সার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি বড় আধুনিক সার দেয়ার যন্ত্র
সার ছিটানোর একটি হালকা ট্রাক

সার  হল প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যু তে প্রয়োগ করা হয় যাতে উদ্ভিদে বিভিন্ন পুষ্টিকর উপাদানের সরবরাহ নিশ্চিত হয়।[১] 

প্রক্রিয়া[সম্পাদনা]

সারসহ এবং সার প্রয়োগ ছাড়া একটি সিক্স টমেটো উদ্ভিদ

সার  গাছপালার বৃদ্ধি ত্বরান্বিত করে। এই লক্ষ্য পূরণ করা হয়, দুটি উপায়ে। একটি হলো প্রথাগত পদ্ধতি যা হলো পুষ্টি প্রদান।  দ্বিতীয় পদ্ধতি দ্বারা মাটির কার্যকারিতা পরিবর্তন করা হয় বিভিন্ন অনুপাতে সার প্রয়োগের মাধ্যমে।[২]:

উদ্ভিদের জন্য স্বাস্থ্যকর উপাদানগুলো সরাসরি সার হিসেবে ব্যবহৃত হয় না।এর পরিবর্তে কিছু রাসায়নিক যৌগসার হিসেবে ব্যবহৃত হয় যেগুলোতে এইসব ম্যাক্র ও মাইক্রো উপাদানগুলো বিদ্যমান থাকে। সারে সাধারণত ম্যাক্রউপাদানগুলো বেশি পরিমাণে থাকে এবং এর মান ০.১৫% থেকে ৬.০% ড্রাই ম্যাটার এ (DM) (০% আর্দ্রতায়)। উদ্ভিদদেহ তৈরী হয় চার উপাদানের সহায়তায়: হাইড্রোজেন,অক্সিজেন,কার্বন এবং নাইট্রোজেন। হাইড্রোজেন,অক্সিজেন এবং কার্বন বেশি পরিমাণে থাকে পানি এবং কার্বন ডাইঅক্সাইড হিসেবে। যদিও নাইট্রোজেনের পুরোটাই আসে পরিবেশ থেকে, এটি এমন এক অবস্থায় থাকে যা উদ্ভিদগ্রহণ করতে পারে না। তাই নাইট্রোজেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সার উপাদান যেহেতু এটি আমিষ, ডিএনএ এবং অন্য উপাদান (যেমন, ক্লোরোফিল) এ থাকে। তাই উদ্ভিদের সঠিক পুষ্টি নিশ্চিতের জন্য নাইট্রোজেন একটি গ্রহণযোগ্য অবস্থায় তৈরী করতে হবে যাতে উদ্ভিদ তা গ্রহণ করতে পারে। শুধুমাত্র কিছু ব্যাক্টেরিয়া এবং তাদের বাহক উদ্ভিদ (লিগিউম) পারে প্রাকৃতিক নাইট্রোজেনকে(N2) অ্যামোনিয়াতে রুপান্তর করতে।ফসফেট ডিএনএ এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যা উদ্ভিদ কোষের শক্তির প্রধান উপাদান তৈরি করতে সহায়তা করে।

মাইক্রোপুষ্টিউপাদানগুলো উদ্ভিদ টিস্যুতে অপেক্ষাকৃত কম পরিমাণে থাকে এবং পিপিএম এককে, ০.১৫ থেকে ৪০০ ppm DM, অথবা ০.০৪% DM এর কম পরিমাণে থাকে।[৩][৪]

প্রকারভেদ[সম্পাদনা]

সার বিভিন্ন প্রকারের হয়।কোন সার কোন উপাদান দ্বারা তৈরি তার উপর ভিত্তি করে দুই প্রকার। একটি হলো এক উপাদানের এবং অপরটি হলো দুই বা ততোধিক উপাদানের মাল্টিনিউট্রেন্ট সার। সারকে আবার অজৈব ও জৈব এই দুইভাগেও ভাগ করা যায়। অজৈব সার হলো যেগুলোতে জৈব উপাদান(কার্বন) থাকে না (ইউরিয়া ছাড়া).জৈবসার বিভিন্ন জৈব উপাদান থেকে তৈরি হয়।[৫]

একক পুষ্টিউপাদান সম্পন্ন সারসমূহ[সম্পাদনা]

প্রধান শুধু নাইট্রোজেনযুক্ত সার হলো এমোনিয়াম নাইট্রেট (NH4NO3)। এটি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়।আরেকটি সবচেয়ে বহুল ব্যবহৃত নাইট্রোজেন সার হলো ইউরিয়া। এর সবচেয়ে বড় গুণ হলো এটি কঠিন এবং অদাহ্য।[৬] প্রধান ফসফেট সার হলো সুপারফসফেট। এসএসপি ১৪-১৮% P2O5বহন করে। আরেকটি ফসফেট সার হলো টিএসপি যা প্রায় ৪৪-৪৮% P2O5 বহন করে।

বহুপুষ্টিউপাদান সম্পন্ন সারসমূহ[সম্পাদনা]

এই জাতের সারগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এরা দুই বা ততোধিক পুষ্টি উপাদান বহন করে।

বাইনারি (এনপি,এনকে, পিকে) সারসমূহ[সম্পাদনা]

এই জাতের বেশিরভাগ সারই নাইট্রোজেন এবং ফসফরাস দ্বারা গঠিত। এদেরকে তাই এনপি সার বলে। প্রধান এনপি সার হলো মনোএমোনিয়াম ফসফেট (MAP) এবং ডাইএমোনিয়াম ফসফেট (DAP)। এমএপি এর সক্রিয় উপাদান হলো NH4H2PO4 এবং ডিএপি এর সক্রিয় উপাদান হলো (NH4)2HPO4। প্রায় ৮৫% এমএপি এবং ডিএপি সারই পানিতে দ্রবণীয়।

এনপিকে সারসমূহ[সম্পাদনা]

এনপিকে সারসমূহ হলো তিনটি উপাদানের সার। এরা হলো:নাইট্রোজেন,ফসফরাস এবং পটাশিয়াম।

এনপিকে রেটিং হলো একটি রেটিং সিস্টেম যা বিভিন্ন সারে নাইট্রোজেন,ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ নির্দেশ করে। এনপিকে রেটিং সবসময় তিনটি সংখ্যা বহন করে। (যেমন ১০-১০-১০ অথবা ১৬-৪-৮) যা সারের বিভিন্ন উপাদানের পরিমাণ নির্দেশ করে। [৭][৮] প্রথম সংখ্যাটি সারে নাইট্রোজেনের পরিমাণ নির্দেশ করে,দ্বিতীয় সংখ্যাটি P2O5;তৃতীয় সংখ্যাটি K2O এর পরিমাণ নির্দেশ করে। সারসমূহ প্রকৃতপক্ষে P2O5 অথবা K2O ধারণ করে না। কিন্তু প্রক্রিয়াটি সারে পটাশিয়াম(K) অথবা ফসফরাস(P) এর পরিমাণের জন্য গতানুগতিকভাবে সংক্ষেপিত। একটি ৫০-পাউন্ড (২৩ কেজি) এর ১৬-৪-৮ লেবেল লাগানো সারের ব্যাগ ৮ পাউন্ড (৩.৬ কেজি) পরিমাণ নাইট্রোজেন ধারণ করে(৫০ পাউন্ড এর ১৬%),২ পাউন্ড P2O5 এ এর প্রায় সমান পরিমাণ ফসফরাস(৫০ পাউন্ডের ৪%) এবং ৪ পাউন্ড পটাশিয়াম(৫০ পাউন্ডের ৮%)। বেশিরভাগ এনপিকে সারই উপরের নিয়ম অনুযায়ী লেবেল করা হয়। [৯]

উৎপাদন[সম্পাদনা]

নাইট্রোজেন সারসমূহ[সম্পাদনা]

নাইট্রোজেন ভিত্তিক সার উৎপাদনে শীর্ষ দেশ[১০]
দেশ মোট N ব্যবহার

(Mt pa)

জমিতে ব্যবহার

(Mt pa)

চীন ১৮.৭ ৩.০
ভারত ১১.৯ N/A[১১]
যুক্তরাষ্ট্র ৯.১ ৪.৭
ফ্রান্স ২.৫ ১.৩
জার্মানি ২.০ ১.২
ব্রাজিল ১.৭ ০.৭
কানাডা ১.৬ ০.৬
তুরস্ক ১.৫ ০.৩
ইউকে ১.৩ ০.৯
মেক্সিকো ১.৩ ০.৩
স্পেন ১.২ ০.৫
আর্জেন্টিনা ০.৪ ০.১

নাইট্রোজেন সারসমূহ এমোনিয়া (NH3) থেকে তৈরি হয়। এই এমোনিয়া হেবার বস পদ্ধতি তে উৎপাদন করা হয়।[৬] এই প্রক্রিয়াটিতে প্রাকৃতিক গ্যাস (CH4) হাইড্রোজেন সরবরাহ করে এবং বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করা হয়। এই নাইট্রোজেন পরে অন্যান্য নাইট্রোজেন সার উৎপাদনেও ব্যবহার করা হয়।

ফসফেট সারসমূহ[সম্পাদনা]

সকল ফসফেট সারসমূহ PO43−অ্যানায়ন যুক্ত বিভিন্ন খনিজ যৌগ হতে পাওয়া যায়। খুবি কম ক্ষেত্রে খনিজ উপাদানগুলো চূর্ণ করে উৎপাদন প্রক্রিয়াটি চালানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে যৌগ গুলোকে রাসায়নিক দ্বারা পানিতে দ্রবীভূত করা হয়। এক্ষেত্রে প্রধান যৌগগুলো হলো ফ্লুরোপেটাইট Ca5(PO4)3F (CFA) and hydroxyapatite Ca5(PO4)3OH। এই খনিজ যৌগগুলো ফসফরিক এসিড এর সাথে বিক্রিয়ার মাধ্যমে দ্রবণীয় ফসফেট লবণে পরিণত করা হয়। অডা প্রক্রিয়া বা নাইট্রোফসফেট প্রক্রিয়া(১৯২৭ সালে আবিষ্কৃত) তে ২০% ফসফেট লবণ নাইট্রিক এসিড (HNO3) এর সাথে দ্রবীভূত করে ফসফরিক এসিডের (H3PO4) একটি মিশ্রণ তৈরি করা হয়। এর সাথে পরে পটাশিয়াম সার এর মিশিয়ে তিনটি মৌল(N,P এবং K) যুক্ত যৌগিক সার উৎপাদন করা হয়। [১২]

পটাশিয়াম সারসমূহ[সম্পাদনা]

পটাশ যেটি পটাশিয়ামের একটি খনিজ যৌগ,এর থেকে পটাশিয়াম সারসমূহ তৈরি করা হয়। পটাশ পানিতে দ্রবণীয়। তাই প্রধান চেষ্টা থাকে বিশুদ্ধকরণের উপর। যেমন পটাশের সাথে থাকা সোডিয়াম লবণ দূরীভূত করা হয়। অত:পর এর সাথে বিভিন্ন খনিজ এসিডের বিক্রিয়ায় পটাশিয়াম সার পাওয়া যায়। আসলে পটাশিয়াম সার হলো পটাশিয়াম ক্লোরাইড,পটাশিয়াম সালফেট,পটাশিয়াম কার্বনেট এবং পটাশিয়াম নাইট্রেট[১৩]

যৌগিক সারসমূহ[সম্পাদনা]

যৌগিক সারগুলো সাধারণত কতকগুলো মৌলিক সারের মিশ্রণ যে সারগুলো N,P এবং K মৌলযুক্ত। যেমন:মনোএমোনিয়াম এবং ডাইএমোনিয়াম ফসফেট সারসমূহ। এই সারগুলো উদ্ভিদকে N এবং P সরবরাহ করে এবং এইগুলো ফসফরিক এসিডের নিরপেক্ষকরণে উৎপাদিত হয়।

NH3 + H3PO4 → (NH4)H2PO4
2 NH3 + H3PO4 → (NH4)2HPO4

জৈবসারসমূহ[সম্পাদনা]

অল্পপরিমাণ জৈবসার তৈরির জন্য একটি কম্পোস্ট বিন
একটি বড় বাণিজ্যিক কম্পোস্ট প্রক্রিয়া

প্রধান জৈবসারসমূহ হলো বিভিন্ন উদ্ভিজ্জ ও প্রাণিজ বর্জ্য,নর্দমার বর্জ্য প্রভৃতি। তবে সবচেয়ে বেশি উদ্ভিজ্জ বর্জ্যই ব্যবহৃত হয়। সাধারণত কয়লার বৈর্জ্যের কোনো পুষ্টিমান না থাকলেও তা মাটিতে হাওয়া ও পানি সংবন্ধন করে মাটির গুণগত মান উন্নত করে। একইভাবে কোনো জবাইকৃত পশুর রক্ত, বর্জ্য, শিং এইসব সাধারণবস্তু যেগুলো উদ্ভিদকে সামান্য পুষ্টি যোগালেও আসলে তা মাটির গুনগত মান বৃদ্ধিতে সহায়তা করে। [২]

অন্যান্য উপাদান: ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এবং সালফার[সম্পাদনা]

ক্যালসিয়াম সুপারফসফেট অথবা ক্যালসিয়াম এমোনিয়াম নাইটঠঠক ফসট্রেট দ্রবণ দ্বারা সরবরাহ করা হয়।

প্রয়োগ[সম্পাদনা]

সার জমির উর্বরতা বৃদ্ধি এবং উদ্ভিদের বৃদ্ধি সাধনে ব্যবহৃত হয়। এর প্রয়োগের পরিমাণ নির্ভর করে জমির উর্বরতার উপর যেটা প্রায় সময়ই মাটি পরীক্ষাকরণ দ্বারা নিশ্চিত করা হয়। যেমন গুল্মজাতীয় উদ্ভিদ বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ পারে। তাই সে ক্ষেত্রে নাইট্রোজেনজাতীয় সার প্রয়োগ করা হয় না।

তরল বনাম কঠিন[সম্পাদনা]

সার উদ্ভিদের উপর তরল অথবা কঠিন উভয় অবিস্থাতেই প্রয়োগ করা হয়। প্রায় ৯০% সারই কঠিন অবস্থায় প্রয়োগ করা হয়। এইসব সার কঠিন দ্বানাদার বা মিহি হয়। তরল সারসমূহ হলো এমোনিয়ার অ্যানহাইড্রাইড অথবা এমোনিয়াম নাইট্রেটের দ্রবণ অথবা ইউরিয়া। এইসব তরল সার পানিতে লঘু করেও ব্যবহার করা যায়। তরল সারের সুবিধা হলো এটি আরোও বেশি প্রভাব বিস্তার করে এবং সহজেই পুরো জমিতে ছড়িয়ে পরতে পারে।[২] সাধারণত সেচ পদ্ধতিতে জমিতে সার দেয়াকে ফার্টিগেসন বলে। [১৩]

স্লত এবং নিয়ন্ত্রিতভাবে ছাড়া সারসমূহ[সম্পাদনা]

এই ধরনের সারসমূহ মার্কেটের ০.১৫%(৫৬২,০০০) অংশজুড়ে ছড়িয়ে আছে। এরা যদিও উদ্ভিদকে পুষ্টি প্রদান করে তবে এদের অতিরিক্ত ব্যবহার উদ্ভিদের জন্য বিষাক্ত। এই সার উদ্ভিদের উত্তোলনের তুলনায় ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। জীবাণু বেশিরভাগ সারেরই জারণ ঘটিয়ে ক্ষয়সাধন করে। তার উপর কিছু সার বাষ্পায়ন আর ক্ষরিত হয়ে ক্ষয় হয়। বেশিরভাগ স্লো-রিলিজ সারসমূহ ইউরিয়ার জাতভূক্ত। আইসোবিউটাইলাইডেন্ডিইউরিয়া ("আইবিডিইউ") এবং ইউরিয়া ফরমাল্ডিহাইড ধীরে ধীরে মাটিতে রূপান্তরিত হয় ইউরিয়া ত্যাগের জন্য,যা ক্রমান্বয়ে উদ্ভিদ দ্বারা শোষিত হয়। 'আইবিডিইউ' একটি একক যৌগ যার ফর্মূলা (CH3)2CHCH(NHC(O)NH2)2 অন্যদিকে ইউরিয়া-ফর্মাল্ডিহাইডগুলোতে HOCH2NHC(O)NH)nCH2 এই ফর্মূলার মিশ্রণ থাকে।

তা ছাড়া পুষ্টি সরবরাহের পাশাপাশি স্লো-রিলিজ প্রযুক্তি পরিবেশদূষণ এবং জমির পাশের পানি দূষণরোধে সহায়তা করে। [১৪] তাছাড়া এই প্রকৃতির সারগুলো অতিরিক্ত নাইট্রীজেনে উদ্ভিদের দহনরোধেও সহায়তা করে।

পাতায় প্রয়োগ[সম্পাদনা]

পাতার সারসমূহ সরাসরি পাতায় প্রয়োগ করা হয়।প্রক্রিয়াটা পানিতে দ্রবণীয় নাইট্রোজেনযুক্ত সারসমূহের প্রয়োগের মতোই এবং এই জাতীয় সার শুধুমাত্র উচ্চমানের উদ্ভিদ যেমন ফলের গাছে প্রয়োগ করা হয়। [২]

সার কর্তৃক দহন

অতিরিক্ত সার প্রয়োগ[সম্পাদনা]

নিয়ন্ত্রিতভাবে সার প্রয়োগ জরুরি কারণ অতিরিক্ত সার প্রয়োগ ধ্বংসাত্বক হতে পারে। [১৫] সার কর্তৃক দহন তখনই ঘটে যখন কেউ অতিরিক্ত সার প্রয়োগ করে। কারণ অতিরিক্ত সার উদ্ভিদের পাতা অতিরিক্ত শুষ্ক করে ফেলে উদ্ভিদের ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত ঘটায়। [১৬] লবণ সূচকের উপর নির্ভর করে সার কর্তৃক উদ্ভিদের দহন বিভিন্নরকম হয়। [১৭]

পরিসংখ্যান[সম্পাদনা]

ম্যাপটি পশ্চিম এবং কেন্দ্রীয় ইউরোপীয় দেশসমূহে সারের উপর খরচ প্রকাশ করছে যা বিশ্বব্যাংক কর্তৃক ২০১২ সালে প্রকাশিত হয়

এই আনুমানিক প্রতিবেদন প্রায় ৩০ থেকে ৫০% প্রাকৃতিক এবং কৃত্রিম সারসমূহের পরিসংখ্যান প্রদান করে।[১৩][১৮] ২০১৯ সাল পর্যন্ত সারের বৈশ্বিক বাজারমূল্য প্রায় US$১৮৫ এরো বেশি হওয়ার দিকে যাচ্ছে। [১৯] ২০১৮ সালে ইউরোপিয়ান সারের বাজার প্রায় €১৫.৩ বিলিয়ন রাজস্ব আয় করবে।[২০]

বিশ্বব্যাংকের ডাটাঅনুযায়ী প্রতি হেক্টর আবাদী জমিতে সারের খরচ যা ২০১২ সালে বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত হয়। [২১] নিচের ডায়াগ্রামে ইউরিপিয়ান ইউনিয়ন(ইইউ) এর দেশসমূহের সার ব্যবহারের মান হেক্টর প্রতি কিলোগ্রামে(প্রতি একরে পাউন্ড) প্রকাশ করা হয়েছে।ইউ তে ১০৫ মিলিয়ন হেক্টর জমিতে সারের মোট খরচ প্রায় ১৫.৯ মিলিয়ন টন। [২২] ইউ তে এই সংখ্যা প্রতি হেক্টর আবাদী জমিতে ১৫১ কেজি সার ব্যবহারের সমান।

কীটনাশকের প্রকার,[২৩] ইউরোস্ট্যাট.পি৫= উদ্ভিদের বৃদ্ধির সূচক।লাল/সবুজ স্কেলটি প্রতি হেক্টর আবাদী জমিতে ব্যবহারের জন্য বেশি/কম কীটনাশকের বিক্রি নির্দেশ করে।

ডায়াগ্রামটি পশ্চিম এবং কেন্দ্রীয় ইউরোপীয় দেশসমূহে খরচ নির্দেশ করে

পরিবশের উপর প্রভাব[সম্পাদনা]

বৃষ্টির সময় মাটি এবং পানির সাথে সারের ধুয়ে যাওয়া
ইউট্রোফিকেশনের ফলে একটি জলাশয়ে উৎপন্ন হওয়া শৈবালদামের ছবি

পানি[সম্পাদনা]

কৃষিজনিত প্রবাহ মিঠা পানির জলাশয়সূহের ইউট্রোফিকেশনের জন্য সবচেয়ে বড় সহায়ক। উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের হ্রদসমূহের প্রায় অর্ধেকই ইউট্রোফিকেট। ইউট্রোফিকেশনে সবচেয়ে বড় সহায়ক ফসফেট যেটা সাধারণত একটি দ্রুত শেষ হওয়ার মতো পুষ্টি উপাদান;উচ্চ ঘনত্বের জল শৈবাল এবং সায়ানোব্যাক্টেরিয়ার জন্মানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক যারা পানিতে দ্রবীভূত অক্সিজেন শোষন করে দ্রবণীয় অক্সিজেনের মাত্রা কমিয়ে ফেলে। [২৪] সায়ানোব্যাক্টেরিয়ার ব্লুমগুলো আরোও বিষাক্ত কিছু উপাদান জলে তৈরি করে যেটা জলজ প্রানীদের জন্য তো ক্ষতিকর তার উপর তা পরোক্ষভাবে মানুষেরও ক্ষতি করে। [২৫][২৬]

বৃষ্টির পানিতে সারের ধুঁয়ে যাওয়ার সময় তাতে নাইট্রোজেন সমৃদ্ধ যৌগের উপস্থিতি পানির দ্রবণীয় অক্সিজেনের মাত্রা ঘাটতির একটি মুখ্য কারণ। এইসব পানি হ্রদ এবং নদীতে গিয়ে পরলে সংশ্লিস্ট জলাশয়েও তা অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। ফলে ঐ সব জলাশয়ে আর প্ল্যাংটনজাতীয় উদ্ভিদ জন্মাতে পারে না। ফলে বাস্তুতত্বের খাদ্য শিকল দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়। [২৭] সামুদ্রিক মৃত এলাকার সংখ্যা দিন দিন বাড়ছে। [২৮] ২০০৬ সালের একটি সমীক্ষা অনুযায়ী উত্তর-পশ্চিম ইউরোপে নাইট্রোজেনজাতীয় সার ব্যবহার নিয়ন্ত্রিত করা হয়েছে। [২৯] একই ব্যাপার যুক্তরাষ্ট্রও ঘটিয়েছে। [৩০][৩১]

নাইট্রেট দূষণ[সম্পাদনা]

নাইট্রোজেন সমৃদ্ধ সারের কিছু পরিমাণই উদ্ভিদের পুষ্টিজনিত কাজে সহায়তা করে। এর বেশিরভাগ অংশই ধুঁয়ে চলে যায়। [৩২] তাই অতিরিক্ত নাইট্রোজেন সমৃদ্ধ সারের ব্যবহারের ফলে অবশিষ্ট নাইট্রোজেন বৃষ্টির পানিতে ধুয়ে বিভিন্ন জলাশয়ে পড়ে পানিদূষণ ঘটায়। [৩৩][৩৪][৩৫]

তাছাড়া অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহারে উদ্ভিদ দ্বারা অব্যবহার্য নাইট্রোজেন নাইট্রেটে রুপান্তরিত হয় যা খুব সহজেই পরিশ্রুত হতে পারে এবং দূষন ঘটাতে পারে। [৩৬] সাধারণত কোনো জলাশয়ের পানিতে ১০ পিপিএম এর বেশি নাইট্রেট থাকলে,ঐ পানি সেবনে ব্লুবেবি সিনড্রোম হতে পারে। [৩৭]

মাটি[সম্পাদনা]

এসিডিফিকেশন[সম্পাদনা]

নাইট্রোজেন সমৃদ্ধ সারসমূহ মাটি অম্লকরণ অর্থাৎ এসিডিফিকেশন ঘটাতে পারে। [৩৮][৩৯] এটা মাটির উর্বরতা এবং গুণগতমান দুটিই হ্রাস করে। ফলে সেই মাটিতে আর ফসলের ফলন ভালো হয় না।

বিভিন্ন বিষাক্ত উপাদান সঞ্চয় করা[সম্পাদনা]

ক্যাডমিয়াম[সম্পাদনা]

ফসফরাস সমৃদ্ধ সারসমূহে ক্যাডমিয়াম এর পরিমাণ বিভিন্ন রকম হয় যেটা সমস্যাকর হতে পারে। [৪০] উদাহরণ হিসেবে মনোএমোনিয়াম ফসফেট সারে ক্যাডমিয়ামের পরিমাণ ০.১৪ মিগ্রা/কিগ্রা অথবা ৫০.৯ মিগ্রা/কিগ্রা হতে পারে। [৪১] এর কারণ হলো এই সার উৎপাদনে যে কঠিন ফসফেট ব্যবহৃত হয় তা ১৮৮ মিগ্রা/কিগ্রা এরও বেশি ক্যাডমিয়াম ধারণ করতে পারে। [৪২] (উদাহরণ হলো নাউরু[৪৩] এবং ক্রিস্টমাস আইল্যান্ড [৪৪] এ বিনিয়োগসমূহ। ক্রমাগত ক্যাডমিয়াম সমৃদ্ধ সারসমূহের ব্যবহারের ফলে মাটিদূষণ ঘটতে পারে যেটা ইতোপূর্বে নিউজিল্যান্ডে দেখা গিয়েছে। [৪৫] তাছাড়া তা উদ্ভিদেরও ক্ষতি করে। [৪৬] ইউরোপিয়ান কমিশন ফসফেট সারসমূহে ক্যাডমিয়ামের পরিমাণ কমাতে পদক্ষেপ নেয়া শুরু করেছে। [৪৭][৪৮][৪৯]

ফ্লোরাইড[সম্পাদনা]

কঠিন ফসফেটে উচ্চমাত্রার ফ্লোরাইড থাকে। তাই এইসব সারের ব্যবহারে মাটিতে ফ্লোরাইডের ঘনত্ব বেড়ে যায়। [৪৬] ফলে ঐ মাটিতে থাকা উদ্ভিদগুলো কিছু পরিমাণে ফ্লোরাইড মাটি থেকে গ্রহণ করে ফেলে। এইসব উদ্ভিদ মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করলে তা মানুষের দেহে বিষক্রিয়া ঘটায়। [৫০][৫১]

তেজস্ক্রিয় উপাদান[সম্পাদনা]

সারসমূহ বিভিন্ন তেজস্ক্রিয় উপাদানও ধারণ করে। এর পরিমাণ সার উৎপাদনে ব্যবহৃত খনিজ উপাদান এবং সারের উৎপাদন প্রক্রিয়ার উপর নির্ভর করে। [৪৬][৫২] খনিজ ফসফেটে ইউরেনিয়াম-২৩৮ এর ঘনত্বের সীমা প্রায় ৭ থেকে ১০০ পিসিআই/গ্রা পর্যন্ত হতে পারে। [৫৩] এবং ফসফেট সারে এর পরিমাণ ১ থেকে ৬১ পিসিআই/গ্রা। [৫৪][৫৫][৫৬] তাই জমিতে ফসফরাস সারের অতিরিক্ত ব্যবহারে মাটি এবং জমির আশেপাশের নালার পানিতে ইউরেনিয়াম-২৩৮ এর উপস্থিতি বেশি দেখা যায় যা তেজস্ক্রিয় দূষণে সহায়তা করে। [৫৫][৫৭] যাই হোক এই দূষণের ফলে মানূষের শরীরের উপর প্রভাব কমই হয়।[৫৫][৫৮][৫৯]

অন্যান্য ধাতব বস্তু[সম্পাদনা]

তাছাড়া সার উৎপাদনের সময় নিষ্কাশিত বর্জ্যে আরোও বিভিন্ন ধাতব উপাদান যেমন সীসা,পারদ,দস্তা সহ আরোও বিভিন্ন উপাদান সারের সাথে মাঝে মাঝে মিশে থাকে। এইসব উপাদান নানারকম বিষ্ক্রিয়া ঘটিয়ে দূষণে সহায়তা করে। [৬০][৬০] chromium, and nickel. The most common toxic elements in this type of fertilizer are mercury, lead, and arsenic.[৬১][৬২][৬৩]

মাটি জীববিদ্যায় পরিবর্তন[সম্পাদনা]

উচ্চ মাত্রার সার ব্যবহার উদ্ভিদের মূলের সাথে মাইকোরাইজা নামক ছত্রাকের সম্পর্ক ধ্বংস করে দিতে পারে। [৬৪]

বায়ুমণ্ডল[সম্পাদনা]

মিথেন এর বৈশ্বিক ঘনত্ব (মাটি এবং বায়ুতে) ২০০৫ সালের জন্য; বিলুপ্ত চিহ্নে লক্ষ্য করুন

যদিও নাইট্রোজেন সারের ব্যবহার দিন দিন বাড়ছে যা এখন বছরে ১১০ মিলিয়ন টন। [৬৫][৬৬] তাই নাইট্রোজেন এখন কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের পরেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রীণহাউস গ্যাস। এর প্রায় কার্বন ডাইঅক্সাইডের সমান গ্রীনহাউস ক্ষমতা রয়েছে এবং এটিও ওজোন স্তর ধ্বংসে সহায়তা করে। [৬৭]

এমোনিয়ামভিত্তিক সারসমূহ ব্যবহারের ফলে ফসলী জমিতে মিথেন নির্গমনের পরিমাণ বেড়ে গেছে। এই নির্গমন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সহায়তা করছে যেহেতু মিথেন একটি অন্যতম গ্রীণহাউস গ্যাস। [৬৮][৬৯]

ইতিহাস[সম্পাদনা]

১৮১২ সালে প্রতিষ্ঠিত,সার এবং সারজাতীয় পণ্য উৎপাদক মিরাট, যা স্পেনের সালামান্সায় অবস্থিত সবচেয়ে পুরোনো শিল্পজাত বাণিজ্য হিসেবে মনে করা হয়

প্রায় শতবছর ধরে জমির উর্বরতার ব্যবস্থাপনা কৃষকদের প্রধান কাজ হয়ে আসছিলো। মিশরীয়,বেবিলোনীয়,রোমানীয়রা এবং প্রথমদিকের জার্মানরা কৃষিজমিতে বিভিন্ন খনিজ উপাদান সার হিসেবে ব্যবহার করত যাতে জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। [৭০] এরপর উদ্ভিদ পুষ্টিতে আধুনিক বৈজ্ঞানিক চর্চা শুরু হয় খ্রীষ্টিয় ১৯ শতকেত দিকে এবং তা শুরু হয় জার্মান বিজ্ঞানী জাস্টাস ফন লিবিগ এবং তার সহযোগীদের দ্বারা। ১৮৩৭ সালে একজন ইংরেজ উদ্যোক্তা জন বেনেট লস উদ্ভিদের উপর বিভিন্ন সার প্রয়োগ করে এদের প্রভাব পরীক্ষা করা শুরু করেন। এক থেকে দুই বছর পরে এই পরীক্ষণ জমির ফসলের উপর করা হয়। এর কিছুদিন পরেই ১৮৪২ সালে তিনি ফসফেটের সাথে সালফিউরিক এসিডের বিক্রিয়া ঘটিয়ে একটি সার জাতীয় যৌগ বানিয়ে ফেলেন। এর সাথে সাথেই শুরু হয় কৃত্রিম সারশিল্পের সর্বপ্রথম বাণিজ্য। সফলতার বছরে তিনি যোসেফ হেনরি গিলবার্ট এর অবদানও তালিকাভূক্ত করেন যার সাথে তিনি বছরের পর বছর ইন্সটিটিউট অফ এরাবাল ক্রপস রিসার্চ এ গবেষণা করেছেন। [৭১]

নাইট্রোজেনভিত্তিক সার উৎপাদনে বার্কল্যাণ্ড আইড পদ্ধতি অন্যতম সেরা পদ্ধতি হিসেবে বিবেচিত হয়ে আসছিলো। [৭২] এই পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে (N2) নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়ায় নাইট্রিক এসিডে (HNO3) পরিণত করা হতো।এই নাইট্রিক এসিডকে নাইট্রেটের (NO3) উৎস হিসেবে ব্যবহার করা হতো। এই প্রক্রিয়ার উপর ভিত্তি করে নরওয়ের যুকান এবং নটোডেন এ ফ্যাক্টরী তৈরি করা হয়েছিলো। [৭৩]

১৯১০ এবং ১৯২০ সালের দিকে যথাক্রমে হেবার প্রক্রিয়া এবং অসওয়াল্ড প্রক্রিয়া আবিষ্কৃত হয়। হেবার প্রক্রিয়া মিথেন (CH4) গ্যাস এবং নাইট্রোজেন (N2) অণু হতে এমোনিয়া (NH3) উৎপাদন করে। হেবার প্রক্রিয়ায় প্রাপ্ত এমোনিয়া হতে পরে অসওয়াল্ড প্রক্রিয়ায় নাইট্রিক এসিড (HNO3) উৎপাদন করা হয়।[৭৪] কৃত্রিম নাইট্রোজেন সারের উন্নয়নে বৈশ্বিক জনসংখ্যাবৃদ্ধি নিয়ন্ত্রিত হয়েছে। এটা অনুমান করা হয় যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের ভরণপোষণ এখন কৃত্রিম নাইট্রোজেন সারের ব্যবহারের উপর নির্ভর করছে। [৭৫]

বিগত ৫০ বছরে বাণিজ্যিক সারের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে।[৭৬] এটা অনুমান করা হয় যে,বাণিজ্যিক সারের ব্যবহার ছাড়া বর্তমানে উৎপাদিত খাদ্যশস্যের এক-তৃতীয়াংশও উৎপাদন করা সম্ভব নয়। [৭৭] ফসফেট সারের ব্যবহারও ১৯৬০ সাল হতে ২০০০ সাল পর্যন্ত প্রতি বছরে ৯ মিলিয়ন টন হতে ৪০ মিলিয়ন টন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সাধারণত প্রতি হেক্টর এ ৬-৯ টন পর্যন্ত ভুট্টা উৎপাদন করতে ৩১–৫০ কিলোগ্রাম (৬৮–১১০ পা) ফসফেট সারের প্রয়োজন হয়। সয়াবিনের ক্ষেত্রে ফসফেট সার ব্যবহারের পরিমাণ প্রতি হেক্টরে ২০-২৫ কেজি। [৭৮] ইয়ারা ইন্টারন্যাশনাল এখন পৃথিবীর বৃহত্তম নাইট্রোজেনভিত্তিক সার উৎপাদনকারী। [৭৯]

নিয়ন্ত্রিত নাইট্রোজেন মুক্তকরণ প্রযুক্তি সেইসব পলিমারের উপর নির্ভরশীল যেগুলো ইউরিয়া এবং ফর্মাল্ডিহাইডের মিশ্রকরণ হতে উদ্ভূত হয়। এই প্রযুক্তি উদ্ভাবিত হয় ১৯৩৬ সালে এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করা শুরু হয় ১৯৫৫ সালে। [১৪] এই প্রযুক্তিতে সর্বপ্রথম তৈরি করা পণ্যে ৬০% ঠান্ডা পানিতে দ্রবণীয় নাইট্রোজেন ছিলো। মিথিলিন ইউরিয়াসমূহ ১৯৬০ এবং ১৯৭০ সালে বাণিজ্যিক করণ করা হয়। এর মধ্যে ২৫% এবং ৬০% ঠান্ডা পানিতে দ্রবণীয় নাইট্রোজেন এবং ১৫% হতে ৩০% অসক্রীয় ইউরিয়া নাইট্রোজেন ছিলো।

