ব্যবহারকারী আলাপ:Buzzzman

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যস্ত
নতুন মন্তব্য যোগ করুন





Hamtramck Public Schools[সম্পাদনা]

Thank you for writing the article. I contacted both of the users who tagged it with notability and advert tags. WhisperToMe (আলাপ) ০১:০১, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Thanks!--Buzzzman (আলাপ) ০৬:০৮, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

অবদান রাখুন[সম্পাদনা]

আপনার কাছে আমার ব্যক্তিগর আবেদন বা অনুরোধ, নিবন্ধে অবদান রাখার চেস্টা করুন। আমি ধারণা করতে পারি আপনি এই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, তাই শিয়ালদহ নিবন্ধে আপনি TW এর মাধ্যমে ট্যাগ {{unreferenced}} যোগ করেছেন। তবে তাতে কোন অসুবিধা নেই। কিন্তু আপনি পারতেন কিছু তথ্যসূত্র দিতে, যেমনটি নাহিদ ভাই করলেন। তাই পশ্চিমবঙ্গবাসি হয়ে এগিয়ে এসে কিছু গঠন্মূলক কাজ করুন, ট্যাগিঙ্গের কাজ ছাড়াও অনেক গঠন্মূলক কাজ এখানে আছে। ----জয়ন্ত (আলাপ - অবদান) ০৮:২৭, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি কাজ ভালই কাজ করছে, কাজটি চালিয়ে যান। কাজ করতে থাকুন। আপনার গঠনমূলক সম্পাদনা সবাই দেখতে পাচ্ছেন। সেই নিয়ে কোন সংশয় নেই। শুধু মাত্র আপনার মত নতুন ব্যবহারকারি হিসাবে আপনার ও উইকিপিডিয়ার সার্থে কিছু পরামর্শ ও অনুরোধ মাত্র। আর শিয়ালদহ নিবন্ধটি সম্পর্কে আপনাকে উপদেশটি দেবার কারন হল এটাই, উইকিপিডিয়া কে কখন একটি তথ্যসূত্র বিহীন নিবন্ধ লিখলে, সেটিকে তথ্যসুত্র দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া (অন্তত পশিমবঙ্গ বাসি হিসাবে শিয়ালদহ বা নিবন্ধটির জন্য) আমার আপনার সকলের উচিত। যেটি বাংলাদেশি হিসাবে নাহিদ ভাই করে দিলেন। আমরা এখানে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে থাকি। যাই হোক, ভাল কাজ হচ্ছে। কোন অসুবিধা হলে আমাকে জানাবেন। ----জয়ন্ত (আলাপ - অবদান) ১০:২৪, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

শাহ মুহাম্মাদ ইসহাক[সম্পাদনা]

Buzzzman ভাই, শাহ মুহাম্মাদ ইসহাক নিবন্ধটি ১৬ মে ২০১৩‎ http://tufayelahmedbd.wordpress.com/2013/05/16/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9%E0%A6%B2/ থেকে সরাসরি টুকে দেওয়া হয়েছে। দ্রুত অপসারণের ট্যাগটি সরানোর কারণ বুঝতে পারলাম না। বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

The article is not an exact copy and has been re-written from the given source. Kindly, check.--Buzzzman (আলাপ) ১৮:০৬, ১৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধের মূল ভাষা সরাসরি টুকে দেওয়া। বাক্যগুলিকে এধার ওধার করা হয়েছে ঠিকই কিন্তু ভাষা হুবহু এক। বাক্যকে সাজিয়ে গুছিয়ে অন্য দিকে নিয়ে যাওয়া যায় নিবন্ধের মানোন্নয়নের স্বার্থে, কিন্তু নিবন্ধের ভাষা যে একদম এক। ভাষা যদি কোন উৎস থেকে সরাসরি মিলে যায়, সেটিও কপিরাইট লঙ্ঘন।
আপনি লক্ষ্য করুন মূল সাইটে এই ভাবে লেখা রয়েছে - শাহ মুহাম্মাদ ইসহাক দেহলবী হিজরী ১১৭২ সালে দিল্লীতে মাওলানা মুহাম্মাদ আফজাল ফারুকীর গৃহে জন্মগ্রহণ করেন। আব্দুল আযীয দেহলবী ও পিতামহের ভ্রাতৃদ্বয় শাহ্‌ আব্দুল কাদের দেহলবী ও শাহ্‌ রফীউদ্দীন দেহলবী এর নিকট থেকে হাদীস সহ যাবতীয় শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেন। পিতামহের জিবদ্দশাতেই তিনি দিল্লীতে হাদীসের দরস দিতে আরম্ভ করেন এবং পিতামহের ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত হন। দিল্লীতে ২০ বৎসর শিক্ষাদানের পর ১২৫৯ হিজরী মক্কা মোয়াজ্জমায় হিজরত করেন এবং সেখানেই ৩ বৎসর দরস দেয়ার পর হিজরী ১২৬২ সালে ইন্তেকাল করেন। অসংখ্য ছাত্র তাঁর থেকে হাদীস শিক্ষা করেন এবং পরবর্তী কালে তাঁরাও এ প্রক্রিয়া চালু রাখেন।
তাঁর প্রসিদ্ধ কয়েকজন শিষ্যঃ মাজাহেরে হক-এর রচয়িতা নওয়াব কুতুবুদ্দীন খাঁ দেহলবী (মৃত ১২৭৯ হিজরী)। মুফতী এনায়েত আহমাদ কাফুরবী (মৃত ১২৭৯ হিজরী)। মাওলানা মিয়াঁ সাহেব সৈয়দ নজীর হোসাইন (মৃত ১২৯৬ হিজরী)। মাওলানা আহমাদ আলী সাহেব সাহারানপুরী (মৃত ১২৯৭ হিজরী)। মাওলানা আলম আলী নগীনবী (মৃত ১২৯৫ হিজরী)। মাওলানা শায়খ মুহাম্মাদ থানবী (মৃত ১২৯৬ হিজরী)। কারী আব্দুর রাহমান পানিপতী (মৃত ১৩১৪ হিজরী)। মাওলানা আব্দুল গণী মুজাদ্দেদী (মৃত ১২৯৬ হিজরী)।
আর নিবন্ধে মৃত্যুর খবর শেষে, শিষ্যের খবর তার আগে দেওয়া হয়েছে। বাকি সব কিছু এক।

বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৩১, ১৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

  • yes, you are right but for the sake of the article, i'd like to request you to tag with cleanup instead of copyvio. Thanks, Buzzzman.

Buzzzman [৫] আপনি এই পরিবর্তনে কেন ট্যাগ সরিয়েছেন তার ব্যাক্ষ্যা আলাপ পাতায় করেন নি। দ্রুত অপসারন করা হবে কি হবে না তা প্রশাসকদেরই ঠিক করতে দিন। তাই আপনে একটি সতর্কবার্তা একটু দেখেশুনে কাজ করুন। আমার আমাকে উইকিপিডিয়ায় নীতিমালা সংক্রান্ত উপদেশ দেবার কোন প্রয়োজন আছে বলে মনে করি না। --জয়ন্ত (আলাপ - অবদান) ০৮:৫২, ১৬ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

  • আপনি ভুল ভাববেন না কিন্তু আপনি আমার আলাপ পাতায় যে ট্যাগটি দিয়েছেন[৬] সেটি আমার ক্ষেত্রে প্রযোয্য নয় কারণ আমি নিবন্ধটি তৈরী করিনি। নিবন্ধটি যে তৈরী করেছে তার ক্ষেত্রে ট্যাগটি প্রযোয্য। আপনাকে উইকিপিডিয়ায় নীতিমালা সংক্রান্ত উপদেশ দেবার কোন প্রয়োজন আচ্ছে কিনা সেটা আপনার ব্যক্তিগত মত। উইকিপিডিয়ায় কোথাও বলা নেই যে প্রশাসকরা কোন ভুল করতে পারে না বা তাদেরকে কোন ভুল ধরিয়ে দেওয়া যাবে না। উইকিপিডিয়া:প্রশাসক অনুযায়ী প্রশাসকবৃন্দ হচ্ছেন উইকিপিডিয়ার কিছু বিশ্বস্ত ব্যবহারকারী যাঁদের কিছু বাড়তি কারিগরী সুবিধা রয়েছে। এমনকি অপ্রশাসকও, প্রাশাসকের ভুমিকা নিতে পারে[৭]। এবার আসি ট্যাগটি সরানোয়। এখানে[৮] ৫নং প্যারায় বলা আচ্ছে যে The creator of a page may not remove a speedy deletion tag from it. Only an editor who is not the creator of a page may do so. একজন সম্পাদক হিসাবে আমি ট্যাগটি সরিয়েছি। কোথাও বলা নেই যে creator ছাড়া কেবল প্রশাসকরাই ট্যাগ সরাতে পারবেন। ট্যাগ সরানোয়, যিনি ট্যাগ দিয়েছেন তার সাথে আমার আলোচনাও হয়েছে এ বিষয়ে আর দ্রুত অপসারন করা হবে কি হবে না তাতে সবাই মত দিতেই পারে শুধুমাত্র প্রশাসকরা নয়। তাছাড় আপনার যদি মতে হয় যে ট্যাগটি সরানো ভুল হয়েছে তো ট্যগটি পুনরায় দিতে পারেন এবং আমাকে না সরানোর জন্য বলতে পারেন কিন্তু ভুল সতর্কবার্তার ট্যাগ দিয়েছেন, সেখানেই আপার আপত্তি বিশেষ করে আপনার মতো একজন অভিজ্ঞ প্রশাসকের কাছ থেকে আশা করিনি। জয়ন্তদা, আপনি আমার থেকে অনেক অভিজ্ঞ সম্পাদক। আমার কোন কথা খারাপ লাগলে বা আমি ভুল করলে আমাকে ক্ষমা করে বাধিত করবেন। ভালো থাকবেন।--Buzzzman (আলাপ) ১৬:১৮, ১৬ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
মন্তব্য
বাজম্যান ভাই, আপনি যে বার্তাটি দিয়েছেন তা সাধারন ভাবে নতুন ব্যবহারকারীদের সতর্ক করার জন্যই সাধারনত ব্যবহার করা হয়; এটি আপনি নিজেও জানেন জয়ন্তদার মত একজন অভিজ্ঞ সম্পাদনাকারী ইচ্ছে করেই ট্যাগটি আপনার আলাপ পাতাতে লাগাননি। অনেকসময়, কাজের চাপে অনেক কিছুই ভুল হতে পারে। সেক্ষেত্রে আপনার আলাপ পতার বার্তা মুছে দিয়ে, জয়ন্তদার বার্তার শেষে যে লাইনটি লিখেছিলেন তাই যথেষ্ঠ ছিল। তাকে বাড়তি সতর্কবার্তা দেওয়ার কোন প্রয়োজন ছিল না কারণ এরকম না যে তিনি পুনরায় এটি করবেন। জয়ন্তদার উইকিজ্ঞান ও গঠনমূলক সস্পাদনা নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Article request: Central Monitoring System[সম্পাদনা]

Hi! Do you want to start a stub on the en:Central Monitoring System? It is the Indian internet monitoring system.

Thank you WhisperToMe (আলাপ) ০৮:১০, ১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে. Please, check কেন্দ্রীয় পর্যবেক্ষণ সিস্টেম. --Buzzzman (আলাপ) ০৭:১১, ১৩ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
Thank you :) WhisperToMe (আলাপ) ০৬:৩০, ১৭ নভেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়াতে স্বাগতম। এটি এমন একটি বিশ্বকোষ যেখানে সকলেই অবদান রাখতে পারে, কিন্তু সম্প্রতি আপলোড করা আপনার কিছু ফাইলে, যেমন চিত্র:Zahid Hassan.jpg-এ, কপিরাইট সংক্রান্ত তথ্য নেই। মনে রাখবেন উইকিপিডিয়াতে মেধাস্বত্ব/কপিরাইট বিষয়টি অত্যান্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এবং উইকিপিডিয়ায় আপলোড করা প্রতিটি ফাইলের কপিরাইট সংক্রান্ত তথ্য অন্য যে কেউ যাচাই করতে পারেন। উইকিপিডিয়াতে আপলোড করা ফাইলগুলোর কপিরাইট সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য, মিডিয়াফাইল সংক্রান্ত প্রশ্নসমূহ দেখুন। ধন্যবাদ। Aftab1995 (আলাপ) ১৮:৩৪, ২৩ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Article request: Lajja[সম্পাদনা]

Hi! I found the novel en:Lajja does not yet have an article in Bengali. Are you interested in starting one? WhisperToMe (আলাপ) ১৫:৫৯, ৯ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ঝড় (পত্রিকা) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

ঝড় (পত্রিকা) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ঝড় (পত্রিকা) পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। বোধিসত্ত্ব (আলাপ) ০৬:১৯, ১৯ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Article request: Japanese School of Dhaka[সম্পাদনা]

Are you interested in making a quick stub of the en:Japanese School of Dhaka?

Thanks, WhisperToMe (আলাপ) ০৬:৪২, ৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Buzzzman,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Buzzzman,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]