর্টেশন অ্যান্ড একোমোডেশন কি শুধুমাত্র যারা প্রেজেন্টেশন প্রদান করবেন তাদের জন্য?

আমি ছাত্র বিধায়, পুরোপুরি খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব। কিন্তু উইকিপিডিয়ায় যাতায়াত ও থাকার সুবিধা পেলে (২৫% পর্যন্ত আমি বহনে রাজী) আমি অংশগ্রহণ করতে চাই। যারা প্রোপোজালে আগ্রহী নন বা নন-উইকিপিডিয়ান, তারাও কি এই উইকি কনফারেঞ্চে অংশগ্রহণ করতে পারবেন? দাদা, শীঘ্রই জানালে উপকৃত হবো। ধন্যবাদ। --Sabuj Barua (আলাপ) ০৮:০৮, ১২ আগস্ট ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

আমি দুঃক্ষিত সবুজ। উইকি কনফারেন্সে আশার আগ্রহের জন্য ধন্যবাদ। ভারতের উইকি কনফারেন্সে স্কলারশিপ শুধু ভারতে বসবাসকারি উইকিপিডিয়ানদের ক্ষেত্রে প্রযোজ্য। বিদেশী নাগরিক বা বিদেশে বসবাসকারি ভারতীয়দের কিছু রেফারেন্সের ভিত্তিতে বিশেষ আমন্ত্রন জানানো হবে। সেই তালিকায় আপনি নেই। ----জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:১১, ১২ আগস্ট ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

Please check this. Nothing personal and no hard feelings. Placing this message here as per your meta talk page request. Have lived in Tripura for @ two months, with a Sanskrit teacher. She spoke no English/Hindi. I spoke with her in formal Marathi and she in Sanskrit/formal Bangla. We communicated well. I picked the Banglalipi well enough to read bus boards/ shop boards and understand Bangladesh TV programme announcements, and also bank notes: das taka. Akhomiya too I came to know was similar. That was 22 years ago, and have lost those skills, except bank notes. Though I don't think more than a few days would be needed now either. Had similarly picked up Nastaliq, in one sitting. Which I can still manage sometimes, depends on the font though, and should know the context, for example newspaper headlines - I can decipher. Yogesh Khandke (আলাপ) ০৪:০৮, ৫ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

The fastest to reach me is my English Wikipedia talk page.Yogesh Khandke (আলাপ) ০৪:২০, ৫ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

অসমীয়া ৱিকিপিডিয়াথেকে কৃতজ্ঞতা[সম্পাদনা]

নমস্কাৰ। আমি প্রভাকর শর্মা নেওগ, অসমীয়া ৱিকিপিডিয়ার এজন সদ্যনির্বাচিত আ্যাডমিন। Ordered list -এর সংখ্যাগুলি অসমীয়াই প্রকাশ করা সম্পর্কীয় সমস্যাটি সমাধান করার জন্যে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুগ্রহ করে ভবিষ্যতে আপনাদের বাংলা উইকিপিডিয়ার জন্যে কিছু করার সুযোগ পেলে সুখী হব। ভবিষ্যতেও আপনাদের সহায়-সহযোগ পামনা করিলাম।

বাংলা ভুল হলে ক্ষমা করবেন। যদিও পরতে বা বলতে পারি, লিখতে একটু অসুবিধে হয়।

Psneog (আলাপ) ১৭:২৭, ১২ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

মিথিলা নিবন্ধের সাম্প্রতিক সম্পাদনা[সম্পাদনা]

জয়ন্তদা, মিথিলা নিবন্ধে আপনি সম্প্রতি যে ট্যাগটি লাগিয়েছেন, আমার ভুল না হলে আপনি বোধহয় ভুলবশত ভুল ট্যাগ লাগিয়েছেন। আমি সেটা সরিয়ে refimprove লাগিয়েছি। যদি সেটা আপনার কাঙ্ক্ষিত না হয়ে থাকে বা উল্লেখযোগ্যতার প্রশ্ন থাকে, তাহলে ট্যাগ পরিবর্তনের অনুরোধ রইলো। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৫১, ৭ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র আপলোড সংক্রান্ত[সম্পাদনা]

ধন্যবাদ জয়ন্ত, আমার আলাপ পাতায় দু'টো ট্যাগ সংযোজন করায়। স্মৃতি রোমন্থন করে দেখলাম এটিই বোধহয় আপনার পাতায় ১ম আলাপ। সে যাই হোক, বিদ্যুৎ বিভ্রাটজনিত কারণে ঝামেলা পড়ছি। মোহিতলাল মজুমদার নিবন্ধে ছবি সংযোজনটি ছিল আমার ৩য় এবং এরপূর্বে অদ্বৈত মল্লবর্মণ নিবন্ধে দু'টি ছবি সংযোজন করেছি। ছবি সংযোজনার পূর্বে আলাপ:অদ্বৈত মল্লবর্মণ-এ কিছু বক্তব্য তুলে ধরেছি। আপনার ১ম ট্যাগটি যদি ঐখানে রাখা হতো তাহলে হয়তো সুবিধা হতো বিশেষ করে ইংরেজী উইকি কমন্সে আপলোডের ব্যাপারটি বেশ চিত্তাকর্ষক। নিবন্ধের পূর্ণাঙ্গতা অনেকাংশেই ছবির উপর নির্ভরশীল। তারপরও আলাপ:অদ্বৈত মল্লবর্মণ-এর বিষয়শ্রেণীতে বেশকিছু "-হীন" রয়েছে যা উইকি'র দূর্বলতা প্রকাশ পায়। এ পর্যন্ত ৩টি ছবি আপলোড করেছি। আপলোডের ফলেই ট্যাগ পেয়েছি এবং মনে প্রশ্ন ভেসে উঠেছে। তাই, ছবি ও নিবন্ধ বিষয়ে কয়েকটি প্রশ্ন রাখছি। আশা করছি সম্যক ও যথোচিত উত্তর পাবো।

  • ১০০ বছরের পুরনো ছবি বিষয়ে আমি যতদূর জানি বাংলাদেশে ৫০ এবং ভারতে ৭০ বছরের সীমাবদ্ধতা রয়েছে। এ ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দিবেন কি?
  • অদ্বৈত মল্লবর্মণ এবং মোহিতলাল মজুমদার নিবন্ধের আপলোডকৃত ছবিগুলোয় কি কি পার্থক্য বা সমস্যা রয়েছে?
  • রঙিন ছবিকে সাদা-কালো, স্ক্যাচ বা গ্রাফ করলে কোন অসুবিধা আছে কি?
  • ক্যামেরা/স্ক্যান করে টেলিভিশনের ছবি বা বইয়ের ছবি ধারণে কি সীমাবদ্ধতা রয়েছে?
  • আলাপ:অদ্বৈত মল্লবর্মণ-এর বিষয়শ্রেণীতে চিত্রহীন জীবনী নিবন্ধ, চিত্রহীন নিবন্ধ, তথ্যছকহীন জীবনী নিবন্ধ, তথ্যছকহীন নিবন্ধ, অসম্পূর্ণ জীবনী নিবন্ধ-গুলো কোন ধরণের ব্যবহারকারী সংশোধন করবে?
  • কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটি নিবন্ধকে পূর্ণাঙ্গ বলা যেতে পারে? অদ্বৈত মল্লবর্মণ নিবন্ধ কি পূর্ণাঙ্গতা পেয়েছে?

আশা করছি কিছুটা সময় নিয়ে উক্ত বিষয়গুলোর যথোচিত বক্তব্য তুলে ধরে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন? উইকিতে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি। শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১০:৪৪, ১১ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

টুইংকল[সম্পাদনা]

জয়ন্তদা, টুইংকল কবে নাগাদ ব্যবহারোপযোগী করা যাবে? টুলটা কাজকে বেশ সহজসাধ্য করে। আপনার পক্ষ থেকে ওটা নিয়ে একটু কাজ প্রার্থণা করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৫৭, ২০ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

জয়ন্তদা, টুইংকল নিয়ে ইদানিং আপনার কাজ দেখে উৎসাহ পাচ্ছি। মনে হচ্ছে আমরা শিঘ্রই টুইংকলকে বাংলা উইকিপিডিয়ায় চালু করতে পারবো। ইংরেজি উইকিপিডিয়ায় ওটা দিয়ে কাজ করে দারুণ মজা পেয়েছি। বাংলা উইকিপিডিয়ায় চালু হলে খুব উপকার হতো। আপনাকে অগ্রিম অভিনন্দন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:৪১, ৩ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
আশা করি কিছুদিনের মধ্যে এটাকে সবার সামনে আনতে পারবো। এটা এখনো পরিক্ষানিরীক্ষার স্তরে আছে। মঈনুল ইসলাম ভাই আপনি কি একটি কাজ করতে পারবেন? WP:UTM পাতার টেমপ্লেট গুলিকে অনুবাদে সহায়তা করতে পারবেন? তাহলে খুব ভালো হয়। --জয়ন্ত (আলাপ | অবদান) ০৮:০৬, ৩ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
সানন্দে শুরু করছি, ইনশাল্লাহ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:২৪, ৩ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
টেমপ্লেট:Uw-disruptive2 এবং টেমপ্লেট:Uw-disruptive3-এর মধ্যে কোনো পার্থক্য তো দেখছি না। পার্থক্য না থাকলে দুটো আলাদা টেমপ্লেট কেন? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৩৩, ৩ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Hi - I'm just doing image work. Is there a local bureaucrat to assign the bot flag? Addihockey10 (আলাপ) ০৯:২৯, ২৫ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

