ব্যবহারকারী আলাপ:Rimi Chattyopadhyay

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Bodhisattwa কর্তৃক ৭ বছর পূর্বে "May 2016" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

May 2016[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না , যেমনটি আপনি করেছেন শ্রেয়া ঘোষাল-এ। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। সালোক সেনগুপ্ত নামক অনুল্লেখ্য ব্যক্তিকে বিভিন্ন উইকি নিবন্ধে যোগ করে বিজ্ঞাপনী প্রচারণা করে চলেছেন। দয়া করে এই কাজে বিরত থাকুন। বোধিসত্ত্ব (আলাপ) ০৯:০৭, ২৫ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি Bodhisattwa। যদিও উইকিপিডিয়া যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! সালোক সেনগুপ্ত নামক অনুল্লেখ্য ব্যক্তিকে বিভিন্ন উইকি নিবন্ধে যোগ করে বিজ্ঞাপনী প্রচারণা করে চলেছেন। দয়া করে এই কাজে বিরত থাকুন। বোধিসত্ত্ব (আলাপ) ০৯:০৯, ২৫ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহ করে উইকিপিডিয়ায় প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না, যা আপনি শ্রেয়া ঘোষাল শ্রদ্ধাঞ্জলি পাতায় করেছেন। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে রচিত কোনো পণ্য বা সেবা সম্পর্কিত গঠনমূলক নিবন্ধ যদিও উইকিপিডিয়ায় উৎসাহিত করা হয়ে থাকে, কিন্তু উইকিপিডিয়া যেহেতু কোনো প্রচারযন্ত্র নয় তাই পন্য বা সেবা সংস্থার প্রচারনার কাজে উইকিপিডিয়াকে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। সালোক সেনগুপ্ত নামক অনুল্লেখ্য ব্যক্তিকে বিভিন্ন উইকি নিবন্ধে যোগ করে বিজ্ঞাপনী প্রচারণা করে চলেছেন। দয়া করে এই কাজে বিরত থাকুন। বোধিসত্ত্ব (আলাপ) ০৯:১১, ২৫ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন