জ্যাক রাইডার (কুস্তিগীর)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্যাক রাইডার
২০১৮ সালে জ্যাক রাইডার
জন্ম নামম্যাথু ব্রেট কার্ডোনা
জন্ম (1985-05-14) ১৪ মে ১৯৮৫ (বয়স ৩৮)
মেরিক, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র[১]
বাসস্থানঅরল্যান্ডো, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামব্রেট মেজর[২]
ব্রেট মেজরস
ব্রেট ম্যাথু[২][৩]
জ্যাক রাইডার[২]
কথিত উচ্চতা৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)[৪]
কথিত ওজন২২৪ পা (১০২ কেজি)[৪]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
লং আইল্যান্ড, নিউ ইয়র্ক[৪]
প্রশিক্ষকমিকি উইপরেক[৫]
অভিষেক২০০৪

ম্যাথু ব্রেট কার্ডোনা (জন্ম: মে ১৪, ১৯৮৫) হলেন একজন মার্কিন পেশাদারি কুস্তি। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তিনি ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউন ব্র্যান্ডে জ্যাক রাইডার নামে কুস্তি করেন।

২০০৭ সালে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত পর, তিনি ১ বার ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশীপ, ১ বার ডাব্লিউডাব্লিউই মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়নশীপ এবং ১ বার ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশীপ জয়লাভ করেছেন।

কার্ডোনা ২০০৪ সালে হতে পেশাদারি কুস্তি শুরু করেন। তখন তিনি স্বাধীন সার্কিটে কার্ট হকিন্সের সাথে দলগতভাবে খেলতেন। পরবর্তীতে তারা ডাব্লিউডাব্লিউইতে ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশীপ জয়লাভ করে। ২০০৯ সালে দল বিভক্তের পর, কার্ডোনা ইসিডাব্লিউতে কুস্তি করেছেন।

২০১০ সালে ইসিডাব্লিউ শেষ হয়ে যাওয়ার পর, তিনি ডাব্লিউডাব্লিউইর বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন। ২০১১ সালে, তিনি ইউটিউবে একটি ওয়েব সিরিজ প্রকাশ করেন, যার নাম জেড! ট্রু লং আইল্যান্ড স্টোরি যেখানে তিনি নিজেকে ডাব্লিউডাব্লিউইর ইন্টারনেট চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি প্রদান করেন। তার এই চ্যাম্পিয়নশীপটি ডাব্লিউডাব্লিউই দ্বারা স্বীকৃত নয়।[৬] তার এই উপস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার তাকে অনেক অনুরাগী জুগিয়েছে। এরই ফল স্বরূপ তিনি ডাব্লিউডাব্লিউইতে একটি বড় চরিত্র পেয়েছেন।

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zack Ryder at Online World of Wrestling"। আগস্ট ৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২০, ২০১০ 
  2. "Curt Hawkins and Zack Ryder profile" (German ভাষায়)। Cagematch.de। সংগ্রহের তারিখ জুন ৪, ২০০৮ 
  3. "New York Wrestling Connection Title Histories"। ৯ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৬, ২০০৭ 
  4. "Zack Ryder bio"WWE। সংগ্রহের তারিখ মে ৫, ২০১৪ 
  5. WWE Magazine Special – 25 Years of Interviews, September/October 2008, page 49, 2008
  6. "The untold history of the Internet Title"WWE.com। সেপ্টেম্বর ৮, ২০১১। সংগ্রহের তারিখ জুলাই ১২, ২০১৬