Yes Please submit at WP:Bots/Requests for approval. Thanks.--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:৩৪, ২৫ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
I'm not really a bot though ;) I just run a program to switch images for me - saving time. Do I still apply for the bot flag nonetheless? Addihockey10 (আলাপ) ০৯:৩৬, ২৫ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
If you wish to contribute only by WP:AWB , it is better to work with botflag.--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:৪০, ২৫ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
Okay. I'll request it there. I might have a couple non-bot edits but they'll mainly be bot. Addihockey10 (আলাপ) ০৯:৪৩, ২৫ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে Now wait for community input? Addihockey10 (আলাপ) ০০:৪১, ২৬ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

সমসাময়িক ঘটনার অন্তর্ভুক্তি[সম্পাদনা]

জানতে চাই কোন পাতায় দৈনিক পত্রিকা থেকে সংবাদ শিরোনাম যোগ করা সমীচীন হবে। – Faizul Latif Chowdhury (আলাপ) ০৬:১০, ৬ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যাখা প্রদান সংক্রান্ত[সম্পাদনা]

(পরিবর্তন | ইতিহাস) . . শিশ্ন‎; ১৮:৪১ . . (-৬,৮০১) . . Jayantanth (আলোচনা | অবদান)‎ (+fix not a CSD candidate need to discuss about image) নিবন্ধটিতে ১৫০ শব্দ ছিল না যা সুন্দরভাবে বিষয়বস্তু ব্যক্ত করতে ব্যর্থ হয়েছে। ফলে subst:খালি ট্যাগ লাগিয়েছি। আপনি মুছে দিয়েছেন ভাল কথা। কিন্তু সম্পাদনা সারাংশে লিখেছেন "+fix not a CSD candidate need to discuss about image". পুরো বাক্যটার ব্যাখ্যা দিয়ে বাধিত করবেন। - সুব্রত রায় (আলাপ) ১৩:৪০, ১৩ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটি বিষয়বস্তু ব্যক্ত করতে ব্যর্থ হয়েছে। বা নিবন্ধটিতে ১৫০ শব্দ ছিল না মেনে নিয়ে বলছি। নিবন্ধটি উন্নতি করার দাবি রাখে। ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ | অবদান) ১৫:৩৭, ১৩ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

কৈলাশহার নিবন্ধ[সম্পাদনা]

শুপ্রভাত জয়ন্ত দা।

"কৈলাশহার" নিবন্ধ টি সম্পর্কে তোমার দৃষ্টি আকর্ষন করতে চাই।
তা হল এই নিবন্ধ এর নামকরন সঠিক হয় নি, যদি তুমি এটাকে সংশোধন করে দাও।

সঠিক বানান টি হবে "কৈলাসহর"। Scorpian ad (আলাপ) ০৭:১৯, ১৫ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ছত্তীসগঢ় নিবন্ধের তথ্যছক-এ সম্ভবত ল্যাটিচিউড-অল্টিচিউড ঠিকমতো পাচ্ছেনা। বেখাপ্পা রকম চ্যাপ্টা হয়ে গেছে তথ্যছকটা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:০৪, ২৬ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদান্তে টুইংকল :)[সম্পাদনা]

জয়ন্তদা, আপনার পরিশ্রম সার্থক। টুইংকল কাজ করছে। আমি আজকে ওটা অনুমতি ছাড়াই চালু করেছি, এবং ব্যবহার করে সুফলও পেয়েছি। অনুবাদের কাজ ছাড়া আর মনে হয় তেমন একটা বাগ নেই (আপনি হয়তো ভালো বলতে পারবেন)। প্যানেল অনুবাদের কাজটি করতে হবে। টেমপ্লেট অনুবাদের কাজ আমি যথারীতি চালিয়ে যাচ্ছি। সুযোগ পেলেই একটা-দুটো করছি। অনুগ্রহ করে সেগুলো একটু চেক করবেন, কেননা ওগুলোতে বিভিন্ন প্যারামিটার সংক্রান্ত ঝামেলা আছে, উল্টাপাল্টা যেন না হয়। তাছাড়া ইংরেজির বাক্য-গঠনশৈলীর সাথে বাংলার বাক্য-গঠনশৈলী মিলে না, তাই গুছিয়ে অনুবাদ করা যায় না। তাই আমার ভুলগুলো ঠিক করে নেয়ার অনুরোধ। খুব ভালো কাজ হয়েছে। হোমউইকিতে এটা ছিল সময়ের দাবি। আমার ধীর সংযোগে খুব কাজে লাগবে টুইংকল। অনেক অনেক ধন্যবাদ। :)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৪৪, ২৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি) {{subst:CFDNote|1=বিষয়শ্রেণী:আন্তর্জাতীক দৃষ্টিভঙ্গি প্রয়োজন}}  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৪৯, ২৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

টুইংকেল + জয়ন্ত = সমার্থক[সম্পাদনা]

জয়ন্ত বাবু, মিষ্ট শুভেচ্ছা। টুইংকেলকে ব্যবহার উপযোগী করায় আন্তরিকভাবে অভিনন্দন জানাই। টুলটা বেশ কাজের বলেই মনে হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার স্তর থেকে বর্তমান পর্যায়ে নিয়ে আসায় বাংলা উইকি'র একজন হিসেবে শুভেচ্ছা বার্তা প্রেরণ না করলে ভাল দেখাবে না ভেবেই এ বার্তা প্রেরণ। আসলে এভাবেই হয়তো বাংলা উইকি পূর্ণাঙ্গ পাবে কোন একদিন! পাশাপাশি মঈনুল যেভাবে আগ্রহ দেখিয়েছে ও আপনাকে সহযোগিতা করেছে টুইংকেলের ব্যাপারে - তাকেও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমার তরফে।

টুইংকল সংক্রান্ত আলোচ্য বিষয়াবলী[সম্পাদনা]

এখন থেকে এই থ্রেডের অধীনে টুইংকলের সমস্যা কিংবা পরামর্শগুলো আলোচনার জন্য রাখলাম:

  • উপমা নিবন্ধে {{multiple issues|cleanup=ফেব্রুয়ারি ২০১২|context=ফেব্রুয়ারি ২০১২|wikify=ফেব্রুয়ারি ২০১২}} যুক্ত হয়েছে, যেখানে সম্পূর্ণ ট্যাগটি ইংরেজি লেখা প্রদর্শন করছে। অথচ Cleanup, Wikify টেমপ্লেট দুটোই বাংলায় রয়েছে। এই বিষয়টার সমাধান কিভাবে করা যায়, মানে বাংলা টেমপ্লেটগুলোকে কিভাবে multiple issues-এর অধীন করা যায়... তা দেখা দরকার।
  • তানভির ভাই প্রবর্তিত খালি টেমপ্লেটটি টুইংকলে নেই। যা আছে, তার বক্তব্য এই পাতায় কোনো লেখাই নেই, অথচ আমাদের "খালি" ট্যাগটির বক্তব্য ছিল একটা নির্দিষ্ট পরিমাণ অক্ষর/শব্দের শর্ত পূরণ করা।
  • আমি, বানান ভুল সংক্রান্ত একটা টেমপ্লেট বানিয়েছিলাম। ওটা যোগ করা যায় কিনা, বিবেচনার অনুরোধ রইলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:২৯, ১ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]


ধন্যবাদ মঈনুল, তিনটি বিষয়ই ঠিক করা যাবে ও করতে হবে। আমি এই কাজেই লেগে আছি। সবাইকেই অনুরোধ প্রয়োজনিয় টেমপ্লেটগুলিকে এখানে নিয়ে আসা ও অনুবাদ করা।আর কোনো সমস্যা দেখা দিলে আমাকে জানান। আর জাভা স্ক্রিপ্টে ইন্টারফেসের জন্য অনেক অনুবাদ প্রয়োজন, কেউ যদি সাহায্য করেন ভালো হয়।----জয়ন্ত (আলাপ | অবদান) ০৪:৪৪, ২ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
জয়ন্তদা, জেএস ফাইলগুলোতে কিভাবে কাজ করতে হবে, আর কোথায় গিয়ে করতে হবে, তা জানালে চেষ্টা করে দেখা যাবে। আপনাকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৫৫, ২ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যা[সম্পাদনা]

  • আমার টুংকল গ্যাজেটটি হঠাৎ করে কাজ করছে না। লাইন স্লো থাকার কারণে হতে পারে। কিন্তু পুরো পাতা সময় নিয়ে লোড হওয়ার পরেও টুইংকল লোড হয় না। এতোদিনও আমি অপেরা ১০.১০-এ কাজ করেছি, এখনও করছি। কোনো সফ্‌টওয়্যারও ইন্সটল করিনি, কোনো ফাইল অভাররাইটও করা হয়নি। সমস্যাটার কারণ ধরতে পারছি না। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:০৪, ১২ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
আমার অপেরা ১১.৬১ এ টুইংকল লোড হচ্ছে ও ঠিক মতো চলিছে আমি উইন ৭ ও উবুন্টু ১১.১০ । অপেরা কে একবার রিলোড করে দেখুন। আপনার মেসিনে অন্য অয়েব ব্রাঊজ়ারে হচ্ছে কিনা পরিক্ষা করুন।----জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ[সম্পাদনা]

জয়ন্ত দাদাকে ধন্যবাদ। --Sabuj Barua (আলাপ) ১৯:২৬, ৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Sysop message.[সম্পাদনা]

এখানে একবার দেখবে https://secure.wikimedia.org/wikipedia/as/wiki/Wikipedia:Community_Votes#Assamese_Vs_Latin_numerals_in_templates_using_parser_functions

Psneog (আলাপ) ১৯:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Hello, firstly, sorry for writing in english.

The templates Template:Monthname convert and Template:Bn2endigits can together solve the problem that you were facing with #time. The code would be:

{{#time:Y-F-j|{{Bn2endigits|{{{1|{{CURRENTYEAR}}}}}}}-{{Monthname convert|{{{2|{{CURRENTMONTH}}}}}}}-{{Bn2endigits|{{{3|{{CURRENTDAY}}}}}}} -1 days}}

Still, for some as yet unknown reason the output is ত্রুটি: অবৈধ সময়

Note though that {{#time:Y-F-j|{{Bn2endigits|{{CURRENTYEAR}}}}-{{Monthname convert|{{CURRENTMONTHNAME}}}}-{{Bn2endigits|{{CURRENTDAY}}}}}} works as expected and gives the output ২০২৪-এপ্রিল-২

And {{#time:Y-F-j|{{CURRENTYEAR}}-{{CURRENTMONTHNAME}}-{{CURRENTDAY}}}} gives ত্রুটি: অবৈধ সময়

So the problem is not with the templates anymore. You need to figure out what input #time wants in place of 1days. Maybe it wants day translated or something? Basically, I don't know what's causing this problem. I'll try to find out though, but I don't know if I can solve this one.

I hope this is (partially) what you were looking for. Oh, and someone should translate Template:Bn2endigits/doc and delete Template:Bn2endigits/2, the subtemplate is unneeded and superceded by Template:Bn2endigits/large. Regards--Siddhartha Ghai (আলাপ) ০৮:৩০, ৬ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Hehe, this was really tough to spot, but its supposed to be {{#time:Y-F-j|{{Bn2endigits|{{{1|{{CURRENTYEAR}}}}}}}-{{Monthname convert|{{{2|{{CURRENTMONTHNAME}}}}}}}-{{Bn2endigits|{{{3|{{CURRENTDAY}}}}}}} -1days}} which gives ২০২৪-এপ্রিল-১ (CURRENTMONTHNAME instead of CURRENTMONTH). So, the problem's definitely solved. Regards--Siddhartha Ghai (আলাপ) ০৯:২৬, ৬ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
{{#time:Y-F-j|{{Bn2endigits|{{{1|{{CURRENTYEAR}}}}}}}-{{Bn2endigits|{{{2|{{CURRENTMONTH}}}}}}}-{{Bn2endigits|{{{3|{{CURRENTDAY}}}}}}} -1days}} also works by the way. It gives ২০২৪-এপ্রিল-২৫--Siddhartha Ghai (আলাপ) ০৯:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

চিংড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এইটি যদি আপনার তৈরি করা উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধ হয়ে থাকে,তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

A tag has been placed on চিংড়ি requesting that it be speedily deleted from Wikipedia. This has been done undersection A1 of the criteria for speedy deletion, because it is a very short article providing little or no context to the reader. Please see Wikipedia:Stub for our minimum information standards for short articles. Also please note that articles must be on notable subjects and should provide references toreliable sources that verify their content.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারনের আপত্তি জানাতে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখা লেবেলের উপর ক্লিক করুন। এইটি করার ফলে আপনার কাছে একটি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, যেখানে আপনি ব্যাক্ষ্যা করুন, কেনো নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি । আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায়আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। সুব্রত রায় (আলাপ) ১৮:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

দ্রুত অপসারণ টেমপ্লেটসমূহ[সম্পাদনা]

ইংরেজি উইকিপিডিয়ার দ্রুত অপসারণ টেমপ্লেটসমূহের সাথে বাংলা উইকিপিডিয়ার টেমপ্লেটগুলোর কোডে বেশ কিছু পার্থক্য রয়েছে সেই সাথে ইংরেজিতে নতুন বেশ কিছু টেমপ্লেটও রয়েছে দেখালাম। আপনি এইগুলো অনেক দিন আগে তৈরী করেছিলেন এবং এখন পর্যন্ত এর কোন কোনোটি অনুবাদও করা হয়নি। বিষয়শ্রেণী সংক্রান্ত বেশ কিছু সমস্যাও রয়েছে দেখালাম। কিছুদিন থেকে টুইংকল ব্যবহার করার সময় এই ত্রুটিগুলো দেখতে পাচ্ছি। আমি এগুলো সংশোধন করতে আগ্রহী। আর আপনি যদি করা শুরু করে থাকেন তবে আর আপনার কাজে বাধা দিতে চাই না। --নাসির খান সৈকতআলাপ ২০:৫১, ৩ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ নাসির, হ্যা সাহায্য করলে ভালো হয়,তবে আমি কিছু বেসিক কাজ করার পর তুমি করলে ভালো হয়। সেটা করে তোমায় জানাচ্ছি।----জয়ন্ত (আলাপ - অবদান) ১৭:০৯, ৪ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
কাল দেখলাম টুইংকলের বেশ কিছু টেলপ্লেট এখনো তৈরী করা হয়নি। আপনার দিকের কাজগুলো দ্রুত শেষ করতে পারলে আমি শুরু করতে পারতাম। --নাসির খান সৈকতআলাপ ০৬:০৬, ১১ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]


নাসির আপনি শুরু করতে পারেন।--জয়ন্ত (আলাপ - অবদান) ০৭:০৫, ১১ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনা সংখ্যা[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা সংখ্যা, সম্পাদনা সারাংশ পাতা, প্রণীত নিবন্ধ ইত্যাদি অবদান দেখতে গেলেই নিম্নলিখিত বার্তা দেখায়।

403: User account expired

The page you requested is hosted by the Toolserver user soxred93, whose account has expired. Toolserver user accounts are automatically expired if the user is inactive for over six months. To prevent stale pages remaining accessible, we automatically block requests to expired content.

If you think you are receiving this page in error, or you have a question, please contact the owner of this document: soxred93 [at] toolserver [dot] org. (Please do not contact Toolserver administrators about this problem, as we cannot fix it—only the Toolserver account owner may renew their account.)

HTTP server at toolserver.org - ts-admins [at] toolserver [dot] org

অন্য ব্যবহারকারীরা কী নিবন্ধ প্রণয়ন বা কোন কোন নিবন্ধে সম্পাদনা করেছেন, আমি আগে নিবন্ধ প্রণয়ন করেছি, কোন নিবন্ধে সম্পাদনা করেছি, কিছুই দেখতে পারছি না। উইকিপিডিয়ায় কাজ ব্যাহত হচ্ছে।Adib5271 (আলাপ) ১০:০২, ৪ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ সমস্যাটা জানানোর জন্য , সমাধান করার চেষ্টা করা হচ্ছে।----জয়ন্ত (আলাপ - অবদান) ১৭:০৯, ৪ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক করা হয়েছেতানভিরআলাপ০৯:১৩, ১১ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া:উইকিপ্রকল্প চিকিৎসাবিদ্যা/en[সম্পাদনা]

এই পাতা তে দেওয়া কিছু নির্দেশিকা ঠিক বুঝতে পারছিনা,

যেমন,--

আপনি যেভাবে সাহায্য করতে পারেন

এর ৩য় লাইন -এক একটি কাজ শেষ হওয়ার পর কার্যতালিকায় আপনার অগ্রগতি উল্লেখ করুন, সেটা কি করে করব।


আবার নিচে আরেক টি লাইন আছে ,-Articles

After finishing a task fBN a particular article, just add your name against that task.

{{subst:db-notice-multiple|1=উইকিপিডিয়া:নিবন্ধ উইজার্ড ২.০/উইজার্ড-এখনো সমগ্রভাবে নয়}} নাসির খান সৈকতআলাপ ১৮:৩৪, ২২ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Can't you wait to make the article better,the article is about biography of a Nobel Laureate,it is illogical to delete an article during formation,english wikipedia is far more flexible. Am I adding unnecessary articles? Should not these articles be created somehow,you are insisting about word numbers,is it possible to create a whole article at first time!please give a time to develope an article.Thank youSkashifakram (আলাপ) ১৩:১৫, ২৬ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ বাতিল বিষয়ে[সম্পাদনা]

