ভারতীয় পদমর্যাদা ক্রম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতীয় প্রজাতন্ত্রের পদমর্যাদা ক্রম (Order of Precedence) হল একটি প্রোটোকল তালিকা[১] (গুরুত্বপূর্ণ পদের ক্রমবিন্যাস)। এতে পদাধিকারি ও আধিকারিকদের তাদের পদ ও ভারত সরকারের কার্যালয় অনুসারে তালিকাভুক্ত করা থাকে। ভারতের রাষ্ট্রপতির কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক পরিচালিত হলেও, এই তালিকা ভারতের রাষ্ট্রপতিই নির্দিষ্ট করে দেন। এই তালিকাটি শুধুমাত্র আনুষ্ঠানিক প্রোটোকল নির্দেশ করতে ব্যবহৃত হয়। এর কোনো আইনি ভিত্তি নেই। ভারত সরকারের দৈনন্দিন কার্যক্ষেত্রেও এটি প্রযোজ্য হয় না।

ক্রম[সম্পাদনা]

২০১৫ সালের এপ্রিল মাসের পরিস্থিতি অনুসারে এই তালিকাটি নিম্নরূপ:

পদ ব্যক্তি

রাষ্ট্রপতিদ্রৌপদী মুর্মু

উপরাষ্ট্রপতিজগদীপ ধনখড়

প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী

রাজ্যপাল (নিজ নিজ রাজ্যের মধ্যে)

প্রাক্তন রাষ্ট্রপতি – প্রতিভা দেবীসিংহ পাটিল

৫ক

উপপ্রধানমন্ত্রীশূন্য

৫খ

গভর্নর জেনারেল ও লেফটেন্যান্ট গভর্নর জেনারেল(আজীবনের জন্য)

৭ক[২]
.৯ক [২]
১০
  • উপাধ্যক্ষ, রাজ্যসভা - পি. জে. কুরিয়েন
  • রাজ্যের উপমুখ্যমন্ত্রীগণ
  • লোকসভার উপাধ্যক্ষ - এম. তাম্বিদুরাই
  • যোজনা কমিশনের সদস্যগণ (নিচে #1 দেখুন)
  • ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রীগণ
১১
১২
১৩
  • ভারতে নিযুক্ত এনভয়েজ এক্সট্রাঅর্ডিনারি ও মিনিস্টার প্লেনিপোটেনশিয়ারি
১৪
  • রাজ্যর মুখ্য বিচারপতি
  • রাজ্য বিধানসভার চেয়ারম্যান ও অধ্যক্ষ (নিজ নিজ রাজ্যের মধ্যে)
১৫
  • কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী (নিজ নিজ অঞ্চলে)
  • রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী (নিজ নিজ রাজ্যে)
  • দিল্লির চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর (নিজ অঞ্চলের মধ্যে)
  • কেন্দ্রের উপমন্ত্রীগণ
১৬
  • লেফট্যানেন্ট জেনারেল সমপদমর্যাদার চিফ অফ স্টাফ
.১৭
  • রাজ্য হাইকোর্টের বিচারপতিগণ
  • চেয়ারম্যান, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল
  • চেয়ারম্যান, সংখ্যালঘু কমিশন
  • চেয়ারম্যান, তফসিলি জাতি ও উপজাতি কমিশন,[২]
১৮
  • রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী (নিজ রাজ্যের বাইরে)
  • রাজ্য বিধানসভার চেয়ারম্যান ও অধ্যক্ষ (নিজ রাজ্যের বাইরে)
  • চেয়ারম্যান, মনোপলিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাক্টিশেজ কমিশন
  • রাজ্য বিধানসভার ডেপুটি চেয়ারম্যান ও উপাধ্যক্ষ (নিজ রাজ্যের মধ্যে)
  • রাজ্যের রাষ্ট্রমন্ত্রী (নিজ রাজ্যের মধ্যে)
  • কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী ও দিল্লির একজিকিউটিভ কাউন্সিলরগণ (নিজ অঞ্চলের মধ্যে)
  • কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার অধ্যক্ষ
  • দিল্লি মেট্রোপলিটান কাউন্সিলের চেয়ারম্যান (নিজ অঞ্চলের মধ্যে)
১৯
  • কেন্দ্রশাসিত অঞ্চলের চিফ কমিশনার (যেখানে মন্ত্রিসভা নেই) (নিজ অঞ্চলের মধ্যে)
  • রাজ্যের উপমন্ত্রী (নিজ রাজ্যের মধ্যে)
  • কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার উপাধ্যক্ষ
  • দিল্লি মেট্রোপলিটান কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান (নিজ অঞ্চলের মধ্যে)
২০
  • রাজ্য বিধানসভার ডেপুটি চেয়ারম্যান ও উপাধ্যক্ষ (নিজ রাজ্যের বাইরে)
  • রাজ্যের রাষ্ট্রমন্ত্রী (নিজ রাজ্যের বাইরে)
২১
২২
  • রাজ্যরর উপমন্ত্রী (নিজ রাজ্যের বাইরে)
২৩
  • ভারত সরকারের সচিবগণ (এক্স অফিসিও পদাধিকারীগণ সহ)
  • আর্মি কম্যান্ডার/ভাইস চিফ অফ আর্মি স্টাফ বা সমমর্যাদার অন্যান্য পদাধিকারী
  • রাজ্য সরকারের মুখ্যসচিব (নিজ রাজ্যের মধ্যে)
  • ভাষাগত সংখ্যালঘু কমিশনার
  • তফসিলি জাতি ও উপজাতি কমিশনার, সচিব ও সদস্যগণ
  • জাতীয় সংখ্যালঘু কমিশন সচিব ও সদস্যগণ
  • রাষ্ট্রপতির সচিব (কপিল দেব ত্রিপাঠি)
  • উপরাষ্ট্রপতি সচিব (আই ভি ভি সুবা রাও)
  • প্রধানমন্ত্রীর সচিব
  • রাজ্যসভা ও লোকসভার সচিব
  • সলিসিটর জেনারেল (তুষার মেহতা)
  • ভাইস-চেয়ারম্যান, কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল
  • সিবিডিটি চেয়ারম্যান
  • জেনারেল বা সমপদমর্যাদার আধিকারিকগণ
  • বিচার বিভাগের জেলা ও দায়রা জজগণ
২৩ক
  • প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স (নিজ রাজ্যের মধ্যে)
২৪
  • ভারতীয় সেনাবাহিনীর লেফট্যানেন্ট-জেনারেল
  • ভারতীয় বিমানবাহিনীর এয়ার মার্শাল
  • ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল
২৫
  • রাজ্যের অ্যাডভোকেট জেনারেল
  • ভারত সরকারের অতিরিক্ত সচিবগণ
  • বিচার বিভাগের অতিরিক্ত জেলা ও দায়রা জজগণ
  • অতিরিক্ত সলিসিটর জেনারেল
  • চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স
  • চেয়ারম্যান, টারিফ কমিশন
  • চার্জ অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাক্টিং হাইকমিশনার্স আ পিড অ্যান্ড আডিনটেরিম
  • কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী (নিজ অঞ্চলের বাইরে)
  • দিল্লির চিফ একজিকিউটিভ কাউন্সিলর (নিজ অঞ্চলের বাইরে)
  • রাজ্য সরকারের মুখ্যসচিব (নিজ রাজ্যের বাইরে),
  • ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল
  • কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভার উপাধ্যক্ষ
  • দিল্লি মেট্রোপলিটান কাউন্সিলের চেয়ারম্যান, (নিজ অঞ্চলের বাইরে)
  • দিল্লি মেট্রোপলিটান কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান, (নিজ অঞ্চলের বাইরে)
  • নির্দেশক, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন
  • ডিরেক্টর জেনারেল, সীমা সুরক্ষা বাহিনী
  • ডিরেক্টর জেনারেল, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ
  • নির্দেশক, ইনটলিজেন্স ব্যুরো
  • লেফট্যানেন্ট গভর্নরগণ (নিজ অঞ্চলের বাইরে)
  • সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যালের সদস্যগণ
  • সদস্য, মনোপলিজ অ্যান্ড রেস্ট্রিক্টেড ট্রেড প্র্যাক্টিশেস কমিশন
  • সদস্য, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন
  • কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ
  • কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী ও দিল্লির একজিকিউটিভ কাউন্সিলরগণ (নিজ পদের বাইরে)
  • প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার্স অফ দি আর্মড ফোর্সেস অফ দ্য র্যাঙ্ক অফ মেজর জেনারেল ও সমতুল্য পদ
  • কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার অধ্যক্ষগণ
২৬
  • ভারত সরকারের যুগ্ম সচিব
  • ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল
  • ভারতীয় নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল
  • ভারতীয় বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল
  • বিচার বিভাগের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সমতুল্য পদ

টীকা[সম্পাদনা]

  1. Atal Bihari Vajpayee is also a holder of the Bharat Ratna, but derives higher precedence by virtue of being a former Prime Minister.

২০১৫ সালের ১ জানুয়ারি থেকে যোজনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়েছে।[৩] However, MHA hasn't yet updated the Indian Order of Precedence.

বহিঃসংযোগ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "President's Secretariat" (পিডিএফ)Office of the President of IndiaRajya Sabha। ১৯৭৯-০৮-২৬। সংগ্রহের তারিখ ২০১০-০৮-০৫ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৫ 
  3. "Government constitutes National Institution for Transforming India (NITI) Aayog"। National Informatics Centre। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