১৯৬০ সালে টেনিসি ভেলি অথরিটি জাতীয় সার উন্নয়ন কেন্দ্র সালফার-প্রলেপিত ইউরিয়ার উন্নয়ন শুরু করে;সালফার এই ক্ষেত্রে প্রধান প্রলেপন কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়েছিলো। কারণ এর দাম কম ছিলো এবং গৌণ মৌল হিসেবে এর পুষ্টিমান ভালো ছিলো। [১৪] সাধারণত অন্য কোনো মোম অথবা পলিমার জাতীয় যৌগ থাকে যা সালফার ধারণ করে। স্লত-মুক্তকরণ প্রযুক্তির ধর্ম মাটির জীবাণু অথবা সালফারের ভেতরের কোনো ত্রুটি অথবা ফাঁটল দ্বারা সিলের ক্ষয়ের উপর নির্ভর করে। এক্ষেত্রে তারা সাধারণত ৬ থেকে ১৬ সপ্তাহ দেরীতে সার সরবরাহ করে। যখন একটি কঠিন পলিমার গৌণ প্রলেপনে ব্যবহৃত হয় তখন ব্যাপন নিয়ন্ত্রিত অণু এবং প্রলেপিত সালফারের মধ্যে একটি ক্রস হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Scherer, Heinrich W.; Mengel, Konrad; Kluge, Günter; Severin, Karl (২০০৯-০৭-১৫)। Wiley-VCH Verlag GmbH & Co. KGaA, সম্পাদক। Ullmann's Encyclopedia of Industrial Chemistry (ইংরেজি ভাষায়)। Weinheim, Germany: Wiley-VCH Verlag GmbH & Co. KGaA। পৃষ্ঠা a10_323.pub3। আইএসবিএন 978-3-527-30673-2ডিওআই:10.1002/14356007.a10_323.pub3 [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. Dittmar, Heinrich; Drach, Manfred; Vosskamp, Ralf; Trenkel, Martin E.; Gutser, Reinhold; Steffens, Günter (২০০৯)। "Fertilizers, 2. Types"। Ullmann's Encyclopedia of Industrial Chemistryআইএসবিএন 3527306730ডিওআই:10.1002/14356007.n10_n01 
  3. "AESL Plant Analysis Handbook – Nutrient Content of Plant"। Aesl.ces.uga.edu। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৫ 
  4. H.A. Mills; J.B. Jones Jr. (১৯৯৬)। Plant Analysis Handbook II: A practical Sampling, Preparation, Analysis, and Interpretation Guideআইএসবিএন 1-878148-05-2 
  5. J. Benton Jones, Jr. "Inorganic Chemical Fertilizers and Their Properties" in Plant Nutrition and Soil Fertility Manual, Second Edition. CRC Press, 2012. আইএসবিএন ৯৭৮-১-৪৩৯৮-১৬০৯-৭. eBook আইএসবিএন ৯৭৮-১-৪৩৯৮-১৬১০-৩.
  6. Smil, Vaclav (২০০৪)। Enriching the EarthMassachusetts Institute of Technology। পৃষ্ঠা 135। আইএসবিএন 9780262693134 
  7. "Summary of State Fertilizer Laws" (পিডিএফ)। EPA। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৩ 
  8. "Label Requirements of specialty and other bagged fertilizers"। Michigan Department of Agriculture and Rural Development। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৩ 
  9. "National Code of Practice for Fertilizer Description & Labelling" (পিডিএফ)। Australian Government Department of Agriculture, Fisheries and Forestry। ২৮ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৩ 
  10. Livestock's Long Shadow: Environmental Issues and Options, Table 3.3. Retrieved 29 June 2009. United Nations Food and Agriculture Organization.
  11. http://fert.nic.in/page/production-inputs
  12. EFMA (২০০০)। "Best available techniques for pollution prevention and control in the European fertilizer industry. Booklet No. 7 of 8: Production of NPK fertilizers by the nitrophosphate route." (পিডিএফ)www.fertilizerseurope.com। European Fertilizer Manufacturers’ Association। ২৯ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৪ 
  13. Vasant Gowariker, V. N. Krishnamurthy, Sudha Gowariker, Manik Dhanorkar, Kalyani Paranjape "The Fertilizer Encyclopedia" 2009, John Wiley & Sons. আইএসবিএন ৯৭৮০৪৭০৪১০৩৪৯. Online আইএসবিএন ৯৭৮০৪৭০৪৩১৭৭১. ডিওআই:10.1002/9780470431771
  14. J. B. Sartain, University of Florida (২০১১)। "Food for turf: Slow-release nitrogen"Grounds Maintenance। ২৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৭ 
  15. "Nitrogen Fertilization: General Information"। Hubcap.clemson.edu। ২৯ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১২ 
  16. "Avoiding Fertilizer Burn"। Improve-your-garden-soil.com। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১২ 
  17. "Understanding Salt index of fertilizers" (পিডিএফ)। ২৮ মে ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১২ 
  18. Stewart, W.M.; Dibb, D.W.; Johnston, A.E.; Smyth, T.J. (২০০৫)। "The Contribution of Commercial Fertilizer Nutrients to Food Production"। Agronomy Journal97: 1–6। ডিওআই:10.2134/agronj2005.0001 
  19. Ceresana, Market Study Fertilizers - World, May 2013, http://www.ceresana.com/en/market-studies/agriculture/fertilizers-world/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ নভেম্বর ২০১৮ তারিখে
  20. "Market Study Fertilizers - Europe"। Ceresana.com। ১৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  21. http://data.worldbank.org/indicator/AG.CON.FERT.ZS/countries?order=wbapi_data_value_2007%20wbapi_data_value&sort=desc&display=default
  22. "Archived copy"। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-১৯ 
  23. http://appsso.eurostat.ec.europa.eu/nui/show.do?dataset=aei_fm_salpest09&lang=en
  24. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; UllmannEnv নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  25. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৭ 
  26. Schmidt, JR; Shaskus, M; Estenik, JF; Oesch, C; Khidekel, R; Boyer, GL (২০১৩)। "Variations in the microcystin content of different fish species collected from a eutrophic lake"Toxins (Basel)5: 992–1009। ডিওআই:10.3390/toxins5050992পিএমআইডি 23676698পিএমসি 3709275অবাধে প্রবেশযোগ্য 
  27. "Rapid Growth Found in Oxygen-Starved Ocean ‘Dead Zones’", NY Times, 14 August 2008
  28. John Heilprin, Associated Press। "Discovery Channel :: News – Animals :: U.N.: Ocean 'Dead Zones' Growing"। Dsc.discovery.com। ১৮ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১০ 
  29. Van Grinsven, H. J. M.; Ten Berge, H. F. M.; Dalgaard, T.; Fraters, B.; Durand, P.; Hart, A.; ... & Willems, W. J. (২০১২)। "Management, regulation and environmental impacts of nitrogen fertilization in northwestern Europe under the Nitrates Directive; a benchmark study" (পিডিএফ)Biogeosciences9: 5143–5160। ডিওআই:10.5194/bg-9-5143-2012বিবকোড:2012BGeo....9.5143V। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৪ 
  30. "A Farmer's Guide To Agriculture and Water Quality Issues: 3. Environmental Requirements & Incentive Programs For Nutrient Management"www.cals.ncsu.edu। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৪ 
  31. State-EPA Nutrient Innovations Task Group (২০০৯)। "An Urgent Call to Action – Report of the State-EPA Nutrient Innovations Task Group" (পিডিএফ)water.epa.gov। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৪ 
  32. "Eutrophication of Lakes"। Eutrophication: Causes, Consequences and Control: 55–71। ডিওআই:10.1007/978-94-007-7814-6_5 
  33. C. J. Rosen; B. P. Horgan (৯ জানুয়ারি ২০০৯)। "Preventing Pollution Problems from Lawn and Garden Fertilizers"। Extension.umn.edu। ৭ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১০ 
  34. "Fertilizer-N use efficiency and nitrate pollution of groundwater in developing countries"। Journal of Contaminant Hydrology20: 167–184। ডিওআই:10.1016/0169-7722(95)00067-4 
  35. "NOFA Interstate Council: The Natural Farmer. Ecologically Sound Nitrogen Management. Mark Schonbeck"। Nofa.org। ২৫ ফেব্রুয়ারি ২০০৪। ২৪ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১০ 
  36. "Roots, Nitrogen Transformations, and Ecosystem Services"। Annual Review of Plant Biology59: 341–363। ডিওআই:10.1146/annurev.arplant.59.032607.092932 
  37. Knobeloch, L; Salna, B; Hogan, A; Postle, J; Anderson, H (২০০০)। "Blue Babies and Nitrate-Contaminated Well Water"Environ. Health Perspect.108: 675–8। ডিওআই:10.1289/ehp.00108675পিএমআইডি 10903623পিএমসি 1638204অবাধে প্রবেশযোগ্য 
  38. "Eutrophication: More Nitrogen Data Needed"। Science324: 721–722। ডিওআই:10.1126/science.324_721bবিবকোড:2009Sci...324..721S 
  39. "Phosphorus Solubility in Response to Acidification of Dairy Manure Amended Soils"। Soil Science Society of America Journal72: 238। ডিওআই:10.2136/sssaj2007.0071N 
  40. McLaughlin, M. J.; Tiller, K. G.; Naidu, R.; Stevens, D. P. (১৯৯৬)। "Review: the behaviour and environmental impact of contaminants in fertilizers"। Soil Research34: 1–54। ডিওআই:10.1071/sr9960001 