আমি আমার জন্মস্থান কুড়িগ্রাম জেলা বিষয়ক অসম্পূর্ন নিবন্ধটিকে সম্পাদনা করে সম্পূর্ন করেছিলাম। আপনি সেটা বাতিল করে দিয়েছেন। কারন জানতে চাচ্ছি। উল্লেখ্য, আমার তথ্যগুলো জেলা প্রশাসনের অফিস ও ওয়েবসাইট থেকে নেয়া।

ঐক্যমত্য কিংবা আলাপ ছাড়া রিডিরেকশন তো ঠিক হলো না[সম্পাদনা]

জয়ন্তদা, মকরসংক্রান্তি পাতায় আপনার রিডিরেকশন ট্যাগ দেখে আলাপ:পৌষ সংক্রান্তি‎‎ পাতায় যুক্তি উপস্থাপন করেছি। কিন্তু কোনো ঐক্যমত্য কিংবা আলাপ ছাড়া রিডিরেকশন বোধহয় ঠিক হলো না। অনুগ্রহ করে আলোচনা করে সঠিক সিদ্ধান্তে ঐক্যমত্য সৃষ্টির অনুরোধ করছি। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৩৬, ২ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

দুঃক্ষিত মঈনুল, আসলে আমার মনে হয়েছিল এই রিডিরেকশন তুমি মেনে নেবে। যাই হোক আলোচনা করার সুযোগ এখন রয়েছে। আমার মনে হয়েছিল,পৌষ সংক্রান্তি নিবন্ধের শিরনামটা সঠিক, মকরসংক্রান্তি শব্দটা কি ঠিক? নাকি হবে মকর সংক্রান্তি? আর আমাদের এতো ব্যাক লগ থাকে বলে আমি অতি সত্তর করেছি। যাই হোক আলোচনা চলুক সরিয়ে নেব।--জয়ন্ত (আলাপ - অবদান) ১৭:০৭, ২ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
আসলে মেনে নেয়ার জন্য যে যুক্তিটা দরকার ছিল, সেটা পাইনি বলেই কিন্তু... যাহোক, আপনার দ্রুততার কারণ আমি বুঝেছি, কারণ অনেকদিন থেকে আছি তো, জমে থাকার বোঝা আসলেই বড় বোঝা। আপনি লক্ষ করবেন যে, আপনি একীকরণ ট্যাগ সাঁটার পরেও আমি মকরসংক্রান্তি নিবন্ধটা সম্পূর্ণ করার জন্য একটা এডিট করেছি। ওটা এজন্য করেছিলাম যে, আলোচনায় যেহেতু আমি দুটো নিবন্ধ রেখেছি, তাই আলোচক যেন দুটো নিবন্ধ এবং তাদের টোন বুঝে মতামত দিতে পারেন। আর ঐ শেষ এডিটে আমি নিবন্ধের ভাষায়ও পরিবর্তন এনেছিলাম, যাতে পৌষ সংক্রান্তি সংযোজনের সুযোগ থাকে। আর কিছু না, এজন্যই এই তাড়না আরকি। ...আর, "মকর সংক্রান্তি" বানানের ব্যাপারটি সমর্থনযোগ্য, তবে আমি পত্রিকার ঐ লেখায় সংযুক্ত অবস্থায় বানানটি পাই বলে ওভাবেই লিখেছিলাম। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৩৯, ৩ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]


আমার টুইংকল আবার কেন জানিনা কাজ করছে না। যাহোক, এজন্য মিরপুর থানা নিবন্ধে একটা ভুল রোলব্যাক ঠিক করতে পারছি না। নিবন্ধটা Sayan rc'র শেষ সম্পাদনায় নিয়ে reflist লাগাতে হবে। সহায়তার অনুরোধ থাকলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৫৮, ২ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ভাস্করাচারয[সম্পাদনা]

ভাস্করাচারয-কে নিয়ে আমার ভাই (দেবজিত চক্রবরতি) ১ তা উইকি রচনা লিখেছিল! এখন সেতা উরিয়ে দেয়া হয়েছে। কেন?

শ্রাবণী সেনের ছবি[সম্পাদনা]

জয়ন্ত নাথ, আমি যে ছবিটি আপলোড করেছি সেটি একটি ডিভিডি কাভার, আমার নিজের স্ক্যান করা। আমি দেখলাম কণিকা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবির ক্ষেত্রে এরকমই ডিভিডি কাভার স্ক্যান করে দেওয়া রয়েছে। এখন এই ফাইলে আর কী কী তথ্য দেওয়া জরুরি আমি ঠিক বুঝতে পারছি না। সাহায্য করলে ভাল হয়। তবে কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি যদি গৃহীত হতে পারে তবে আমারটি গৃহীত না হওয়ার কোন কারণ দেখি না, কারণ দু'টোই ডিভিডি কাভারের স্ক্যান। সাহায্য পেলে উপকৃত হব। -তৃণাঞ্জন (আলাপ) ০৭:৫০, ৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়াতে বাংলা তারিখ[সম্পাদনা]

জয়ন্ত নাথ, সম্প্রতি আরবি উইকিপিডিয়ায় দেখলাম যে সেখানে প্রধান পাতায় গ্রেগোরিয়ান (ইংরেজি) তারিখের পাশাপাশি হিজরি তারিখও নিয়মিত প্রদর্শিত হয়। বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় বাংলাদেশের সংস্কারপ্রাপ্ত বর্ষপঞ্জী অনুসারে বাংলা তারিখ যোগ করা যায় না? একবার ভেবে দেখলে ভাল হয়। বাংলা উইকিপিডিয়া তো বাংলা ভাষা ও সংস্কৃতিরই প্রতীক। তাই এ কাজ করলে আমার মনে হয় খুবই ভাল হবে। -তৃণাঞ্জন (আলাপ) ১২:৩০, ৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

সু প্রস্তাব, আমরা চেষ্টা করে দেখব।----জয়ন্ত (আলাপ - অবদান) ১২:৩৫, ৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ, দেখুন এটা যাতে খুব দ্রুত বাস্তবায়িত করা যায়। কারণ এটা ছাড়াও তো উইকিপিডিয়ার অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি ভিত্তিতে কাজ করার আছে, তাই সেইসব গুরুত্বপূর্ণ কাজের ভিড়ে বাংলা তারিখের বিষয়টি চাপা পড়ে যাওয়ার আগেই যাতে কাজটা করে ওঠা যায় সেই চেষ্টাই করুন। -তৃণাঞ্জন (আলাপ) ১২:৩৯, ৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
জয়ন্ত নাথ, কী হল? প্রধান পাতায় বাংলা তারিখ তো এখনও পেলাম না। পয়লা বৈশাখ (১৪ এপ্রিল ২০১২) থেকে পাব কি? দয়া করে জানাবেন। বাংলাদেশের বাংলা পঞ্জিকা তো সরল নিয়মে ইংরেজি পঞ্জিকার সাথে সমন্বয় রেখে তৈরি। সেই তারিখ প্রদর্শন করা তো চান্দ্র ও পর্যবেক্ষণসাপেক্ষ হিজরি তারিখ প্রদর্শনের অপেক্ষা অনেক সহজতর। তাহলে এত দেরি হচ্ছে কেন? -তৃণাঞ্জন (আলাপ) ১০:১১, ১২ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
বৈশাখ ২ কেন? বাংলায় বহুল প্রচলিত ২ বৈশাখ ১৪১৯ নয় কেন? -তৃণাঞ্জন (আলাপ) ০৪:৫৮, ১৫ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
জয়ন্ত নাথ খেলাঘর পাতাটি একবার দেখুন। আসলে পত্রপত্রিকায় ফরমালি বাংলা তারিখ ঠিক ১লা বৈশাখ, ২রা বৈশাখ, ৩রা বৈশাখ, এভাবে থাকে না। ১ বৈশাখ, ২ বৈশাখ, ৩ বৈশাখ, এভাবেই থাকে। আমার খেলাঘর পাতায় আমি পুরো টেমপ্লেট:BENGALIDATE কে এডিট করেছি যাতে তারিখটা ১ বৈশাখ, ২ বৈশাখ,... এইভাবে দেখায়। এটাকে গ্রহণ করে রাখলে আমার মনে হয় সুন্দর হবে। -তৃণাঞ্জন (আলাপ) ০৯:১১, ১৬ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি দয়া করে আমার খেলাঘর পাতা থেকে কপি-পেস্ট করে Template:BENGALIDATE টি এডিট করুন। ওখানে পুরো বছর অনুসারেই বৈশাখ ১, আষাঢ় ১, ভাদ্র ১, ইত্যাদির পরিবর্তে ১ বৈশাখ, ১ আষাঢ়, ১ ভাদ্র, ইত্যাদি করা আছে। বৈশাখ ১, জ্যৈষ্ঠ ১, লেখাটা মোটেই প্রচলিত বাংলা তারিখে লেখার রীতির সাথে মানানসই নয়। -তৃণাঞ্জন (আলাপ) ০৬:১২, ২২ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
না, একটা সমস্যা আছে। আমারটায় তারিখ পাল্টাচ্ছে না। -তৃণাঞ্জন (আলাপ) ০৬:১৩, ২২ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]