বাধা (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাধা
বাধা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশাহীন-সুমন
প্রযোজকমনোয়ার হোসেন ডিপজল
রচয়িতাআবদুল্লাহ জহির বাবু (সংলাপ)
কাহিনিকারমনোয়ার হোসেন ডিপজল
উৎসসুকুমার কর্তৃক 
আর্য
শ্রেষ্ঠাংশে
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
চিত্রগ্রাহকআজিজ পনির
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
পরিবেশকঅমি বনি কথাচিত্র
মুক্তি
  • ৪ অক্টোবর ২০০৫ (2005-10-04) (বাংলাদেশ)
স্থিতিকাল১৭০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

বাধা হচ্ছে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক জুটি শাহীন-সুমন।[১] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, শাকিব খান এবং মনোয়ার হোসেন ডিপজল। এটি ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু চলচ্চিত্র আর্য-এর পুনঃনির্মাণ। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসায়িকভাবে সফল হয়।

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

কুশীলব[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

বাধা চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এবং গীত রচনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, বেবী নাজনীন, সামিনা চৌধুরী, অনিমা ডি কস্টা, মনির খান, আসিফ আকবর, পলাশ[২]

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."মানুষ বাঁচার জন্য"আহমেদ ইমতিয়াজ বুলবুলবেবী নাজনীনমনির খান:
২."জীবনে প্রথম যারে লেগেছে ভালো"আহমেদ ইমতিয়াজ বুলবুলমনির খান, সামিনা চৌধুরীপলাশ:
৩."এই বুকে সুখ লাগে"আহমেদ ইমতিয়াজ বুলবুলঅনিমা ডি কস্টা ও পলাশ:
৪."এই তুমি সেই তুমি"আহমেদ ইমতিয়াজ বুলবুলআসিফ আকবরকনক চাঁপা:
৫."আমার জগত সংসার"আহমেদ ইমতিয়াজ বুলবুলবেবী নাজনীন ও মনির খান:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলা ছায়াছবি 'বাধা'"টিভি গাইড বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Badha (Original Motion Picture Soundtrack) - EP by Ahmed Imtiaz Bulbul" (ইংরেজি ভাষায়)। ২০০৫-০১-০১। 

বহিঃসংযোগ[সম্পাদনা]