  41. Lugon-Moulin, N.; Ryan, L.; Donini, P.; Rossi, L. (২০০৬)। "Cadmium content of phosphate fertilizers used for tobacco production" (পিডিএফ)Agron. Sustain. Dev.26: 151–155। ডিওআই:10.1051/agro:2006010। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪ 
  42. Zapata, F.; Roy, R.N. (২০০৪)। "Use of Phosphate Rocks for Sustainable Agriculture: Secondary nutrients, micronutrients, liming effect and hazardous elements associated with phosphate rock use"www.fao.org। FAO। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪ 
  43. Syers JK, Mackay AD, Brown MW, Currie CD (১৯৮৬)। "Chemical and physical characteristics of phosphate rock materials of varying reactivity"। J Sci Food Agric37 (11): 1057–1064। ডিওআই:10.1002/jsfa.2740371102 
  44. Trueman NA (১৯৬৫)। "The phosphate, volcanic and carbonate rocks of Christmas Island (Indian Ocean)"। J Geol Soc Aust12: 261–286। ডিওআই:10.1080/00167616508728596বিবকোড:1965AuJES..12..261T 
  45. Taylor MD (১৯৯৭)। "Accumulation of Cadmium derived from fertilizers in New Zealand soils"। Science of Total Environment208: 123–126। ডিওআই:10.1016/S0048-9697(97)00273-8 
  46. Chaney, R.L. (২০১২)। "Food safety issues for mineral and organic fertilizers"। Advances in Agronomy117: 51–99। ডিওআই:10.1016/b978-0-12-394278-4.00002-7 
  47. Oosterhuis, F.H.; Brouwer, F.M.; Wijnants, H.J. (২০০০)। "A possible EU wide charge on cadmium in phosphate fertilisers: Economic and environmental implications." (পিডিএফ)dare.ubvu.vu.nl। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪ 
  48. Fertilizers Europe (২০১৪)। "Putting all the cards on the table" (পিডিএফ)www.fertilizerseurope.com। ৮ আগস্ট ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪ 
  49. Wates, J. (২০১৪)। "Revision of the EU fertilizer regulation and cadmium content of fertilisers"www.iatp.org। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪ 
  50. Loganathan, P.; Hedley, M.J.; Grace, N.D. (২০০৮)। "Pasture soils contaminated with fertilizer-derived cadmium and fluorine: livestock effects."। Reviews of Environmental Contamination and Toxicology192: 29–66। ডিওআই:10.1007/978-0-387-71724-1_2 
  51. Cronin, S. J.; Manoharan, V.; Hedley, M. J.; Loganathan, P. (২০০০)। "Fluoride: A review of its fate, bioavailability, and risks of fluorosis in grazed‐pasture systems in New Zealand"। New Zealand Journal of Agricultural Research43: 295–3214। ডিওআই:10.1080/00288233.2000.9513430 
  52. Mortvedt, JJ; Beaton, JD। "Heavy Metal And Radionuclide Contaminants In Phosphate Fertilizers"। ২৬ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৪ 
  53. "Radiation Protection:Fertilizer and Fertilizer Production Wastes"। US EPA। ২০১২। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৪ 
  54. Khater, A. E. M. (২০০৮)। "Uranium and heavy metals in phosphate fertilizers" (পিডিএফ)www.radioecology.info। ২৪ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৪ 
  55. NCRP (১৯৮৭)। Radiation Exposure of the U.S. Population from Consumer Products and Miscellaneous Sources। National Council on Radiation Protection and Measurements। পৃষ্ঠা 29–32। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  56. Hussein EM (১৯৯৪)। "Radioactivity of phosphate ore, superphosphate, and phosphogypsum in Abu-zaabal phosphate"। Health Physics67 (3): 280–282। ডিওআই:10.1097/00004032-199409000-00010পিএমআইডি 8056596 
  57. Barisic D, Lulic S, Miletic P (১৯৯২)। "Radium and uranium in phosphate fertilizers and their impact on the radioactivity of waters"Water Research26 (5): 607–611। ডিওআই:10.1016/0043-1354(92)90234-U 
  58. Hanlon, E. A. (২০১২)। "Naturally Occurring Radionuclides in Agricultural Products"edis.ifas.ufl.edu। University of Florida। ২৫ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৪ 
  59. Sharpley, A. N.; Menzel, R. G. (১৯৮৭)। "The impact of soil and fertilizer phosphorus on the environment"। Advances in Agronomy41: 297–324। ডিওআই:10.1016/s0065-2113(08)60807-x 
  60. Wilson, Duff (৩ জুলাই ১৯৯৭)। "Business | Fear In The Fields – How Hazardous Wastes Become Fertilizer – Spreading Heavy Metals On Farmland Is Perfectly Legal, But Little Research Has Been Done To Find Out Whether It's Safe | Seattle Times Newspaper"। Community.seattletimes.nwsource.com। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১০ 
  61. "Waste Lands: The Threat Of Toxic Fertilizer"। Pirg.org। ৩ জুলাই ১৯৯৭। ২৬ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১০ 
  62. mindfully.org। "Waste Lands: The Threat of Toxic Fertilizer Released by PIRG Toxic Wastes Found in Fertilizers Cat Lazaroff / ENS 7may01"। Mindfully.org। ১১ জানুয়ারি ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১০ 
  63. Zapata, F; Roy, RN (২০০৪)। Use of phosphate rocks for sustainable agriculture (পিডিএফ)। Rome: FAO। পৃষ্ঠা 82। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  64. Carroll and Salt, Steven B. and Steven D. (২০০৪)। Ecology for Gardeners। Cambridge: Timber Press। আইএসবিএন 9780881926118 
  65. FAO (২০১২)। Current world fertilizer trends and outlook to 2016 (পিডিএফ)। Rome: Food and Agriculture Organization of the United Nations। পৃষ্ঠা 13। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  66. "An Earth-system perspective of the global nitrogen cycle"। Nature451: 293–296। ডিওআই:10.1038/nature06592বিবকোড:2008Natur.451..293G 
  67. "Human alteration of the nitrogen cycle, threats, benefits and opportunities" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জানুয়ারি ২০০৯ তারিখে UNESCO – SCOPE Policy briefs, April 2007
  68. Bodelier, Paul, L.E.; Peter Roslev3, Thilo Henckel1 & Peter Frenzel1 (নভেম্বর ১৯৯৯)। "Stimulation by ammonium-based fertilizers of methane oxidation in soil around rice roots"। Nature403 (6768): 421–424। ডিওআই:10.1038/35000193পিএমআইডি 10667792বিবকোড:2000Natur.403..421B 
  69. Banger, K.; Tian, H.; Lu, C. (২০১২)। "Do nitrogen fertilizers stimulate or inhibit methane emissions from rice fields?"। Global Change Biology18 (10): 3259–3267। ডিওআই:10.1111/j.1365-2486.2012.02762.x 
  70. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Ullmann1 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  71. Public Domain এই নিবন্ধটি একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনেচিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। 
  72. Aaron John Ihde (১৯৮৪)। The development of modern chemistry। Courier Dover Publications। পৃষ্ঠা 678আইএসবিএন 0-486-64235-6 
  73. G. J. Leigh (২০০৪)। The world's greatest fix: a history of nitrogen and agriculture। Oxford University Press US। পৃষ্ঠা 134–139। আইএসবিএন 0-19-516582-9 
  74. Trevor Illtyd Williams; Thomas Kingston Derry (১৯৮২)। A short history of twentieth-century technology c. 1900-c. 1950। Oxford University Press। পৃষ্ঠা 134–135। আইএসবিএন 0-19-858159-9 
  75. Erisman, Jan Willem; MA Sutton, J Galloway, Z Klimont, W Winiwarter (অক্টোবর ২০০৮)। "How a century of ammonia synthesis changed the world"Nature Geoscience1 (10): 636–639। ডিওআই:10.1038/ngeo325বিবকোড:2008NatGe...1..636E। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১০ 
  76. Glass, Anthony (সেপ্টেম্বর ২০০৩)। "Nitrogen Use Efficiency of Crop Plants: Physiological Constraints upon Nitrogen Absorption"। Critical Reviews in Plant Sciences22 (5): 453–470। ডিওআই:10.1080/713989757 
  77. Commercial fertilizers increase crop yields [১]. Accessed 9 April 2012.
  78. Vance, Carroll P; Uhde-Stone & Allan (২০০৩)। "Phosphorus acquisition and use: critical adaptations by plants for securing a non renewable resource"। New Phythologist। Blackwell Publishing। 157 (3): 423–447। জেস্টোর 1514050ডিওআই:10.1046/j.1469-8137.2003.00695.x 
  79. "Mergers in the fertiliser industry"। The Economist। ১৮ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]